দিনের পঞ্চম প্রহর এই সময়টি ইমাম মোহাম্মাদ বাকের (আ.)-এর জন্য উৎসর্গ করা হয়েছে, এবং এই মুহুর্তে নিম্নোক্ত দোয়া পাঠ করুন

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

اَللّٰهُمَّ رَبَّ الضِّيَاۤءِ وَالْعَظَمَةِ وَالنُّوْرِ وَالْكِبْرِيَاۤءِ وَالسُّلْطَانِ تَجَبَّرْتَ بِعَظَمَةِ بَهَاۤئِكَ وَ مَنَنْتَ عَلٰى عِبَادِكَ بِرَاْفَتِكَ وَ رَحْمَتِكَ وَ دَلَلْتَهُمْ عَلٰى مَوْجُوْدِ رِضَاكَ وَ جَعَلْتَ لَهُمْ دَلِيْلًا يَّدُلُّهُمْ عَلٰى مَحَبَّتِكَ وَ يُعَلِّمُهُمْ مَحَآبَّكَ وَ يَدُلُّهُمْ عَلٰى مَشِيَّتِكَ اَللّٰهُمَّ فَبِحَقِّ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَلَيْهِمَا السَّلَامُ عَلَيْكَ وَ اُقَدِّمُهُ بَيْنَ يَدَىْ حَوَاۤئِجِىْ اَنْ تُصَلِّىَ عَلٰى مُحَمَّدٍ وَ اۤلِ مُحَمَّدٍ وَّ اَنْ تَفْعَلَ بِىْ كَذَا وَ كَذَا۔۔

আপনি এখন আপনার প্রয়োজন বা মনের ইচ্ছা মহান আল্লাহর কাছে বলুন।

দিনের পঞ্চম প্রহর এই সময়টি ইমাম মোহাম্মাদ বাকের (আ.)-এর জন্য উৎসর্গ করা হয়েছে, এবং এই মুহুর্তে নিম্নোক্ত দোয়া পাঠ করুন

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

আল্লাহুমা রাব্বাদ দীয়ায়ে ওয়াল আযামাতে ওয়ান নুরে ওয়াল কিবরিয়ায়ে ওয়াস সুলতানে তাজাবারতা বে আযামাতে বাহায়েকা ওয়া মানান তা আলা ইবাদেকা বে রাফাতেকা ওয়া রাহমাতেকা ওয়া দালালতাহুম আলা মাওজুদে রেদাকা ওয়া জাআলতা লাহুম দালিলাই ইয়াদুল্লুহুম আলা মাশিইয়াতেকা আল্লাহুম্মা ফাবেহাক্কে মুহাম্মাদেবনে আলীয়েন আলায়হেমাস সালামু আলায়কা ওয়া উকাদ্দে মুহু বায়না ইয়াদায় হাওয়ায়েজি আনতু সাল্লে আলা মুহাম্মাদেন ওয়া আলে মুহাম্মাদেও ওয়া আন তাফআলা বি কাযা ওয়া কাযা।

আপনি এখন আপনার প্রয়োজন বা মনের ইচ্ছা মহান আল্লাহর কাছে বলুন।