بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

يَامَنْ لاَ يَخْفَى عَلَيْهِ أَنْبَآءُ الْمُتَظَلِّمِينَ وَيَا مَنْ لاَ يَحْتَاجُ فِي قِصَصِهِمْ إلَى شَهَادَاتِ الشَّاهِدِينَ وَيَا مَنْ قَرُبَتْ نُصْرَتُهُ مِنَ الْمَظْلُومِينَ وَيَا مَنْ بَعُدَ عَوْنُهُ عَنِ الظَّالِمِينَ قَدْ عَلِمْتَ يَا إلهِي مَا نالَنِي مِنْ [فُلاَنِ بْنِ فُلاَن] مِمَّا حَظَرْتَ وَانْتَهَكَهُ مِنّي مِمَّا حَجَزْتَ عَلَيْهِ بَطَراً فِي نِعْمَتِكَ عِنْدَهُ وَاغْتِرَاراً بِنَكِيرِكَ عَلَيْهِ أللَّهُمَّ فَصَلِّ اللَّهُمَّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَخُذْ ظَالِمِي وَعَدُوِّي عَنْ ظُلْمِي بِقُوَّتِكَ وَافْلُلْ حَدَّهُ عَنِّي بِقُدْرَتِكَ وَاجْعَلْ لَهُ شُغْلاً فِيَما يَلِيهِ وَعَجْزاً عَمَّا يُناوِيْهِ أللَّهُمَّ وَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَلاَ تُسَوِّغْ لَهُ ظُلْمِي وَأَحْسِنْ عَلَيْـهِ عَوْنِي، وَاعْصِمْنِي مِنْ مِثْـلِ أَفْعَالِهِ، وَلا تَجْعَلْنِي فِي مِثْلِ حَالِهِ. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ ، وَأَعِدْنِي عَلَيْهِ عَدْوى حَاضِرَةً تَكُونُ مِنْ غَيْظِي بِهِ شِفَاءً، وَمِنْ حَنَقِي عَلَيْهِ وَفَاءً. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَعَوِّضْنِي مِنْ ظُلْمِهِ لِي عَفْوَكَ، وَأَبْدِلْنِي بِسُوْءِ صنِيعِهِ بِيْ رَحْمَتَكَ، فَكُلُّ مَكْرُوه جَلَلٌ دُونَ سَخَطِكَ، وَكُلُّ مُرْزِئَةٍ سَوَاءٌ مَعَ مَوْجِدَتِكَ. أللَّهُمَّ فَكَمَا كَـرَّهْتَ إلَيَّ أَنْ أَظْلِمَ فَقِنِي مِنْ أَنْ أُظْلَمَ. أللَّهُمَّ لاَ أَشْكُو إلَى أَحَد سِوَاكَ، وَلاَ أَسْتَعِينُ بِحَاكِم غَيْرِكَ حَاشَاكَ فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَصِلْ دُعَائِي بِالإِجَابَةِ، وَأَقْرِنْ شِكَايَتِي بِالتَّغْيِيرِ. أَللَّهُمَّ لا تَفْتِنِّي بِالْقُنُوطِ مِنْ إنْصَافِكَ، وَلاَ تَفْتِنْـهُ بِالأَمْنِ مِنْ إنْكَارِكَ، فَيُصِرَّ عَلَى ظُلْمِي وَيُحَاضِرَنِي بِحَقِّيْ وَعَرِّفْهُ عَمَّا قَلِيْل مَا أَوْعَدْتَ الظَّالِمِينَ، وَعَرِّفْنِي مَا وَعَدْتَ مِنْ إجَابَةِ الْمُضْطَرِّينَ. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَوَفِّقْنِي لِقَبُولِ مَا قَضَيْتَ لِيْ وَعَليَّ، وَرَضِّنِيْ بِمَا أَخَذْتَ لي وَمِنِّي وَاهْـدِنِي لِلَّتِيْ هِي أَقْوَمُ وَاسْتَعْمِلْنِي بِمَا هُوَ أَسْلَمُ. أللَّهُمَّ وَإنْ كَانَتِ الْخِيَرَةُ لِيْ عِنْدَكَ فِي تَأْخِيرِ الأَخْذِ لِي وَتَرْكِ الانْتِقَامِ مِمَّنْ ظَلَمَنِيْ إلَى يَوْمِ الْفَصْلِ وَمَجْمَعِ الْخَصْمِ، فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ ، وَأَيِّدْنِي مِنْكَ بِنِيَّة صَادِقَة وَصَبْر دَائِم، وَأَعِذْنِي مِنْ سُوءِ الرَّغْبَةِ، وَهَلَعِ أَهْلِ الْحِرْصِ، وَصَوِّرْ فِي قَلْبِي مِثَالَ مَا ادَّخَـرْتَ لِي مِنْ ثَوَابِـكَ، وَأَعْدَدْتَ لِخَصْمِي مِنْ جَزَائِكَ وَعِقَابِكَ ، وَاجْعَلْ ذَلِكَ سَبَباً لِقَنَاعَتِي بِمَا قَضَيْتَ ، وَثِقَتِي بِمَا تَخَيَّرْتَ، آمِينَ رَبَّ الْعَالَمِينَ ، إنَّكَ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْء قَدِيرٌ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, আপনার কাছে অভিযোগের বিষয় আজানা নয়। হে প্রভু, তাদের অভিযোগের সাক্ষীর জন্য আপনার কোনো প্রমাণের প্রয়োজন নেই। হে প্রভু, আপনার সাহায্য নির্যাতিতদের জন্য, হে প্রভু, আপনার সাহায্য নির্যাতনকারীদের থেকে অনেক দূরে থাকে। বিশেষত, আপনি জানেন হে আমার প্রভু আমার উপর কি