তালহা ইবনে উবায়দুল্লাহ ও জুবায়র ইবনে আওয়ামের পশ্চাদ্ধাবন না। করার জন্য কেউ কেউ উপদেশ দিলে আমিরুল মোমেনিন এ খোৎবা প্রদান করেন। আল্লাহর কসম, আমি “দাবু’র (ভোঁদড় জাতীয় নিশাচর প্রাণী) মতো হবো না, যা অনবরত পাথর নিক্ষেপের শব্দেও ঘুমের ভান করে পড়ে থাকে যতক্ষণ পর্যন্ত না শিকারি তাকে দেখতে পায় এবং আটক করে। বরং সত্যের পথে অগ্রগামীদের সহায়তায় আমি পথভ্রষ্টদেরকে এবং যারা আমার কথা শুনে ও মানে তাদের সহায়তায় পাপী ও সন্দেহ পোষণকারীকে আঘাত করে যাবো, যে পর্যন্ত না আমার দিন ফুরিয়ে যায়। আল্লাহর কসম, রাসুলের (সঃ) ইনতিকালের পর থেকে আজ পর্যন্ত আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।