بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَلْحَمْدُ للهِ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهارَ بِقُوَّتِهِ، وَمَيَّزَ بَيْنَهُمَا بِقُدْرَتِهِ، وَجَعَلَ لِكُلِّ وَاحِد مِنْهُمَا حَدّاً مَحْدُوداً، وَأَمَداً مَمْدُوداً ، يُولِجُ كُلَّ وَاحِد مِنْهُمَا فِي صَاحِبِهِ، وَيُولِجُ صَاحِبَهُ فِيهِ بِتَقْدِير مِنْهُ لِلْعِبَادِ فِيمَا يَغْـذُوهُمْ بِـهِ وَيُنْشئُهُمْ عَلَيْـهِ، فَخَلَقَ لَهُمُ اللَّيْـلَ لِيَسْكُنُوا فِيْهِ مِنْ حَرَكَاتِ التَّعَبِ، وَنَهَضَاتِ النَّصَبِ، وَجَعَلَهُ لِبَاساً لِيَلْبَسُوا مِنْ رَاحَتِهِ وَمَنَامِهِ، فَيَكُونَ ذَلِكَ جَمَاماً وَقُوَّةً، وَلِيَنَالُوا بِهِ لَذَّةً وَشَهْوَةً. وَخَلَقَ لَهُمُ النَّهارَ مُبْصِراً لِيَبْتَغُوا فِيهِ مِنْ فَضْلِهِ، وَلِيَتَسَبَّبُوا إلَى رِزْقِهِ، وَيَسْرَحُوا فِي أَرْضِهِ، طَلَباً لِمَا فِيـهِ نَيْلُ الْعَاجِلِ مِنْ دُنْيَاهُمْ، وَدَرَكُ الاجِلِ فِيْ اُخْراهُمْ. بِكُلِّ ذلِكَ يُصْلِحُ شَأنَهُمْ، وَيَبْلُو أَخْبَارَهُمْ وَيَنْظُرُ كَيْفَ هُمْ فِي أَوْقَاتِ طَاعَتِـهِ، وَمَنَازِلِ فُـرُوضِهِ وَمَوَاقِعِ أَحْكَامِهِ لِيَجْزِيَ الَّذِينَ أسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى. اللَّهُمَّ فَلَكَ الْحَمْدُ عَلَى مَافَلَقْتَ لَنَا مِنَ الإصْبَاحِ، وَمَتَّعْتَنَا بِهِ مِنْ ضَوْءِ النَّهَارِ، وَبَصَّرْتَنَا مِنْ مَطَالِبِ الاقْوَاتِ، وَوَقَيْتَنَا فِيهِ مِنْ طَوارِقِ الآفاتِ. أَصْبَحْنَا وَأَصْبَحَتِ الاَشْياءُ كُلُّهَا بِجُمْلَتِهَا لَكَ: سَمَاؤُها وَأَرْضُهَا وَمَا بَثَثْتَ فِي كُلِّ وَاحِد مِنْهُمَا سَاكِنُهُ وَمُتَحَرِّكُهُ وَمُقِيمُهُ وَشَاخِصُهُ وَمَا عَلا فِي الْهَواءِ وَمَا كَنَّ تَحْتَ الثَّرى أَصْبَحْنَا فِي قَبْضَتِكَ يَحْوِينَا مُلْكُكَ وَسُلْطَانُكَ وَتَضُمُّنَا مَشِيَّتُكَ، وَنَتَصَرَّفُ عَنْ أَمْرِكَ، وَنَتَقَلَّبُ فِيْ تَدْبِيرِكَ لَيْسَ لَنَا مِنَ الامْرِ إلاّ مَا قَضَيْتَ وَلا مِنَ الْخَيْـرِ إلا مَـا أَعْطَيْتَ. وَهَذَا يَوْمٌ حَادِثٌ جَدِيدٌ، وَهُوَ عَلَيْنَا شَاهِدٌ عَتِيدٌ ، إنْ أحْسَنَّا وَدَّعَنَا بِحَمْد، وَإِنْ أسَأنا فارَقَنا بِذَمّ اللَّهُمَ صَلِّ عَلَى مُحَمَد وَآلِـهِ وَارْزُقْنَـا حُسْنَ مُصَاحَبَتِهِ وَاعْصِمْنَا مِنْ سُوْءِ مُفَارَقَتِهِ بِارْتِكَابِ جَرِيرَة، أَوِ اقْتِرَافِ صَغِيرَة أوْ كَبِيرَة. وَأجْزِلْ لَنَا فِيهِ مِنَ الْحَسَناتِ وَأَخْلِنَا فِيهِ مِنَ السَّيِّئاتِ. وَامْلا لَنَا مَا بَيْنَ طَرَفَيْهِ حَمْداً وَشُكْراً وَأجْراً وَذُخْراً وَفَضْلاً وَإحْسَاناً. اللَّهُمَّ يسِّرْ عَلَى الْكِرَامِ الْكَاتِبِينَ مَؤُونَتَنَا، وَامْلا لَنَا مِنْ حَسَنَاتِنَا صَحَائِفَنَا. وَلاَ تُخْزِنَا عِنْدَهُمْ بِسُوءِ أَعْمَالِنَا. اللَّهُمَّ اجْعَلْ لَنَا فِي كُلِّ سَاعَة مِنْ سَاعَاتِهِ حَظّاً مِنْ عِبَادِكَ ، وَنَصِيباً مِنْ شُكْرِكَ وَشَاهِدَ صِدْق مِنْ مَلائِكَتِكَ أللَّهَّمَ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ ، وَاحْفَظْنَا مِنْ بَيْنِ أيْدِينَا وَمِنْ خَلْفِنَا وَعَنْ أيْمَانِنَا وَعَنْ شَمَائِلِنَا، وَمِنْ جَمِيْعِ نَوَاحِيْنَا حِفْظاً عَاصِماً مِنْ مَعْصِيَتِكَ هَادِياً إلَى طَاعَتِكَ مُسْتَعْمِلاً لِمَحَبَّتِكَ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَوَفِّقْنَا فِي يَوْمِنَا هذا ولَيْلَتِنَا هذِهِ وَفِي جَمِيعِ أيّامِنَا لاسْتِعْمَالِ الْخَيْرِ وَهِجْـرَانِ الشَرِّ وَشُكْـرِ ألنِّعَمِ وَاتّبَـاعِ السُّنَنِ وَمُجَانَبَةِ البِدَعِ وَالأمْرِ بِـالْمَعْرُوفِ وَالنَّهيِ عَنِ الْمُنْكَرِ وَحِياطَةِ الإسْلاَمِ وَانْتِقَاصِ الْبَاطِلِ وَإذْلالِهِ وَنُصْرَةِ الْحَقِّ وَإعْزَازِهِ ، وَإرْشَادِ الضَّالِّ ، وَمُعَاوَنَةِ الضَّعِيفِ وَإدْرَاكِ اللَّهِيْفِ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَاجْعَلْهُ أيْمَنَ يَوْم عَهِدْنَاهُ ، وَأَفْضَلَ صَاحِب صَحِبْنَاهُ ، وَخَيْرَ وَقْت ظَلِلْنَا فِيْهِ. وَاجْعَلْنَا مِنْ أرْضَى مَنْ مَرَّ عَلَيْهِ اللَّيْـلُ وَالنَّهَارُ مِنْ جُمْلَةِ خَلْقِكَ وأَشْكَـرَهُمْ لِمَا أوْلَيْتَ مِنْ نِعَمِكَ وَأقْوَمَهُمْ بِمَـا شَرَعْتَ مِنْ شَرَائِعِكَ ، وَأَوْقَفَهُمْ عَمَّا حَذَّرْتَ مِنْ نَهْيِكَ. اللَهُمَّ إنِّي اشْهِدُكَ وَكَفَى بِكَ شَهِيداً وَاُشْهِدُ سَمَاءكَ وَأَرْضَكَ وَمَنْ أَسْكَنْتَهُما مِنْ مَلائِكَتِـكَ وَسَائِرِ خَلْقِكَ فِي يَوْمِي هَذَا ، وَسَاعَتِي هَذِهِ ، وَلَيْلَتِي هَذِهِ ، وَمُسْتَقَرِّي هَذَا ، أنِّي أَشْهَدُ أَنَّكَ أنْتَ اللهُ الِذَّي لاَ إلهَ إلاّ أَنْتَ قَائِمٌ بِـالْقِسْطِ ، عَدْلٌ فِي الْحُكْم ، رَؤُوفٌ بِالْعِبَادِ ، مَالِكُ المُلْكِ رَحِيمٌ بِالْخَلْقِ ، وَأَنَّ مُحَمَّداً عَبْدُكَ وَرَسُولُكَ وَخِيرَتُكَ مِنْ خَلْقِكَ ، حَمَّلْتَهُ رِسَالَتَكَ فَأدَّاهَا وَأَمَرْتَهُ بالنُّصْحِ لاُِمَّتِهِ فَنَصَحَ لَهَا. اللَّهُمَّ فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ أكْثَرَ مَا صَلَّيْتَ عَلَى أَحَد مِنْ خَلْقِكَ وَآتِهِ عَنَّا أَفْضَلَ مَا آتَيْتَ أَحَداً مِنْ عِبَادِكَ وَاجْزِهِ عَنَّا أَفْضَلَ وَأكْرَمَ مَا جَزَيْتَ أَحَداً مِنْ أَنْبِيائِـكَ عَنْ أمَّتِهِ. إنَّـكَ أَنْتَ الْمَنَّانُ بِالْجَسِيمِ الْغَـافِر لِلْعَظِيمِ ، وَأَنْتَ أَرْحَمُ مِنْ كُلِّ رَحِيم ، فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ الأَخْيَارِ الانْجَبِينَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাঁর কুদরতের দ্বারা রাত্র ও দিন পয়দা করেছেন। তাঁর শক্তি বলে তিনে তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন এবং রাত্র দিনের জন্য সীমা এবং সময়ের পরিমাণ নির্ধারণ করেছেন। তিনি একের ভিতর অন্যটি প্রবেশ করিয়ে দেন, এবং প্রতিটিকে তাঁর সৃষ্টির লালন পালনে উপযোগী করে দিয়েছেন। রসজন্য তিনি তাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তার তাদের কাজের ক্লান্তি যা তাদের যন্ত্রণার কারণ হয়, তা দূর করতে বিশ্রাম নিতে পারে। তাদের আরাম এং ঘুমের জন্য তিনি তাদের জন্য একটি পর্দা (রাত্র) তৈরি করেছেন, যাতে তারা তরতাজা এবং শক্তিশালী হতে পারে। আর সেভাবে আনন্দ এবং যৌন বাসনা মিটাতে পারে। তিনি তাদের জন্য দিন সৃষ্টি করেছেন, যা আলোকে পরিপূর্ণ। যাতে তারা তার অনুগ্রহ অšে¦ষণণ করতে পারে। যাতে তাঁর দেয়া আহার খঁজতে পারে এবং আল্লাচ্র জমিনে বিচরণ করে। ঐ জিনিসের তালাশে যা এই জীবনে শান্তি এবয় আগামী জীবনে অনুগ্রহ আনে। এভাবে তিনি মানুষের অবস্থার উন্নতি দান করেন, তাদের কাজ পরখ করেন এবং এবাদেতের সময় তাদের আচরণ অবলোকন করেন। এবাদতের স্থানে এবং তার হুকুম পালন করার স্থানে যাতে তিনি ঐ সমস্তদের শাস্তি দিতে পারেন যারা কূকৃতকর্ম করে এবং ঐ সমস্তদের বিপূল প্রতিদান দিতে পারেন যারা যথাযথ এবাদত করে। হে প্রভ, সেজন্য সকল প্রশংসা আপনার জন্য, কারণ আপনি আমাদের জন্য দিবস সৃষ্টি করেছেন, আমাদেরকে দিনের আলো যোগান দিয়েছেন। আহারাদি সংগ্রহের জন্য আমাদেরকে বিভিন্ন স্থানে বিচরণ করান এবং জলবায়ুর নৃশংসতা হতে আমাদেরকে রক্ষা