আল্লাহর উৎকর্ষ সম্পর্কে
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই। তিনি এক এবং তার কোন অংশীদার নেই। তিনিই আদি—তাঁর পূর্বে কোন কিছু নেই। তিনিই অন্ত— তাঁর কোন পরিসীমা নেই। কল্পনা তার কোন গুণাবলীকে ধারণ করতে পারে না। তার স্বরূপ সম্বন্ধে হৃদয়ের কোন বিশ্বাস প্রতিষ্ঠিত হতে পারে না। কোন বিশ্লেষণ ও বিভাজন তার প্রতি প্রযোজ্য হতে পারে না। চোখ ও হৃদয় তাকে উপলব্ধি করতে পারে না।
হে আল্লাহর বান্দাগণ, আল্লাহর নির্দেশ ও আয়াতসমূহ থেকে শিক্ষা গ্রহণ করা। সতর্কবাণী সম্পর্কে সাবধান হও । আদেশ ও উপদেশাবলী থেকে লাভবান হও । মনে রেখো, মৃত্যুর থাবা সতত তোমাকে চাপ দিচ্ছে এবং তোমার আশা-আকাঙ্খা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলছে। কী কঠিন অবস্থাই না তোমার উপর আপতিত হবে এবং তুমি সে দিকেই এগিয়ে চলেছে যেখানে প্রত্যেককে যেতে হয়—তার নাম মৃত্যু। “প্রত্যেক ব্যক্তির সাথে থাকবে একজন চালক ও একজন সাক্ষী” (কুরআন-৫০ ঃ ২১)। চালক তাকে পুনরুজীবনের দিকে ধাবিত করবে এবং সাক্ষী তার কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে।
বেহেশতে অনেক উচ্চ শ্রেণি এবং থাকার বিবিধ স্থান আছে। এর নেয়ামত কখনো শেষ হবে না। এর সীমানা ভ্ৰমণ করে শেষ করা যাবে না এবং এ থেকে কেউ নিস্ত্রান্ত হবে না। যে কেউ এখানে প্রবেশ করবে। সে কখনো বৃদ্ধ হবে না এবং এখানে কেউ কোন অভাব অনুভব করবে না।