৯১. কোন কিছু খরিদ করার সময় - ইমাম জাফর স্বাদিক আঃ বলেছেন কোন কিছু কেনার সময় তিন বার আল্লাহু আকবার নিম্ন দোয়াটি পাঠ করা উচিত।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰهُمَّ إِنِّي اشْتَرَيْتُهٗ أَلْتَمِسُ فِيْهِ مِنْ فَضْلِكَ فَصَلِّ عَلٰى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ اَللّٰهُمَّ فَاجْعَلْ لِي فِيْهِ فَضْلًا اَللّٰهُمَّ إِنِّي اشْتَرَيْتُهٗ أَلْتَمِسُ فِيهِ مِنْ رِزْقِك فَاجْعَلْ فِيهِ رِزْقاً
৯২. কোন কিছু খরিদ করার সময় – ২ - ইমাম জাফর স্বাদিক আঃ বলেছেন কোন কিছু কেনার সময় তিন বার নিমোক্ত দোয়া পাঠ করা উচিত।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
يَا حَيُّ يَا قَيُّوْمُ يَا دَآئِمُ يَا رَءُوْفُ يَا رَحِيْمُ أَسْأَلُكَ بِعِزَّتِكَ وَ قُدْرَتِكَ وَ مَا أَحَاطَ بِهٖ عِلْمُكَ أَنْ تَقْسِمَ لِي مِنَ التِّجَارَةِ الْيَوْمَ أَعْظَمَهَا رِزْقاً وَ أَوْسَعَهَا فَضْلًا وَ خَيْرَهَا عَاقِبَةً فَإِنَّهٗ لَا خَيْرَ فِيْمَا لَا عَاقِبَةَ لَهٗ
৯৩. নিরাপদ ভাবে মজুদ করে রাখার জন্য - যখন কোন জিনিষ মোড়ক করা হয় এবং তা মজুদ করে নিরাপদ রাখার জন্য, আয়াতুল কুরসী পড়তে হবে এবং আয়াতুল কুরসী ও নিম্ন দোয়া লিখতে হবে।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَ جَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّ مِنْ خَلْفِهِمْ سَدًَّا فَاَغْشَيْنَاهُمْ فَهُمْ لاَ يُبْصِرُوْنَ. لَا ضَيْعَةَ عَلٰي مَا حَفِظَهُ اللهُ. فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِىَ اللهُ، لَآ اِلٰهَ اِلاَّ هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
৯৪. যে কোন উদ্দেশ্যের জন্য - নিম্ন লাইন গুলো যে কোন উদ্দেশ্যের জন্য পাঠ করা যাবে। ফার্সী কবিতা থেকে নেওয়া।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
یا رب تو چنان کن که پریشان نشوم بی منت مخلوق مرا روزی ده محتاج برادران و خویشان نشوم تا از در تو بر در ایشان نروم
৯৫. হযরত মুসা কাযিম আঃ এর দোয়া যে কোন উদ্দেশ্যের জন্য - নিম্ন দোয়াটি যে কোন উদ্দেশ্যের জন্য পাঠ করা যাবে। প্রতিদিন ১ বার যে কেহ একজন পাঠ করলেই হবে।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰهُمَّ إِنِّي أَطَعْتُكَ فِي أَحَبِّ الْأَشْيَاءِ إِلَيْكَ وَ هُوَ التَّوْحِيْدُ، وَ لَمْ أَعْصِكَ فِي أَبْغَضِ الْأَشْيَاءِ إِلَيْكَ وَ هُوَ الْكُفْرُ، فَاغْفِرْ لِي مَا بَيْنَهُمَا، يَا مَنْ إِلَيْهِ مَفَرِّي آمِنِّي مِمَّا فَزِعْتُ مِنْهُ إِلَيْكَ. اَللّٰهُمَّ اغْفِرْ لِيَ الْكَثِيْرَ مِنْ مَعَاصِيْكَ، وَ اقْبَلْ مِنِّي الْيَسِيْرَ مِنْ طَاعَتِكَ، يَا عُدَّتِي دُوْنَ الْعُدَدِ، وَ يَا رَجَائِيْ وَ الْمُعْتَمَدَ، وَ يَا كَهْفِيْ وَ السَّنَدَ، وَ يَا وَاحِدُ يَا