بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

وَالْحَمْدُ للهِ الَّذِي مَنَّ عَلَيْنَا بِمُحَمَّدٍ نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ دُونَ ٱلْاُمَمِ ٱلْمَاضِيَةِ وَٱلْقُـرُونِ السَّالِفَةِ بِقُدْرَتِهِ الَّتِي لَا تَعْجِزُ عَنْ شَيْ‏ءٍ وَ إِنْ عَظُمَ وَ لا يَفُوتُهَا شَيءٌ وَإنْ لَطُفَ، فَخَتَمَ بِنَاعَلَى جَمِيع مَنْ ذَرَأَ وَ جَعَلَنَا شُهَدَاءَ عَلَى مَنْ جَحَدَ وَكَثَّرَنا بِمَنِّهِ عَلَى مَنْ قَلَّ اللَّهُمَّ فَصَلِّ عَلَى مُحَمَّدٍ أَمِينِكَ عَلَى وَحْيِكَ وَنَجِيبِكَ مِنْ خَلْقِكَ وَ صَفِيِّكَ مِنْ عِبَادِكَ إمَامِ الرَّحْمَةِ وَقَائِدِ الْخَيْرِ وَ مِفْتَاحِ الْبَرَكَةِ كَمَا نَصَبَ لِأَمْرِكَ نَفْسَهُ وَ عَرَّضَ فِيْكَ لِلْمَكْرُوهِ بَدَنَهُ وَكَاشَفَ فِي الدُّعَآءِ إلَيْكَ حَامَّتَهُ وَحَارَبَ فِي رِضَاكَ أسْرَتَهُ وَقَطَعَ فِىْ إحْياءِ دِينِكَ رَحِمَهُ وَ أَقْصَى الْأَدْنَيْنَ عَلَى جُحُودِهِمْ وَ قَرَّبَ الْأَقْصَيْنَ عَلَى اسْتِجَابَتِهِمْ لَكَ وَ وَالَى فِيكَ الْأَبْعَدِينَ وَ عَادَى فِيكَ الْأَقْرَبِينَ و أَدْأَبَ نَفْسَهُ فِي تَبْلِيغِ رِسَالَتِكَ وَأَتْعَبَهَا بِالدُّعآءِ إِلٰى مِلَّتِكَ وَ شَغَلَهَا بِالنُّصْحِ لِأَهْلِ دَعْوَتِكَ وَهَاجَرَ إِلٰى بِلاَدِ الْغُرْبَةِ وَمَحَلِّ النَّأْيِ عَنْ مَوْطِنِ رَحْلِهِ وَمَوْضِـعِ رِجْلِهِ وَ مَسْقَطِ رَأْسِهِ وَمَأْنَسِ نَفْسِهِ إِرَادَةً مِنْهُ لِإِعْزَازِ دِينِكَ واسْتِنْصَاراً عَلَى أَهْلِ الْكُفْرِ بِكَ حَتَّى ٱسْتَتَبَّ لَهُ مَا حَاوَلَ فِي أَعْدَائِكَ وَاسْتَتَمَّ لَهُ مَا دَبَّرَ فِي أَوْلِيآئِكَ فَنَهَدَ إلَيْهِمْ مُسْتَفْتِحاً بِعَوْنِكَ وَمُتَقَوِّياً عَلَى ضَعْفِهِ بِنَصْرِكَ فَغَزَاهُمْ فِي عُقْرِ دِيَارِهِمْ وَهَجَمَ عَلَيْهِمْ فِي بُحْبُوحَةِ قَرَارِهِمْ حَتَّى ظَهَرَ أَمْرُكَ وَعَلَتْ كَلِمَتُكَ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ اَللَّهُمَّ فَارْفَعْهُ بِمَا كَدَحَ فِيكَ إِلٰى الدَّرَجَةِ الْعُلْيَا مِنْ جَنَّتِكَ حَتَّى لاَ يُسَاوَى فِي مَنْزِلَة وَلا يُكَاْفَأَ فِي مَرْتَبَة وَلَا يُوَازِيَهُ لَدَيْكَ مَلَكٌ مُقَرَّبٌ وَلَا نَبِيٌّ مُرْسَلٌ وَعَرِّفْهُ فِي أَهْلِهِ الطَّاهِرِينَ وَاُمَّتِهِالْمُؤْمِنِينَ مِنْ حُسْنِ الشَّفَاعَةِ أَجَلَّ مَا وَعَدْتَهُ يَا نَافِذَ الْعِدَةِ يَا وَافِىَ الْقَوْلِ يَا مُبَدِّلَ السَّيِّئَاتِ بِأَضْعَافِهَا مِنَ الْحَسَنَاتِ إنَّكَ ذُو الْفَضْلِ الْعَظِيمِ الْجَوَادُ اَلْكَرِيمُ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

আল্লাহর প্রশংসা করার পর, তাঁর রাসুল ও বংশধরদেরকে বেহেশতে প্রতিদান দেয়ার জন্য আল্লাহর কাছে তাঁর একটি মুনাজাত। আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদের জন্য হযরত মুহাম্মদকে (আল্লাহ তাঁর উপর এবং তাঁর বংশধরদের উপর শান্তি বর্ষিত করুন) প্রেরণ করেছেন। আর তিনি আমাদের পূর্ববর্তী জাতিসমূহের থেকে নির্বাচন করেছেন। যে শক্তি বলে তিনি কোনো কিছু করতেই অপারগ হন না, তা যত বড়ই হোক। এবং ঐ শক্তি থেকে কোনো কিছু পালাতে পারে না, তা যত ছোটই হোক। তাই তিনি সমগ্র জাতির পর আমাদের সর্বশেষ হিসেবে পাঠিয়েছেন এবং আমাদেরকে ঐ সকল লোকদের সাক্ষী করেছেন যারা তাঁকে অস্বীকার করেছে। তাঁর অনুগ্রহে দ্বারা তিনি আমাদের বহুগুণে বর্ধিত করেছেন তাদের থেকে যারা সংখ্যার পরিমাণে কম ছিল। হে আল্লাহ! সেজন্য মিনতি করছি, আপনি হযরত মুহাম্মদ এবং (তাঁর বংশধরগণের উপর শান্তি বর্ষিত করুন)। যিনি ছিলেন আপনার প্রথ্যাদেশে বিশ্বাসী, আপনার সৃষ্টির মধ্যে নির্বাচিত। আপনার বান্দাদের মধ্য হতে পছন্দনীয়। যিনি ছিলেন অনুগ্রহশীল, সৎগুণের মহান ইমাম, উন্নতির চাবি। যেহেদু তিনি নিজেকে আপনার কাজে উৎসর্গ করেছিলেন, আপনার দিকে মানুষকে আহবান করতে গিয়ে নির্যাতন সহ্য করেছেন। আপনার সন্তুষ্টির তালাশে নিজ গোত্রের বিরুদ্ধে জিহাদ করেছেন। আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করতে রক্ত-সম্পর্ক ছিন্ন করেছেন। আপনাকে অস্বীকার করার কারণে নিকটাত্মীয়দের ছেড়ে চলে গেছেন। আপনা জন্যই অচেনার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন যারা ছিল কাছে। আপনার বার্তা ঘোষণা করতে গিয়ে কষ্টভোগ করেছেন, দুঃসাহসিকভাবে নিজেকে বিপন্ন করে অন্যদেরকে আমাদের দ্বীনের দিকে আহবান করেছেন এবং আপনার আহবান প্রচার করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি পায়ে হেঁটে নিজ বাসভূমি থেকে অনেক দূবে এক নতুন শহরে হিজরত করেছিলেন। তিনি তাঁর জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিলেন, যেখানে তাঁর আবেগ জড়িয়ে ছিল। আর এসব তিনি করেছেন যাতে আপনার দ্বীন প্রতিষ্ঠিত হয়। এবং তিনি আপনার শত্রুদের কথা বিবেচনা করে যে পরিকল্পনা করেছিলেন, তা সম্পাদিত হয়েছিল। অর্থাৎ তিনি কাফিরদের বিপরীতে তাঁর সহযোগী খুঁজছিলেন এবং আপনার বন্ধুদের জন্য তিনি যা পরিকল্পনা করেছিলেন তাও অর্জিত হয়েছিল। তারপর তিনি তাঁর দূর্বলতা সত্ত্বেও, আপনার সহযোগীতা নিয়ে বিজয়ের জন্য তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আপনার সহায়তায় তাঁর শক্তি বৃদ্ধি পায়। তাদের ভ’মিতে তিনি তাদের সাথে লড়াইয়ে নিয়োজিত হয়েছিলেন এবং তাদেরকে তাদের বাসস্থানের মধ্যে বেষ্টন করেছিল আপনার আদেশ ও হুকুম আসার পূর্ব পর্যন্ত, যদিও শক্তিবলে বহুগুণে এগিয়ে ছিলেন। সেজন্য দোয়া করছি, হে প্রভু ! তাঁকে আপনি বেহেশতের সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত করুন। যেহেতু তিনি আপনার জন্যই নিজেকে বিপন্ন করেছেন। তাই তাঁর মর্যাদা কারো সমান হবে না। তাঁর মর্যাদার কোনো প্রতিদ্বন্ধী থাকবে না এবং আপনার কোনো ফেরেশতা অথবা দূত সেখানে পৌঁছতে পারবে না। আপনার দিক থেকে তিনি অনন্য। আর ব্যাপক মাত্রায় ফলপ্রসু মধ্যস্থাকারীর প্রতিজ্ঞা আপনি পূর্ণ করুন যা আপনি তাঁর মহান সাহাবা এবং তাঁর প্রতি বিশ্বাসী ফুলসমূহের সাথে করেছিলেন। হে প্রভু, আপনার প্রতিজ্ঞা পালন করুন। হে দুনিয়ার স্রষ্টা! হে মন্দকে ব্যাপক খালতে পরিবর্তন করনেওয়ালা, আপনি আমাদেরকে আরও সাহায্য করুন এবং তা সবার জন্য আম করে দিন, ব্যাপকভাবে।