” — সালামুন আলা ইল ইয়াসীন —- ” ।
সুরা – সাফফাত / ১৩০ ।

শান্তি বর্ষিত হউক ইয়াসীনের বংশধরের উপর ।
ইয়াসীন” হযরত নবী করিম (সাঃ) এর পবিত্র নাম সমূহের মধ্যে একটি নাম । এবং মহানবী (সাঃ) এর পবিত্র বংশধর হইলেন পবিত্র ইমাম (আঃ) গন ।
ইহা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ননা করিয়াছেন এবং ফখরুদ্দিন রাযী হইতেও ইহা উদ্বৃত হইয়াছে ।
সূত্র – মুরাজেয়াত , পৃষ্ঠা – ৬৫ / বয়ানুস সায়াদাহ , ৩য় খন্ড , পৃষ্ঠা – ৩০১ / ইয়ানাবিউল মাওয়াদ্দাহ , পৃষ্ঠা – ৪২ / শাওয়াহেদুত তানযিল , ২য় খন্ড , পৃষ্ঠা – ১০৯ / তাফসীরে ফুরাত , পৃষ্ঠা – ১৩১ / মাজমাউজ যাওয়ায়েদ , ৯ম খন্ড , পৃষ্ঠা – ১৭৪ , পবিত্র কুরআনে আহলে বাইত (আঃ) , মোহাম্মাাদ হাদী আমীনী , পৃষ্ঠা – ১৬৫ ।
SKL