বর্তায়েছে, বেশির চেয়ে বেশি করে। যা করা থেকে আপনি তাকে নিবৃত্ত করেননি। আপনি যেভাবে তাকে নিষেধ করেছেন সেভাবে সে আমার উপর প্রভাব বিস্তার করেছে। তার এই ব্যবহার শুধু অহংকারের কারণে, যা শুধু আপনার শোভা পায়। তার প্রতি আপনার নেয়ামতের কথা বিবেচনা না করে। আপনার ক্ষমতার দ্বারা, আমার উপর হতে তার তীক্ষèতা সরিয়ে নিন। তাৎক্ষনিকভাবে তাকে যা ঘিরে ফেলেছে তাকে নিয়োজিত করে দিন। সেজন্য, হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। আমার শত্রু এবং নির্যাতনকারীদের আমার উপর বাড়াবাড়ি থেকে বিরত রাখুন। যে দিকে সে শত্রুভাবাপন্ন সেদিকে তাকে শক্তিহীন করে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। আমার শত্রুর নির্যাতনকে আপনি সহ্য কোরেন না। তার উপর সাফল্য পেতে আমাকে সাহায্য করুন। তার কাজের মত কাজ হতে আমাকে রক্ষা করুন যেন আমি এ কাজ না করি)। তার মত পরিস্থিতিতে আমাকে রেখেন না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। তাৎক্ষণিক সহায়তার সাথে আমার শত্রুর বিরুদ্ধে আমাকে সাহায্য করুন, যা আমার প্রতি তার নির্যাতনকে শেষ করে দেবে। তার প্রতি আমার ক্রোধ মিশ্রিত ঘণাকে পরিতোষ করে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। তার কাছে আমি যে নির্যাতন সহ্য করেছি তার ক্ষমার দ্বারা আমাকে করুনা করুন। আপনার দয়াশীলতার গুণের দ্বারা, আমার প্রতি তার ভুলগুলোকে শুধরে দিন। আপনার গোসসার মোকাবিলায় প্রতিটি পাপই ছোট। আপনার দানশীলতার সাথে প্রতিটি দূর্যোগ হালকা। হে প্রভু, আমার জন্য এটা আপনি বৈসদৃশ করেছেন যে আমি নির্যাতিত হব। সেজন্য, অন্যদেরকে নির্যাতন করা থেকে আমাকে নিবৃত রাখুন। হে প্রভু, আপনার কাছে ব্যতীত অন্য কারো কাছে অভিযোগ করতে আপনি আমাকে অনুমতি দেননি। আপনি ব্যতীত আন্য কোনো শাসকের সাহায্য নিতে আপনি অনুমতি দেন নি। আমার জন্য এটা একেবারেই অশোভনীয়। সেজন্য, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। আপনার উত্তরের সাথে আমার প্রার্থনাকে মিলিয়ে দিন। পর্যায়ক্রমে আমার অভিযোগ বিবেচনা করুন। হে প্রভু, আপনার বিচার দ্বারা আমাকে পরীক্ষা কোরেন না। আপনার শাসনের বিলম্বের দ্বারা তাকে প্রলুব্ধ কোরেন না। যাতে সে আমার উপর নির্যাতন আব্যাহত রাখে এবং আমার অধিকার ফিরিয়ে দিতে অস্বীকার করে। আপনি তাকে ঐ শাস্তির পরিচয় পাইয়ে দিন যা দ্বারা আপনি অত্যাচারীদেরকে হুমকী দিয়েছেন। নির্যাতিতের মুক্তির জন্য আপনি কি প্রতিজ্ঞা করেছেন আমাকে তা জানিয়ে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। আপনি যা আমার বিরুদ্ধে দিয়েছেন তা গ্রহণ করার জন্য (পক্ষে) আপনি আমাকে অনুগ্রহ করুন এবং আমাকে ঐ জিনিস আবার দিন যা আপনি আমার কাছ থেকে নিয়েছেন এবং আমাকে ঐ পথে পরিচালনা করুন যে সব চেয়ে সোজা এবং আমাকে তাতে নিয়োজিত করুন যা সবচেয়ে নিরাপদ। হে প্রভু, আপনার বিচারে যদি এটা অপেক্ষাকৃত শোভনীয় হয় যে যদি আপনি শাস্তিতে বিলম্ব করেন এবং তাকে বিচার দিবসের পূর্ব পর্যন্ত অভিশাপ দেন যে আমাকে নির্যাতন করেছে, যখন শত্রুরা একত্রে জমা হবে। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন এবং প্রেরণা এবং সহনীয় ধৈর্য দিয়ে সাহায্য করুন। আমাকে শয়তানী কর্মকান্ড এবং লোভী লোকদের অবিরামতা (নির্যাতন) থেকে রক্ষা করুন। আপনি আমার জন্য যে প্রতিদান জমা রেখেছেন এবং তাদের প্রতিঘাত এবং পীড়নের বিপরীতে আমার শত্রুর জন্য তৃপ্তকর করে দিন যা আপনি অঙ্গীকার করেছেন এবং বিশ্বাস করে দিন যা আপনি পছন্দ করেছেন। হে সমগ্র বিশ্বের মালিক, আপনি মুনাজাতকে কবুল করুন। বিশেষত, আপনার সত্ত্বা চমৎকার নির্দশনের অধিকারী। সব কিছুর উপর আপনার ক্ষমতা বিরাজমান।