أَحَدُ، يَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اَللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَ لَمْ يُوْلَدْ وَ لَمْ يَكُنْ لَهٗ كُفُواً أَحَدٌ، أَسْأَلُكَ بِحَقِّ مَنِ اصْطَفَيْتَهُمْ مِنْ خَلْقِكَ، وَ لَمْ تَجْعَلْ فِي خَلْقِكَ مِثْلَهُمْ أَحَداً، أَنْ تُصَلِّيَ عَلٰى مُحَمَّدٍ وَ آلِهٖ، وَ تَفْعَلَ بِي مَا أَنْتَ أَهْلُهٗ اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِالْوَحْدَانِيَّةِ الْكُبْرٰى، وَ الْمُحَمَّدِيَّةِ الْبَيْضَاءِ، وَ الْعَلَوِيَّةِ الْعُلْيَا، وَ بِجَمِيْعِ مَا احْتَجَجْتَ بِهٖ عَلٰى عِبَادِكَ، وَ بِالاِسْمِ الَّذِيْ حَجَبْتَهٗ عَنْ خَلْقِكَ فَلَمْ يَخْرُجْ مِنْكَ إِلاَّ إِلَيْكَ، صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَ آلِهٖ، وَ اجْعَلْ لِي مِنْ أَمْرِيْ فَرَجاً وَ مَخْرَجاً، وَ ارْزُقْنِيْ مِنْ حَيْثُ أَحْتَسِبُ وَ مِنْ حَيْثُ لاَ أَحْتَسِبُ، إِنَّكَ تَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
৯৬. যে কোন উদ্দেশ্যের জন্য – ২ -মোহাম্মাদ বিন মুসলিম বলেছেন – একদা আমি ইমাম আঃ জিজ্ঞাসা করলাম আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য কিছু দোয়া শিক্ষা দিন। তখন ইমাম আঃ বললেন কেন তুমি “দোয়া-এ-ইলহাহ্” পাঠ করো না ইচ্ছা পূরণ ও যে কোন উদ্দেশ্যের জন্য। তখন আমি জিজ্ঞাসা করলাম এটি কোন দোয়া, তখন ইমাম আঃ নিম্ন দোয়াটি পাঠ করলেন।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَ مَا بَيْنَهُنَّ وَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ وَ رَبَّ جَبْرَئِيْلَ وَ مِيْكَـائِيْلَ وَ إِسْرَافِيْلَ وَ رَبَّ الْقُرْآنِ الْعَظِيْمِ وَ رَبَّ مُحَمَّدٍ خَاتَمِ النَّبِيِّيْنَ إِنِّي أَسْأَلُكَ بِالَّذِيْ تَقُوْمُ بِهِ السَّمَآءَ وَ بِهٖ تَقُوْمُ الْأَرْضَ وَ بِهٖ تُفَرِّقُ بَيْنَ الْجَمْعِ وَ بِهٖ تَجْمَعُ بَيْنَ الْمُتَفَرِّقِ وَ بِهٖ تَرْزُقُ الْأَحْيَآءَ وَ بِهٖ أَحْصَيْتَ عَدَدَ الرِّمَالِ وَ وَزْنَ الْجِبَالِ وَ كَيْلَ الْبُحُوْرِ
৯৭. কবরে চারপাশের চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য - হযরত আলী আঃ বলেছেন – প্রতি শুক্রবার যে ব্যক্তি সূরা নিসা পাঠ করবে, পাঠকারী কবরে চারপাশের চাপ থেকে রক্ষা পাবে।
৯৮. মৃত্যুর সময় দোয়া - একদা হযরত মোহাম্মাদ সাঃ তার এক আনসার এর সাথে দেখা করতে তার বাসায় যান। সেই সময় আনসার তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, তখন হযরত সাঃ জিজ্ঞাসা করলেন, তুমি কেমন সময় অতিবাহিত করছো? আনসার উত্তর দিলেন – আমি আমার গুনাহ্ এর স্বীকার করছি এবং আল্লাহ এর আশ্রয় প্রার্থনা করছি এবং আমি আমার গুনাহ্ ভয়ে ভীত। হযরত সাঃ বলেছেন – যদি কোন ব্যক্তির এই ধরনের মানুসিক অনুভূতি হবে তাকে অবশ্যই পুরুষ্কৃত করবে এবং তাকে তার ভয় হতে নিরাপদ করবেন। মুমূর্ষু ব্যক্তিকে নিম্ন দোয়াটি পাঠ করতে হবে।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اقْبَلْ مِنِّي الْيَسِيْرَ مِنْ طَاعَتِكَ
