بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

اللَهُمَّ إنِّي أَخْلَصْتُ بِانْقِطَاعِي إلَيْكَ، وَأَقْبَلْتُ بِكُلِّي عَلَيْـكَ، وَصَـرَفْتُ وَجْهِي عَمَّنْ يَحْتَاجُ إلَى رِفْدِكَ، وَقَلَبْتُ مَسْأَلَتِي عَمَّنْ لَمْ يَسْتَغْنِ عَنْ فَضْلِكَ، وَرَأَيْتُ أَنَّ طَلَبَ الْمُحْتَاجِ إلَى الْمُحْتَاجِ سَفَهٌ مِنْ رَأيِهِ وَضَلَّةٌ مِنْ عَقْلِهِ، فَكَمْ قَدْ رَأَيْتُ يَـا إلهِيْ مِنْ أُناس طَلَبُوا الْعِزَّ بِغَيْرِكَ فَذَلُّوا، وَرَامُوا الثَّرْوَةَ مِنْ سِوَاكَ فَافْتَقَرُوا، وَحَاوَلُوا الارْتِفَاعَ فَاتَّضَعُوا، فَصحَّ بِمُعَايَنَةِ أَمْثَالِهِمْ حَازِمٌ وَفَّقَهُ اعْتِبَارُهُ وَأَرْشَدَهُ إلَى طَرِيقِ صَوَابِهِ بِاخْتِبَارِهِ فَأَنْتَ يَا مَوْلايَ دُونَ كُلِّ مَسْؤُول مَوْضِعُ مَسْأَلَتِي وَدُونَ كُلِّ مَطْلُوب إلَيْهِ وَلِيُّ حَاجَتِي. الْمَخْصُوصُ قَبْلَ كُلِّ مَدْعُوٍّ بِدَعْوَتِي لاَ يَشْرَكُكَ أَحَدٌ فِي رَجَائِي، وَلاَ يَتَّفِقُ أَحَدٌ مَعَكَ فِي دُعَائِي، وَلاَ يَنْظِمُهُ وَإيَّاكَ نِدَائِي لَكَ يَا إلهِي وَحْدَانِيَّةُ الْعَدَدِ، وَمَلَكَةُ الْقُدْرَةِ الصَّمَدِ، وَفَضِيلَةُ الْحَوْلِ وَالْقُوَّةِ، وَدَرَجَةُ الْعُلُوِّ وَالرِّفْعَةِ وَمَنْ سِوَاكَ مَرْحُومٌ فِي عُمْرِهِ، مَغْلُوبٌ عَلَى أَمْرِهِ، مَقْهُورٌ عَلَى شَأنِهِ، مُخْتَلِفُ الْحَالاَتِ، مُتَنَقِّلٌ فِي الصِّفَاتِ. فَتَعَالَيْتَ عَنِ الأشْبَاهِ وَالاضْـدَادِ، وَتَكَبَّـرْتَ عَنِ الأمْثَـالِ وَالأنْدَادِ، فَسُبْحَانَكَ لاَ إلهَ إلاَّ أَنْتَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, অন্যদের থেকে সম্পর্ক ছিন্ন করে আমি আপনার দিকে রুজু হয়েছি। আমি আপনার সত্তার দিকে এসেছি আমার পুরু দিল নিয়ে। আমি তার কাছ থেকে আমার মুখ ঘুিরয়েছি যার আপনার খাজানার দরকার পড়ে। আমি তার কাছে অনুরোধ করা পরিত্যাগ করেছি যে আপনার নেয়ামত হতে স্বাধীন নয়। আমি এটা আবিষ্কার করেছি যে অভাবীর কাছে আবেদন হল বোকামী এবং যুক্তিসঙ্গত একটি ভুল।অনেক লোককে আমি দেখেছি, হে প্রভু, যে আপনাকে ছেড়ে অন্যের কাছে সম্মানের জন্য আবেদন জানায় এবং এবং অনুগ্রহ বঞ্চিত হয়েছিল। যে আপনার পাশে অন্য কারোর মাধ্যমে উন্নতি কামনা করে এবং সে নীচ হয়ে অভাবী হয়ে যায়। যে সম্মানের জন্য সংগ্রাম করে এবং সেজন্য নীচ হয়। এভাবে, একজন সচেতন লোক তার সর্বোচ্চ লাভ গ্রহণে অন্যদের উদাহরণ প্রত্যক্ষ করে এবং পছন্দসই চাহিদাকে নেককারদের পথে চালনা করে। হে আমার মালিক, আপনার সত্তার কাছে আমি আপনার সাহায্য কামনা করছি। অন্যদের কাছে আবেদন না করে আপনার কাছে আবেদন করাই পছন্দ করেছি। আপনার সত্তার কাছে লোকেরা প্রার্থনা করে। আর আপনিই আমার অভাব পুরা করার অধিকার রাখেন। আমার আবেদন নির্দিষ্ট করে আপনার প্রতি করেছি। অন্যসবাইকে স্থাপিয়ে, যাদের প্রতি আবেদন করা হয়। আমি আমার আশা পুরণে আপনার সাথে আর কাউকেই স্থান দেই না। আমার প্রর্থনায় আমি আপনার সাথে আর কাউকেই শরীক করিনি। আর আমার মিনতি আপনি ব্যতীত আর কারো কছেই নয়। হে আমার প্রভু, আপনিই একত্ববাদের মালিক, চিরন্তন কর্তৃত্বের আপনিই অধিকারী, শক্তি ও ক্ষমতায় অনন্য। আর আপনি সম্মান এবং প্ররিশ্রমের স্তরের মালিক। আমার পাশে প্রত্যেকেই তার জীবনভর আপনার করুণার পাত্র। তার কাজে সে অধীন। তার অবস্থা অনুযায়ী সে একজন কর্তা। তার পারিপশ্বিকতায় পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনার সত্তা সমকক্ষ অথবা প্রতিপক্ষ হওয়ার চেয়ে অনেক বেশি মর্যাদার অধিকারী এবং তা সমকক্ষ এবং তার সমকক্ষ এবং যুগল থাকার চেয়ে তিনি বরং আরও অনেক গৌরবের। সেজন্য আপনি পবিত্র সত্তা। আপনি ছাড়া কোনো মা’বুদ নেই।