করেন। পুরোপুরিভাবে আমরা এবং সকল জিনিস শুধু আপনার অধিকারে। আকাশসমূহ এবং ভ’মি আপনারই। চলমান এবং স্থির জিনিস, এবং আকাশে যা কিছু বিচরণ করে এবং ভ’মিতে যা কিছু লুক্কায়িত আছে সবকিছু আপনিই ছড়িয়ে দিয়েছেন। আপনার কুদরতে আমরা এসেছি। আপনার রাজত্ব এবয় আপনার কর্তৃত্ব আমাদের চারপাশে বিরাজমান এবং এসব কিছু আপনার মর্জির উপর নির্ভরশীল।আমরা আপনার হুকুম অনুযায়ী কাজ করি এবং তা পরিবর্তনও হয় আপনার পরিকল্পনা মাফিক। আপনি যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতিরেকে কিছুই আমাদের অধিকৃত হয় না আপনি অনুগ্রহ করে যা কিছু আমাদেরকে দিয়েছেন তা ব্যতিরেকে কিছুই আমাদের জন্য মঙ্গলজনক নয়। তা একটি নবাগত এবং তরতাজা দিন এবং আমরা যা কিছু করি তার একটি উপস্থিত সাক্ষী। যদি আমরা ভাল আমল করি, তাহলে বিদায়কালীন তা আমাদের প্রশংসা করবে। যদি আমরা মন্দ কাজ করি, তাহলে বিদায়ের সময় তা আমাদের লা’নত করবে। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি প্রদর্শন করুন। তার বংশধরদের সাথে আমাদেরকে তাঁর সহযোগিতা করার সুযোগ দিন। আমাদের ছোট অথবা বড় পাপের দরুণ আমাদেরকে তাদের বিচ্ছেদের খারাবি থেকে দূরে রাখুন। তাদের মধ্য দিয়ে আমাদের গুণ বৃদ্ধি করুন। তাদের মধ্য দিয়ে আমাদের পাপ থেকে পবিত্র রাখুন। দুই ধরনের সময়ের মধ্যবর্তী স্থানটুকু (কবর) প্রশংসা, কৃতজ্ঞতা, পুরষ্কার, ভাল জিনিসের দয়া এবং নেয়ামত দ্বারা পূর্ণ করে দিন। হে প্রভু, কাতেবীন ফেরেস্তাদের জন্য আমাদের কাজসমূহ ধারণ করা সহজ করে দিন এবং আমাদের আমলনামা নেক আমল দ্বারা পূর্ণ করে দিন। আমাদের বদ আমালে তাদের সামনে আমাদেরকে অনুগ্রহশীল করিয়েন না। হে প্রভু, দিনের প্রতিটি মূহুর্তে আপনার এবাদত করার তৌফিক দিন। আপনার ফেরেস্তাদের ছাড়া শুধু আপনাকে ধন্যবাদ দেয়ার সুযোগ দিন হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি দয়াশীর হোন। আগ্র-পশ্চাৎ এবং ডানে বামে আমাদেরকে রক্ষা করুন। আপনাকে অমান্য করার থেকে বিরত রেখে, সকল দিকের খারাবি থেকে আমাদেরকে রক্ষা করুন। সেভাবে, আপনার এবং আপনার ভালবাসার দিকে পরিচালনা করুন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন এবং নেককার হওয়ার জন্য আমাদেরকে এই দিন, এই রাত্র এবং সকল দিনসমূহে হেয়াজত করুন। এবং মন্দ কাজ হতে দূরে রাখুন আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য, আপনার হুকুম পালনের জন্য, আপনার