৯৯. মৃত্যুর সময় দোয়া – ২ - হযরত মোহাম্মাদ বাক্বের বলেছেন – যদি তুমি কখনো কোন ব্যক্তিকে মৃত্যুর খুব নিকটে দেখ তাহলে তাকে অবশ্যই কালেমাতে ফারায্ পড়াতে সাহায্য করো।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ الْعَلِيُّ الْعَظِيْمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَاوَاتِ السَّبْعِ وَ رَبِّ الْأَرَضِيْنَ السَّبْعِ وَ مَا فِيْهِنَّ وَ مَا بَيْنَهُنَّ وَ رَبِّ الْعَرْشِ الْعَظِيْمِ وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ
১০০. একটি মুমিন এর মৃত দেহ পাশে ৪০ মুমিন এর দোয়া পাঠ - হযরত জাফর সাদ্বিক আঃ বলেছেন - একটি মুমিন এর মৃত দেহ পাশে অবশ্যই যেন ৪০ মুমিন নিম্ন দোয়া পাঠ করে।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰهُمَّ إِنَّا لَا نَعْلَمُ مِنْهُ إِلَّا خَيْراً وَ أَنْتَ أَعْلَمُ بِهٖ مِنَّا.
১০১. কবর স্থানে প্রবেশ এর সময় - হযরত হোসাঈন আঃ বলেছেন – যখন তোমরা কবর স্থানে প্রবেশ করবে তোমরা নিম্ন দোয়াটি পাঠ করবে আল্লাহ্ তোমার হিসাবে হযরত আদম আঃ হতে কেয়ামত পর্যন্ত ভাল হিসাব লেখা হবে ।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الْأَرْوَاحِ الْفَانِيَةِ وَ الْأَجْسَادِ الْبَالِيَةِ وَ الْعِظَامِ النَّخِرَةِ الَّتِيْ خَرَجَتْ مِنَ الدُّنْيَا وَ هِيَ بِكَ مُؤْمِنَةٌ أَدْخِلْ عَلَيْهِمْ رَوْحاً مِنْكَ وَ سَلَاماً مِنِّيْ
৯১. কোন কিছু খরিদ করার সময় - ইমাম জাফর স্বাদিক আঃ বলেছেন কোন কিছু কেনার সময় তিন বার আল্লাহু আকবার নিম্ন দোয়াটি পাঠ করা উচিত।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহুম্মা ইন্নিশ তারাই তো হো আল তামেসু ফিহা মিন খায়রেকা ফাজ আললি ফি হি খাইরান আল্লাহুম্মা ইন্নিশ তারাই তো হো আল তামেসু ফিহা মিন ফাজলেকা ফাজ আললি ফি হি রিযকান ফাযলান আল্লাহ হুম্মা ইন্নিশ তারাই তো হো আল তামেসু ফিহা মির রিযকেকা ফাযলেকা ফায আললি ফি হি রিযকান
৯২. কোন কিছু খরিদ করার সময় – ২- ইমাম জাফর স্বাদিক আঃ বলেছেন কোন কিছু কেনার সময় তিন বার নিমোক্ত দোয়া পাঠ করা উচিত।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইয়া হাইয়ো ইয়া কাঈয়ূম ইয়া দা’য়েমু ইয়া রা’উফু ইয়া রাহিমু আস আলুকা বে ইয যেতেকা ওয়া কুদ্বরাতেকা ওয়ামা আহতা বেহী ইলমোকা আন ত্বাক সেমা লে মিনাত তেজারাতিল ইয়াওমা আযামাহা রিযক্বান ওয়া আও সা’আহা ফাযলান ওয়া খাইরাহা আক্বেবাতা ফা ইন্নাহু লা খাইরা ফি মালা আক্ববাতা লাহু
