তোমার পত্র পড়ে এবং এসবের জবাব দিয়ে আমার অভিমত দুর্বল হয়ে পড়েছে এবং আমার বুদ্ধিমত্তা ভুল করছে। যখন তুমি আমার কাছে তোমার দাবিসমূহ তুলে ধর এবং আশা কর যে, আমি যেন তোমাকে লিখিত উত্তর দেই তখন মনে হয় তুমি সেব্যক্তির মতো যে গভীর মূমে অথচ স্বপ্ন তার সঙ্গে বিরোধ করছে অথবা সেব্যক্তির মতো যে আনন্দ-উচ্ছাসে হতবুদ্ধি হয়ে আছে অথচ সে জানে না যা আসছে তা তার পক্ষে কী বিপক্ষে। তুমি সেব্যক্তির মতো নও কিন্তু সেব্যক্তি কিছুটা তোমার মতো। তুমি তার চেয়েও নিকৃষ্ট। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যদি আমি তোমাকে সময় দিতে মনস্থ না করতাম। তবে আমি তোমাকে এমন আঘাত করতাম যাতে তোমার হাড় থেকে মাংস ||লাদা হয়ে হাড় চূৰ্ণবিচূর্ণ হয়ে যেত। জেনে রাখো, ভালো আমল করতে এবং ভালো উপদেশ শুনতে গতান তোমাকে বিরত রেখেছে। যারা শান্তি পাবার যোগ্য তাদের উপর শান্তি বর্ষিত হোক ।