আবদুল্লাহ ইবনে আব্বাসের প্রতি
মানুষ কখনো কখনো এমন কিছু নিয়ে আনন্দ অনুভব করে যা সে কোনক্রমেই হারাবে না। আবার এমন কিছু নিয়ে শোকাহত হয় যা কখনো পাবার সম্ভাবনা থাকে না। সুতরাং প্রতিশোধ নেয়ার আশঙ্কা যেন তোমাকে আশা-নিরাশা আর আনন্দ-বেদনায় দোলা না দেয়। বরং অন্যায়কে প্রতিহত করে ন্যায়কে পুনরুজজীবিত করার মাঝে যেন তোমার আনন্দ-নিরানন্দ প্রতিফলিত হয়। যে সব সৎ আমল তুমি অগ্ৰে প্রেরণ করতে পেরেছে। সে জন্য তুমি আনন্দিত হতে পার; যা তুমি প্রেরণ করতে পার নি সে জন্য শোকাভিভূত হতে হবে এবং মৃত্যুর পর তোমার ওপর যা আপতিত হবে সে বিষয়ে উদ্বিগ্ন থাকা উচিত।