— সাহাবীরা হচ্ছেন আকাশের তারার মত —
সালামুন আলাইকুম –
অনেকেই বলে থাকেন যে –
” — সাহাবীরা হচ্ছেন আকাশের তারার মত — ” ।
মুসলমান সমাজ বিশেষ করে গাদীর এ খুম পরিত্যাগকারী মুসলিম সম্প্রদায়ের নিকট এই কথাটি বহুল প্রচারিত যে , নবীজীর (সাঃ) সকল সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র বা তারার মতই উজ্বল । ওনাদের যে কোন একজনকে অনুসরন করলেই পরকালে জান্নাত মিলবেই মিলবে ।
যাইহোক ,
এই কথার প্রতি সম্মাান রেখেই বিনীত ভাবে কিছু কথা নিবেদন করছি যে ,
পবিত্র কোরআন সুস্পষ্ট ভাষায় বলে যে –
মোটা দাগে সাহাবা দুই প্রকার –
১) – ঈমানদার মুমিন সাহাবা ,
২) – বেঈমান মুনাফিক সাহাবা ।
সুরা মুনাফেকুন এই জাতীয় বেঈমান সাহাবাগনের জন্য নাজিল হয়েছিল ।
যারা নবীজী (সাঃ) এর ঈমানদার মুমিন সাহাবাগনকে গালিগালাজ করে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক ।
যারা নবীজী (সাঃ) এর বেঈমান মুনাফিক সাহাবাগনকে রাঃনহু মার্কা সাহাবা বলে তাদের উপর আল্লাহর কঠিন লানত বর্ষিত হোক ।
এবারে ঐ ভদ্রলোকের কথার সুরে সুর মিলিয়েই ভদ্রলোককে কিছু প্রশ্ন করছি ।
যদি দয়া করে সঠিক উত্তর দিতেন তাহলে বড়ই কৃতার্থ হই ।
উনি বললেন যে – সাহাবীরা হচ্ছেন আকাশের তারার মত —
বেশ ভাল কথা !
ভদ্রমহাশয়গন ,
আপনাদের সকলের একটু মনযোগ চাইছি , প্লীজ –
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্র কে – যিনি রাসুল (সাঃ) এর রেসালতের প্রতি মিথ্যা সন্দেহ করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) কে যুদ্বক্ষেত্রে সম্পূর্ন একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ পাঁচজন নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) কে হত্যার উদ্দেশ্যে পাথরখন্ড নিয়ে পাহাড়ের উপর দাড়িয়েছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) এর আদেশ সত্বেও ওসমার নেতৃত্বে যুদ্বে না গিয়ে মদীনার উপকন্ঠে গোপনে অবস্থান করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) এর পরিস্কার আদেশ সত্বেও খাতা কলম না দিয়ে উল্টো নবীজী (সাঃ) কে পাগল বলেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) কতৃক নবীগৃহ থেকে বিতাড়িত হয়ে নবীজী (সাঃ) এর জানাজা , দাফন ফেলে বনু সকীফাতে গিয়ে জমায়েত হয়েছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) কতৃক অনুমোদনহীন ও অবৈধ খেলাফতের নাটক বনু সকীফাতে মঞ্চস্থ করছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা নবীকন্যার বৈধ পৈত্রিক সম্পত্তি বাগে ফাদাক অবৈধ ভাবে বাজেয়াপ্ত করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা নবীজী (সাঃ) কতৃক অনুমোদনহীন খলীফাকে জাকাত দিতে অস্বীকার করার জন্য তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্র কে – যিনি উক্ত সাহাবীকে হত্যা করে ঐ সাহাবীর সুন্দরী স্ত্রীকে ঐ রাতেই ধর্ষন করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) এর হাদিস সংগ্রহ , লিপিবদ্বকরন ও প্রচারে প্রচন্ড নিষেধাজ্ঞা জারী করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) ঈমানদার মুমিন সাহাবাগনকে মরুভূমিতে নির্বাসন দিয়ে অনাহারে মেরে ফেলেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা দ্বিতীয় , তৃতীয় ও চতুর্থ খলীফাগনকে হত্যা করেছিলেন ?
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্র কে – যিনি উম্মুল মুমেনীন হযরত আয়েশাকে নির্মম ভাবে হত্যা করে লাশ গুম করে ফেলেছিলেন ?
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্র কে – যিনি ইমাম হাসান (আঃ) কে বিষ প্রয়োগে হত্যা করলেন ?
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্র কে – যিনি মহানবী (সাঃ) এর পবিত্র আহলে বাইত (আঃ) গনের বিরুদ্বে রাষ্ট্রীয় ভাবে গালিগালাজ করার রেওয়াজ চালু করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্র কে – যিনি মহানবী (সাঃ) এর আপন চাচা ইসলামের প্রথম শহীদ হযরত হামজা (রাঃ) এর পবিত্র কবরে সজোরে লাথির পর লাথি মেরেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) এর প্রানপ্রিয় কন্যার পবিত্র গৃহে অগ্নি সংযোগ করে গর্ভস্থ সন্তান সহ নবীকন্যাকে হত্যা করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা রাসুল (সাঃ) এর প্রিয় নাতির জানাজাতে অজস্র্র তীর মেরে রক্তাক্ত করেছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্র কে – যিনি প্রচুর মদপান করে ফজরের নামায দুই রাকাতের পরিবর্তে চার রাকাত পড়িয়েছিলেন !
সকল সাহাবীই যদি আকাশের তারা হয় —
তাহলে ঐ নক্ষত্রগুলো কারা – যারা একে অপরের বিরুদ্বে যুদ্ব বিগ্রহ করে লক্ষাধিক সাহাবাগনকে হত্যা করেছিলেন –
নাহরেওয়ান , জঙ্গে জামাল , সিফফীন যুদ্ব সমূহে !
আপাঃতত এই নক্ষত্রগুলোর নাম ধাম পরিচয় একটু যদি জানাতেন তাহলে বড়ই উপকৃত হইতাম ।
আর হ্যাঁ , এই সকল ঘটনা সমূহ সহীহ সিত্তাহ হাদিস গ্রন্থ এবং বিখ্যাত সকল নামকরা তাফসীর ও ইতিহাস গ্রন্থে বিদ্যমান রহিয়াছে ।
প্রয়োজন শুধু অন্ধ আবেগকে দমন করে চক্ষু মেলিয়া চর্তুদিকে দৃষ্টি দেওয়া ।
আপনি যথেষ্ট চক্ষুস্মাান একজন সচেতন একজন ব্যক্তি ।
SKL