দ্বীনের পরিবর্তন না করার জন্য নেক কাজে উৎসাহ দেয়ার জন্য এবং মন্দ কাজে অনুৎসাহিত করার জন্য। ইসলামকে রকাষ্ করতে, বাতিলকে অনুমোদন না দিতে এবং এটাকে অবজ্ঞা করতে, সত্যকে আকঁড়ে ধরতে এবং এটাকে সম্মান করতে আমাদেরকে পথ নির্দেশিকা দিন। এবং দূর্বলদের সাহায্য, বিপদগামীকে পধ নির্দেশ করতে এবং বাতিলকে বিনষ্ট করতে আমাদের পথ নির্দেশ দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি রহম করুন। এই দিনটিকে আমাদের দেখা সেরা দিন করুন, এবং আমাদের সেরা সঙ্গী বানিয়ে দিন এবং আমাদের জীবনের সেরা সময় করে দিন। যে সকল সৃষ্টি রাত্র আর দিন করেছে তাদের মধ্যে আমাদেরকে সবচেয়ে সুখী করুন এবং আপনি যা কিছু দিয়েছেন তার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ করুন। আমাদেরকে আপনার আইন মানার সবচেয়ে দৃঢ় বান্দা এবং আাপনি যা বারণ করেছেন তা থেকে বেঁচে থাকার সবচাইতে সতর্ক বান্দা বানিয়ে দিন। হেপ্রভু, আমি আপনার সাক্ষ্য কামনা করছি এবং সাক্ষী হিসেবে আপনিই যথেষ্ট। আমি আপনার আকাশসমূহের, আপনার জমিনের, আপনার ফেরেস্তাদের, আপনি যাদের অস্তিত্ব দিয়েছেন তাদের এবং এই দিনের, এই আমার ঘন্টার, আমার এই রাত্রের এবং আমার স্থানের সাক্ষী আহবান করছি। আল্লাহ আমি আপনার সত্ত্বার ঘোষণা করছি, যিনি ব্যতীত আর কোনো ম’বুদ নেই। আপনার আহ্কাম, আপনার বান্দাগণের প্রতি আপনার দয়া, সমস্ত স্রষ্টা এবং আপনার সৃষ্টির প্রতি আপনি যে মেহেরবানÑএগুলোর যেমন প্রশংসা করছি, তেমনি আপনার সৃষ্টির প্রশংসা করছি। আপনি তাঁকে আপনার কথা মানুষের কাছে পৌছাতে বলেেেছন এবং সে তাই করেছে। আপনি তাঁর উম্মতদেরকে নির্দেশনা দিতে বলেছেন এবং তিনি তা পালন করেছে। হে প্রভু, সেজন্য হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন, আমাদের মত অন্যান্য সৃষ্টির চেয়ে বেশি করে। তাকে আপনি আরও বেশি দান করুন যা আপনি অন্য কোনো বান্দাকে দান করেননি। আপনার অন্য কোনো নবী আথবা তাঁর অনুসারীদেরকে যা কিছু দান করেছেন, আামাদের চাহিদা মোতাবেক আাপনি তাকে আরও ভাল এবং উন্নত ধরণের প্রতিদান দিন। বিশেষতঃ আপনি তা সেই পাক জাত যিনি চমৎকার নেয়ামত দেনেওয়ালা এবং বড় বড় গুনাহ মাফ করনেওয়ালা। আপনি সেই পাক জাত যিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সেজন্য আনুগ্রহ করছি, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন, যিনি একাধারে নির্ভেজাল, পবিত্র গুণী এবং সম্মানিত।