সিফফিনে শত্রুর মুখোমুখী যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণের পর আমিরুল
মোমেনিন বলেনঃ
হে আল্লাহ, আকাশ ও নভোমন্ডলের তুমিই রক্ষক। তুমি ওদেরকে দিবা ও রাত্রির আশ্রয়স্থল করেছে। তুমিই সূর্য ও চন্দ্রের জন্য কক্ষপথ এবং ঘূর্ণায়মান নক্ষত্ররাজীর চলার পথ তৈরি করেছো এবং ওটা জনাকীর্ণ করার জন্য ফেরেশতা সৃষ্টি করেছো যারা তোমার ইবাদতে কখনো ক্লান্ত হয় না। হে এ পৃথিবীর রক্ষক, তুমি পৃথিবীকে মানুষের আবাসস্থল করেছো এবং পোকা-মাকড়, পশু-পাখী, দৃশ্যমান ও অদৃশ্য অগণন সৃষ্টির বিচরণ ক্ষেত্র করেছো। হে পর্বতমালার ধারক, তুমিই পর্বতমালাকে পৃথিবীর জন্য পেরেক ও মানুষের জন্য অবলম্বনের উপায় স্বরূপ করেছে। যদি তুমি আমাদেরকে শক্রর ওপর বিজয়ী কর। তবে আমাদেরকে সীমালঙ্ঘন থেকে রক্ষা করো এবং সত্যের সরল পথে প্রতিষ্ঠিত রেখো। আর যদি শক্ৰকে আমাদের ওপর বিজয়ী কর তবে আমাদেরকে শহিদ হিসাবে গ্রহণ করো এবং ফেতনা থেকে আমাদের রক্ষা করে ।
কোথায় সেসব লোক যারা সম্মান রক্ষা করে এবং কোথায় সেসব আত্ম-সম্মানী লোক যারা সম্মানী লোককে বিপদে সাহায্য করে? তোমাদের পিছনে লজ্জা আর সম্মুখে জান্নাত রয়েছে।