بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

يامَنْ لاتَنْقَضِي عَجَائِبُ عَظَمَتِهِ، صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَاحْجُبْنَا عَنِ الالْحَادِ فِي عَظَمَتِكَ. وَيَا مَنْ لاَ تَنْتَهِي مُدَّةُ مُلْكِهِ، صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَأَعْتِقْ رِقَابَنَا مِنْ نَقِمَتِك. وَيَا مَنْ لا تَفْنَى خَزَائِنُ رَحْمَتِهِ، صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَاجْعَلْ لَنا نَصِيباً فِي رَحْمَتِكَ. وَيَا مَنْ تَنْقَطِعُ دُونَ رُؤْيَتِهِ الابْصَارُ، صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَأَدْنِنَا إلَى قُرْبِكَ. وَيَا مَنْ تَصْغُرُ عِنْدَ خَطَرِهِ الاخْطَارُ، صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَكَرِّمْنَا عَلَيْكَ. وَيَا مَنْ تَظْهَرُ عِنْدَهُ بَوَاطِنُ الاخْبَارِ، صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَلاَ تَفْضَحْنَا لَدَيْكَ. اللَّهُمَّ أَغْنِنَا عَنْ هِبَةِ الْوَهّابِيْنَ بِهِبَتِكَ، وَاكْفِنَا وَحْشَةَ الْقَاطِعِين بِصِلَتِكَ ، حَتّى لا نَرْغَبَ إلَى أحَد مَعَ بَذْلِكَ، وَلاَ نَسْتَوْحِشَ مِنْ أحَد مَعَ فَضْلِكَ اللهُمَّ فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَكِدْ لَنَا وَلا تَكِدْ عَلَيْنَا، وَامْكُرْ لَنَا وَلاَ تَمْكُرْ بنَا، وَأدِلْ لَنَا وَلاَ تُدِلْ مِنّا. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَقِنَا مِنْكَ، وَاحْفَظْنَا بِكَ، وَاهْدِنَا إلَيْكَ، وَلاَ تُبَاعِدْنَا عَنْكَ إنّ مَنْ تَقِهِ يَسْلَمْ، وَمَنْ تَهْدِهِ يَعْلَمْ، وَمَنْ تُقَرِّبُهُ إلَيْكَ يَغْنَمْ. الّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَاكْفِنَا حَدَّ نَوائِبِ الزَّمَانِ، وَشَرَّ مَصَائِدِ الشّيطانِ وَمَرَارَةَ صَوْلَةِ السُّلْطَانِ. اللّهُمَّ إنَّما يَكْتَفِي الْمُكْتَفُونَ بِفَضْـل قُوَّتِكَ فَصَلِّ عَلَى محَمَّد وَآلِهِ ،وَاكْفِنَا وَإنَّمَا يُعْطِي الْمُعْطُونَ مِنْ فَضْلِ جِدَتِكَ فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ و اعطنا وَإنمَا يَهْتَدِي الْمُهْتَدُونَ بِنُورِ وَجْهِكَ فَصَلِّ عَلَى محمّد وَآلِهِ وَاهْدِنَا . اللّهُمَّ إنّكَ مَنْ وَالَيْتَ لَمْ يَضْرُرْهُ خِذْلانُ الْخَاذِلِينَ، وَمَنْ أعْطَيْتَ لَمْ يَنْقُصْهُ مَنْـعُ الْمَانِعِينَ، وَمَنْ هَدَيْتَ لَمْ يُغْوِهِ إضْلاَلُ المُضِلِّيْنَ. فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَامْنَعْنَا بِعِزَّكَ، مِنْ عِبَادِكَ وَأغْنِنَا عَنْ غَيْرِكَ بِإرْفَادِكَ وَاسْلُكْ بِنَا سَبِيلَ الْحَقِّ بِـإرْشَادِكَ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِـهِ وَاجْعَلْ سَلاَمَةَ قُلُوبِنَا فِي ذِكْرِ عَظَمَتِكَ وَفَرَاغَ أبْدَانِنَا فِي شُكْرِ نِعْمَتِكَ وَانْطِلاَقَ أَلْسِنَتِنَا فِي وَصْفِ مِنَّتِكَ. أللَهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَاجْعَلْنَا مِنْ دُعَاتِكَ الدّاعِينَ إلَيْكَ وَهُدَاتِكَ الدَّالّينَ عَلَيْكَ وَمِنْ خَاصَّتِكَ الْخَاصِّينَ لَدَيْكَ يَا أرْحَمَ ألرَّاحِمِينَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, আপনার মহিমার কোনো বিলীন নেই। হযরত মুহাম্মদকে (তাঁর উপর এবং তাঁর বংশধরদের উপর শান্তি এবং আল্লাহর দয়া বর্ষিত হোক) অনুগ্রহ করুন। আপনার জাত তালাশ করা থেকে আমাদেরকে সংযত রাখুন। হে প্রভু, আপনার রাজত্বের কোনো শেষ নেই। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদেরকে অনুগ্রহ করুন। আপনার শাস্তি থেকে আমাদের মুক্তি দিন। হে প্রভু, আপনার দয়ার কোনো সীমারেখা নেই। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরগণকে আপনি অনুগ্রহ করুন এবং আমাদেরকে আপনার দয়ার অংশবিশেষ দান করুন। হে প্রভু, আপনার দর্শন কারো জন্য সম্ভব নয়। হযরত মুহাম্মদ এবং তার বংশধরদেরকে অনুগ্রহ করুন। আর আমাদেরকে আপনার প্রতিবেশী করুন। হে প্রভু, আপনার মর্যাদার কাছে অন্যদের মর্যাদা বিলীন। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের অনুগ্রহ করুন এবং আপনার নজরে আমাদেরকে সম্মানিত করুন। হে প্রভু, আপনি গায়েবের খবর জানেন। হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপ অনুগ্রহ করুন এবং আপনার কাছে আমাদেরকে লজ্জিত করবেন না। হে প্রভু, আপনার অসীম ক্ষমতার দ্বারা আমাদেরকে আপনার নেয়ামতে স্বাধীন করে দিন। যারা আপনার সাথে শিরক করে তাদের একাকিত্ব হতে আমাদেরকে রক্ষা করুন, আপনার অসীম ক্ষমতার দ্বারা। আমরা আপনার সাথে কাউকে শরীক করব না এবং আপনার রহমতে কাউকে ভয় করব না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তার বংশধরদেরকে অনুগ্রহ করুন। আমাদেরকে সহায়তা করুন; আমাদের বিরুদ্ধে ব্যবস্থা (শাস্তির) গ্রহণ করবেন না। আমাদের জন্য সাহায্যকারী পাঠান, তাদেরকে আমাদের বিরুদ্ধে পাঠিয়েরন না। আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমাদের ব্যতিরেকে অন্যদের উপর সাহায্যের হাত বাড়িয়েন না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তার বংশধরদের উপর অনুগ্রহ করুন আপনার রাগ থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনার অনুগ্রহের দ্বারা আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে আপনার দিকে চালনা করুন। আমাদেরকে আপনার কাছ থেকে দূরে রাখবেন না। বিশেষত, যাদের জন্য আপনার হিফাজত নিরাপদ, যাদের জন্য আপনার নির্দেশনা প্রযোজ্য, যাদের জন্য আপনার ঘনিষ্ঠতা আর্শিবাদ স্বরূপ। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ প্রদর্শন করুন। এবং সময়ের মন্দ ফাঁদ হতে ও শয়তানের চক্রান্ত হতে এবং শাসকের তিক্ততা হতে আমাদেরকে হেফাজত করুন। হে প্রভু, স্বাধীন মানুষেরা আপনার ক্ষমতার সাহায্যে স্বাধীনতা অর্জন করতে উদগ্রীব। হযরত মুহাম্মদ এবং তার বংশধরদের উপর অনুগ্রহ করুন এবং আমাদেরকে স্বাধীনতা দান করুন। আর বিশেষ করে, স্বেচ্ছাচারিতা দিয়েন না। আমাদেরকে আপনার অসীম কাষমতার সাহায্যে আমাদেরকে কৃতজ্ঞ করুন যা আপনি তাদের উপর করেছেন। সেজন্য, আমাদেরকে অনুগ্রহ করুন। হে পভু, আপনার দয়ার আলোকে লোকেরা নিরাপদ। সেজন্য হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। হে প্রভু, আপনি যাকে সাহায্য করেছেন কোনো অনিষ্টকারীই তার অনিষ্ট করতে পারে নি। যাকে আপনি পথ প্রদর্শন করেছেন কোনো বিপদগামী তাকে বিপদে চালিত করতে পারেনি। সেজন্য হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আপনার মহিমার দ্বারা, আমাদেরকে সৃষ্টির চাওয়া থেকে রক্ষা করুন। আপনার অসীম ক্ষমতার দ্বারা, আপনি ব্যতিরেকে অন্যদের থেকে আমাদের স্বাধীন করুন। আপনার পথ নির্দেশ দ্বারা আমাদেরকে সত্য পথে পরিচালনা করুন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। আপনার মহিমা স্বরণে আমাদের অন্তরে নিরাপত্তা দিন। আপনার সাহায্যের কৃতজ্ঞতায় আমাদের শরীরকে কলুষমুক্ত করুন এবং আপনর নেয়ামতের প্রশংসা দ্বারা আমাদের জবানকে লিপ্ত রাখুন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন। অন্যদেরকে আপনার দিকে, আপনার বলয়ে আহবান করার জন্য আমাদেরকে আাপনার দ্বায়ী বানান। লোকদেরকে আপনার পথে আহবান করতে বিশেষ করে আপনার পছন্দনীয় দিকে। হে, পরম করুনাময়।