৯৩. নিরাপদ ভাবে মজুদ করে রাখার জন্য - যখন কোন জিনিষ মোড়ক করা হয় এবং তা মজুদ করে নিরাপদ রাখার জন্য, আয়াতুল কুরসী পড়তে হবে এবং আয়াতুল কুরসী ও নিম্ন দোয়া লিখতে হবে।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ওয়াজা আলনা মিনে বাইনে আইদেহেম সাদদাওঁ ফা আগ্বসায়নাহুম ফাহুম লা ইয়োব সেরুন লা যায়আতা আলা মা হাফেযা হুল্লাহু ফা ইনতা ওয়াল লাও ফা ক্বূল হাশ বে ইয়াল লাহু লা ইলাহা ইল্লাহু আলায়হে তাওয়াক কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম
৯৪. যে কোন উদ্দেশ্যের জন্য - নিম্ন লাইন গুলো যে কোন উদ্দেশ্যের জন্য পাঠ করা যাবে। ফার্সী কবিতা থেকে নেওয়া।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইয়া রাব তু চুনান কোনকি পারেসান নাশা ওয়ানি – মোহতাজে বেরাদেরান খুঁওে শান – বে মিন্নাতে মাখলুক্ব মারা রোয়াযি দেহ্ – তা আয দারে তু বার দারে এহসান নারাওয়াম
৯৫. হযরত মুসা কাযিম আঃ এর দোয়া যে কোন উদ্দেশ্যের জন্য - নিম্ন দোয়াটি যে কোন উদ্দেশ্যের জন্য পাঠ করা যাবে। প্রতিদিন ১ বার যে কেহ একজন পাঠ করলেই হবে।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহুম্মা ইন্নি আতা তুকা ফি আহাব্বে আস্ ইয়ায়ে ইলায়কা ওয়া হুয়াত তাওহেদু ওয়া লাম আ-সেকা ফি আবগ্বাযিল আস ইয়ায়ে ইলায়কা ওয়া হুয়াল কূফরো ফাগ্ব ফিরলি মা বায়না হুমা ইয়া মান ইলায়হে মা ফাররি আমিন্নি মিম্মা ফাযে তু মিনহো ইলায়কা আল্লাহুম্মাগ ফিরলি ইয়াল কাসিরা মিন মা-আসেকা ওয়াক্ব বাল মিন্নিল ইয়াসেরা মিনতা আতেকা ইয়া উদ্দাতি দুনাল ওদাদে ওয়া য়া রাজা-ই ওয়াল মুতামাদা ওয়া ইয়া কাহ্ ফি ওয়াস সানাদা ওয়া ইয়া ওয়াহিদু ইয়া আহাদু ইয়া ক্বূল হুয়াল লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়োলাদ ওয়া লাম ইয়া ক্বূল্লাহু কুফুওয়ান আহাদুন আস’আলুকা বে হাক্ক্বে মানিস তাফাইতাহুম মিন খালক্বেকাওয়া লা তাজ আল ফি খালক্বেকা মিসলাহুম আহাদান আনতু সাল্লি আলা মোহাম্মাদিন ওয়া আলেহি ওয়া তাফ আলা বি মা আনতা আহ্ লুহু আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিল ওয়াহ দানি ইয়াতিল কোবরা ওয়াল মোহাম্মাদি ইয়াতিল বাইযায়ে ওয়াল আলা উই ইয়াতিল ওল ইয়া ওয়া বে জামি আয় মাহ্ তাজাজতা বিহি আলা ইবাদেকা ওয়াবিল ইসমিল লাযি হাজাব তাহু আন খালক্বেকা ফালাম ইয়াখ রুজ মিনকা ইল্লা ইলায়কা সাল্লে আলা মোহাম্মাদিন ওয়া আলেহি ওয়াজ আল লি মিন আমরি ফারাজান ওয়া মাখ রাজান ওয়ারযুক্বনি মিন হায়সু আহ্ তাসিবু ওয়ামিন হাইসু লা আহ্ তাসেবু ইন্নাকা তারযুক্বু মান মান তাসহা’ও বে গ্বায়রে হিসাব
৯৬. যে কোন উদ্দেশ্যের জন্য – ২ - মোহাম্মাদ বিন মুসলিম বলেছেন – একদা আমি ইমাম আঃ জিজ্ঞাসা করলাম আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য কিছু দোয়া শিক্ষা দিন। তখন ইমাম আঃ বললেন কেন তুমি “দোয়া-এ-ইলহাহ্” পাঠ করো না ইচ্ছা পূরণ ও যে কোন উদ্দেশ্যের জন্য। তখন আমি জিজ্ঞাসা করলাম এটি কোন দোয়া, তখন ইমাম আঃ নিম্ন দোয়াটি পাঠ করলেন।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহুম্মা রাব্বাস সামা ওয়াতিস সাবে ওয়ামা বায়নাহুমা ওয়া রাব্বাল আরশিল আযিম ওয়া রাব্বা জিবরাঈল ওয়া মিকাঈল ওয়া রাব্বাল কুরআনিল আযিম ওয়া রাব্বা মোহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ইন্নি আস আলুকা বিল লাযি তাক্বুমু বে হিস সামা ও ওয়া বেহী তারযুক্বুল আহ্ ইয়া ইয়া ওয়া বেহী আহ্ সায়তা আদাদার রেমালে ওয়া ওয়ায নাল – জিবালে ওয়া কায় লাল বেহারে
৯৭. কবরে চারপাশের চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য - হযরত আলী আঃ বলেছেন – প্রতি শুক্রবার যে ব্যক্তি সূরা নিসা পাঠ করবে, পাঠকারী কবরে চারপাশের চাপ থেকে রক্ষা পাবে। “সুরা নিসা/সুরা নং ৪”
৯৮. মৃত্যুর সময় দোয়া - একদা হযরত মোহাম্মাদ সাঃ তার এক আনসার এর সাথে দেখা করতে তার বাসায় যান। সেই সময় আনসার তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, তখন হযরত সাঃ জিজ্ঞাসা করলেন, তুমি কেমন সময় অতিবাহিত করছো? আনসার উত্তর দিলেন – আমি আমার গুনাহ্ এর স্বীকার করছি এবং আল্লাহ এর আশ্রয় প্রার্থনা করছি এবং আমি আমার গুনাহ্ ভয়ে ভীত। হযরত সাঃ বলেছেন – যদি কোন ব্যক্তির এই ধরনের মানুসিক অনুভূতি হবে তাকে অবশ্যই পুরুষ্কৃত করবে এবং তাকে তার ভয় হতে নিরাপদ করবেন। মুমূর্ষু ব্যক্তিকে নিম্ন দোয়াটি পাঠ করতে হবে।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহুম্মাগ্ব ফিরলিল কাশিরা মিম মা’সে ইয়াতেকা ওয়াক্ববাল মিন্নি আল ইয়াসরে মিন তা’আতেকা
৯৯. মৃত্যুর সময় দোয়া – ২ - হযরত মোহাম্মাদ বাক্বের বলেছেন – যদি তুমি কখনো কোন ব্যক্তিকে মৃত্যুর খুব নিকটে দেখ তাহলে তাকে অবশ্যই কালেমাতে ফারায্ পড়াতে সাহায্য করো।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
লা ইলাহা ইল্লাল লাহুল হালিমুল কারিমু লা ইলাহা ইল্লাল লাহুল আলীয়ূল আযিমু সুবহানাল লাহে রাব্বিস সামাওয়াতিস সাব’আয় ওয়া রাব্বাল আরযিনাস সাব’আয় ওয়ামা ফি হিন্না ওয়ামা বায়না হুন্না ওয়া রাব্বিল আরশিল আযিম ওয়াল হামদু লিল্লাহে রাব্বিল আলামিন
১০০. একটি মুমিন এর মৃত দেহ পাশে ৪০ মুমিন এর দোয়া পাঠ - হযরত জাফর সাদ্বিক আঃ বলেছেন - একটি মুমিন এর মৃত দেহ পাশে অবশ্যই যেন ৪০ মুমিন নিম্ন দোয়া পাঠ করে।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহুম্মা লা না’লামু মিনহু ইল্লা খাঈরাওঁ ওয়া আন্তা আ’লামু বেহী মিন্না
১০১. কবর স্থানে প্রবেশ এর সময় - হযরত হোসাঈন আঃ বলেছেন – যখন তোমরা কবর স্থানে প্রবেশ করবে তোমরা নিম্ন দোয়াটি পাঠ করবে আল্লাহ্ তোমার হিসাবে হযরত আদম আঃ হতে কেয়ামত পর্যন্ত ভাল হিসাব লেখা হবে ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহুম্মা রাব্বা হাযেহী আর ওয়াহিল ফানি ইয়াতে ওয়াল আজ সাদিল বালি ইয়াতে ওয়াল ইযামিন নাখেরাতিল লাতি খারাজাত মিনাদ দুনইয়া ওয়া হেইয়া বেকা মু’মেনাতুন আদকিল আলাহিম রাওঁ হাম মিনকা ওয়া সালামান মিন্নি