আল্লামা মজলিসী (রহঃ) এক শবে জুম্মাতে নিম্নলিখিত এই দুআ পাঠ করলেন, পরের শবে জুম্মাতেও তিনি যখন একই দুআ পাঠ করতে লাগলেন তখন হঠাৎ আওয়াজ আসলো হে মজলিসী! গত শবে জুম্মাতে তুমি যে দুআ পাঠ করেছিলে তার সওয়াব এখোনো লেখা হচ্ছে। তার সওয়াব লেখা এখনও শেষ হয়নি।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَلْحَمْدُ لِلَّهِ مِنْ اوّلِ الدُّنْیَا اِلٰی فَنآ ئِھا وَ مِنَ الْآخِرَۃِ اِلٰی بَقَآئِھا وَالْحَمْدُ لِلَّهِ علی کُلِّ نِعْمَةِ وَّاسْتَغْفِرُ اللّٰهَ مِنْ کُلِّ ذَنْبٍ وَّ اَتُوبُ اِلَیْهِ یَا اَرحَمَ الرَّاحِمِینَ

বিহারুল আনওয়ার খন্ড ১০৫

শবে জুম্মাতে ইমাম হোসায়েন (আঃ)-এর জিয়ারত থেকে বঞ্চিত হবেন না।

ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন, আল্লাহ তায়ালা যে বান্দার মঙ্গল চান তার অন্তরে ইমাম হোসায়েন (আঃ)-এর প্রতি ভালোবাসা ও জিয়ারতের আবেগ সৃষ্টি করে দেন এবং যার জন্য আল্লাহ তাআলা মন্দ চান তার অন্তরে ইমাম হোসায়েন (আঃ)-এর প্রতি ঘৃণা এবং জিয়ারতের প্রতি বিদ্বেষ জন্ম নেয়।

বৃহস্পতিবার দিবারাত্রে মরহুমদের জন্য দোয়া করা। যদি আয়াতুল কুরসী পড়ে মরহুমদেরকে হাদিয়া করা হয়।

➡️ তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামীন ফেরেশতাদেরকে কিয়ামত পর্যন্ত তাঁর জন্য তসবিহ পাঠ করার নির্দেশ দেন।

➡️ ৬০ জন নবীর সওয়াব প্রদান করেন।

➡️ তার কবরে ৪০টি প্রদীপ প্রবেশ করান, যার আলো পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ে এবং এই আলো তার কবরকে প্রশস্ত করে।
?মাজমায়ুল বয়ান খন্ড ১ পৃষ্ঠা ৩৬৯, শেখ সাদুক্ব রহঃ প্রণীত আমালী পৃষ্ঠা ১০৯

আল্লাহর রাসূল (সাঃ) বলেন : প্রতি শবে জুম্মাতে (বৃহস্পতিবারের রাত্রে) মুমিনদের রুহ তাদের ঘরে ফিরে আসে। এবং তাদের মধ্যে প্রত্যেকটি রুহ দুঃখজনক কণ্ঠস্বরে এই ভাবে চিৎকার করে, হে আমার পরিবার, আমার সন্তান এবং আমার বন্ধুরা! আমার নামে কিছু দান কর, আমাকে স্মরণ কর এবং আমার একাকীত্ব এবং অসহায়ত্বের প্রতি দয়া কর।

আজকে শবে জুম্মা। নিজের নিজের প্রিয়জনদের জন্য সূরা আল ফাতিহা, সাদকাহ, সালাওয়াত এবং নেক আমল উপস্থাপন করুন। আগামীকাল হয়তো কেউ আমাদের জন্যও নেক আমল হাদিয়া করবেন।

* শুক্রবার রাতে, নিজের প্রিয়জনদের মাগফেরাতের জন্য দোয়া করুন।
??হে আল্লাহ! হযরত মুহাম্মদ সাঃ এবং আ’লে মুহাম্মদ সাঃ এর মাধ্যমে আমাদের দোয়া কবুল করুন।

শবে জুম্মা ও শুক্রবারের সর্বোত্তম ইবাদত ও দোয়া হল * মুহাম্মদ সাঃ এবং আ’লে মুহাম্মদ এর উপর সালাওয়াত পাঠ করা।
?হুক্বুক্ব এ ওয়ালেদাইন পৃষ্ঠা ৭৪..