بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَحَصِّنْ ثُغُورَ الْمُسْلِمِينَ بِعِزَّتِكَ، وَأَيِّدْ حُمَاتَهَا بِقُوَّتِكَ، وَأَسْبغَ عَطَايَاهُمْ مِنْ جِدَتِكَ. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَكَثِّرْ عِدَّتَهُمْ، وَاشْحَذْ أَسْلِحَتَهُمْ، وَاحْرُسْ حَوْزَتَهُمْ، وَامْنَعْ حَوْمَتَهُمْ، وَأَلِّفْ جَمْعَهُمْ، وَدَبِّرْ أَمْرَهُمْ، وَوَاتِرْ بَيْنَ مِيَرِهِمْ، وَتَوَحَّدْ بِكِفَايَةِ مَؤَنِهِمْ، وَاعْضُدْهُمْ بِالنَّصْرِ، وَأَعْنِهُمْ بِالصَّبْرِ، وَالْطُفْ لَهُمْ فِي الْمَكْرِ. أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَعَرِّفْهُمْ مَا يَجْهَلُونَ، وَعَلِّمْهُمْ مَا لاَ يَعْلَمُونَ، وَبَصِّرْهُمْ مَا لاَ يُبْصِرُونَ أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَأَنْسِهِمْ عِنْدَ لِقَآئِهِمُ الْعَدُوَّ ذِكْرَ دُنْيَاهُمُ الْخَدَّاعَةِ الْغَرُورِ، وَامْحُ عَنْ قُلُوبِهِمْ خَطَرَاتِ الْمَالِ الْفَتُونِ، وَاجْعَلِ الْجَنَّةَ نَصْبَ أَعْيُنِهِمْ وَلَوِّحْ مِنْهَا لأِبْصَارِهِمْ مَا أَعْدَدْتَ فِيهَا مِنْ مَسَاكِنِ الْخُلْدِ وَمَنَازِلِ الْكَرَامَةِ وَالْحُورِ الْحِسَانِ وَالأَنْهَارِ الْمُطَّرِدَةِ بِأَنْوَاعِ الأَشْرِبَـةِ ، وَالأَشْجَارِ الْمُتَدَلِّيَةِ بِصُنُوفِ الثَّمَرِ، حَتَّى لاَ يَهُمَّ أَحَدٌ مِنْهُمْ بِالأدْبَارِ، وَلا يُحَدِّثَ نَفْسَهُ عَنْ قِرْنِهِ بِفِرَار. أللَّهُمَّ افْلُلْ بِذَلِـكَ عَدُوَّهُمْ، وَاقْلِمْ عَنْهُمْ أَظْفَارَهُمْ، وَفَرِّقْ بَيْنَهُمْ وَبَيْنَ أَسْلِحَتِهِمْ ، وَاخْلَعْ وَثَائِقَ أَفْئِدَتِهِمْ، وَبَاعِدْ بَيْنَهُمْ وَبَيْنَ أَزْوِدَتِهِمْ، وَحَيِّرْهُمْ فِي سُبُلِهِمْ، وَضَلِّلْهُمْ عَنْ وَجْهِهِمْ، وَاقْـطَعْ عَنْهُمُ الْمَدَدَ وَانْقُصْ مِنْهُمُ الْعَدَدَ، وَامْلاْ أَفْئِدَتَهُمُ الرُّعْبَ، وَاقْبِضْ أَيْـدِيَهُمْ عَنِ البَسْطِ، وَاخْـزِمْ أَلْسِنَتَهُمْ عَنِ النُّطْقِ، وَشَرِّدْ بهِمْ مَنْ خَلْفَهُمْ، وَنَكِّلْ بِهِمْ مَنْ وَرَاءَهُمْ، وَاقْـطَعْ بِخِزْيِهِمْ أَطْمَـاعَ مَنْ بَعْدَهُمْ. أللَّهُمَّ عَقِّمْ أَرْحَامَ نِسَائِهِمْ، وَيَبِّسْ أَصْلاَبَ رِجَالِهِمْ، وَاقْطَعْ نَسْلَ دَوَابِّهِمْ وَأَنْعَامِهِمْ، لاَ تَأذَنْ لِسَمَائِهِمْ فِي قَطْر وَلاَ لارْضِهِمْ فِي نَبَات. أللَّهُمَّ وَقَوِّ بِذَلِكَ مِحَالَّ أَهْلِ الإسْلاَمِ ، وَحَصِّنْ بِهِ دِيَارَهُمْ ، وَثَمِّرْ بِـهِ أَمْوَالَهُمْ ، وَفَرِّغْهُمْ عَنْ مُحَارَبَتِهِمْ لِعِبَادَتِكَ وَعَنْ مُنَابَذَتِهِمْ للْخَلْوَةِ بِكَ، حَتَّى لا يُعْبَدَ فِي بِقَاعِ الارْضِ غَيْرُكَ وَلاَ تُعَفَّرَ لاَِحَد مِنْهُمْ جَبْهَةٌ دُونَكَ. أللَّهُمَّ اغزُ بِكُلِّ نَـاحِيَـة مِنَ الْمُسْلِمِينَ عَلَى مَنْ بِـإزَائِهِمْ مِنَ الْمُشْرِكِينَ، وَأَمْدِدْهُمْ بِمَلائِكَة مِنْ عِنْدِكَ مُرْدِفِينَ حَتَّى يَكْشِفُـوهُمْ إلَى مُنْقَطَعِ التُّـرابِ قَتْـلاً فِي أَرْضِكَ وَأَسْراً أَوْ يُقِرُّوا بِأَنَّكَ أَنْتَ اللهُ الَّذِي لاَ إلهَ إلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ. أللَّهُمَّ وَاعْمُمْ بِذَلِكَ أَعْدَاءَكَ فِي أَقْطَارِ الْبِلاَدِ مِنَ الْهِنْدِ وَالرُّومِ وَالتُّـرْكِ وَالْخَزَرِ وَالْحَبَشِ وَالنُّـوبَةِ وَالـزَّنْج والسَّقَالِبَةِ وَالدَّيَالِمَةِ وَسَائِرِ أُمَمِ الشِّرْكِ الَّذِي تَخْفَى أَسْمَاؤُهُمْ وَصِفاتُهُمْ، وَقَدْ أَحْصَيْتَهُمْ بِمَعْرِفَتِكَ، وَأَشْرَفْتَ عَلَيْهِمْ بِقُدْرَتِكَ. أللَّهُمَّ اشْغَلِ الْمُشْرِكِينَ بِالمُشْرِكِينَ عَنْ تَنَاوُلِ أَطْرَافِ الْمُسْلِمِينَ، وَخُذْهُمْ بِـالنَّقْصِ عَنْ تَنَقُّصِهِمْ، وَثَبِّطْهُمْ بِـالْفُـرْقَـةِ عَنِ الاحْتِشَادِ عَلَيْهِمْ. أللَّهُمَّ أَخْلِ قُلُوبَهُمْ مِنَ الأَمَنَـةِ وَأَبْدَانَهُمْ مِنَ الْقُوَّةِ وَأَذْهِلْ قُلُوبَهُمْ عَنِ الاحْتِيَالِ وَأَوْهِنْ أَرْكَانَهُمْ عَنْ مُنَازَلَةِ الرِّجَالِ وَجَبِّنْهُمْ عَنْ مُقَارَعَةِ الأَبْطَالِ، وَابْعَثْ عَلَيْهِمْ جُنْداً مِنْ مَلاَئِكَتِكَ بِبَأس مِنْ بَأْسِكَ كَفِعْلِكَ يَوْمَ بَدْر تَقْطَعُ بِهِ دَابِرَهُمْ وَتَحْصُدُ بِهِ شَوْكَتَهُمْ، وَتُفَرِّقُ بهِ عَدَدَهُمْ. اللَّهُمَّ وَامْزُجْ مِيَاهَهُمْ بِالْوَبَاءِ وَأطْعِمَتَهُمْ بِالأَدْوَاءِ وَارْمِ بِلاَدَهُمْ بِالْخُسُوفِ وَأَلِـحَّ عَلَيْهَا بِـالْقُذُوفِ وَافْـرَعْهَا بِالْمُحُولِ. وَاجْعَلْ مِيَرَهُمْ فِي أَحَصِّ أَرْضِكَ وَأَبْعَـدِهَا عَنْهُمْ، وَامْنَـعْ حُصُونَهَا مِنْهُمْ، أَصِبْهُمْ بِالْجُوعِ الْمُقِيمِ وَالسُّقْمِ الالِيمِ. أللَّهُمَّ وَأَيُّمَا غَاز غَزَاهُمْ مِنْ أَهْلِ مِلَّتِكَ أَوْ مُجَاهِد جَاهَدَهُمْ مِنْ أَتْبَاعِ سُنَّتِكَ لِيَكُونَ دِينُكَ الاعْلَى وَحِزْبُكَ الأقوَى وَحَظُّكَ الأوْفَى فَلَقِّهِ الْيُسْرَ، وَهَيِّئْ لَهُ الأمْرَ، وَتَوَلَّهُ بِالنُّجْحِ، وَتَخَيَّرْ لَهُ الأصْحَابَ، وَاسْتَقْوِ لَهُ الظَّهْرَ، وَأَسْبِغْ عَلَيْهِ فِي النَّفَقَةِ وَمَتِّعْهُ بِالنَّشَاطِ، وَأَطْفِ عَنْهُ حَرَارَةَ الشَّوْقِ، وَأَجِرْهُ مِنْ غَمِّ الْوَحْشَةِ، وَأَنْسِهِ ذِكْرَ الاهْلِ وَالْوَلَدِ وَأَثُرْ لَهُ حُسْنَ النِّيَّةِ وَتَوَلَّه بِالْعَافِيَةِ، وَأَصْحِبْهُ السَّلاَمَةَ، وَأَعْفِهِ مِنَ الْجُبْنِ، وَأَلْهِمْهُ الْجُرْأَةَ وَارْزُقْهُ الشِّدَّةَ وَأَيِّدْهُ بِالنُّصْرَةِ، وَعَلِّمْهُ السِّيَرَ وَالسُّنَنَ، وَسَدِّدْهُ فِي الْحُكْمِ، وَاعْزِلْ عَنْهُ الرِّياءَ، وخَلِّصْهُ مِنَ السُّمْعَةِ وَاجْعَلْ فِكْرَهُ وَذِكْرَهُ وَظَعْنَهُ وَإقَامَتَهُ فِيْكَ وَلَكَ، فَإذا صَافَّ عَدُوَّكَ وَعَدُوَّهُ فَقَلِّلْهُمْ فِي عَيْنِهِ وَصَغِّرْ شَأنَهُمْ فِي قَلْبِهِ وَأَدِلْ لَهُ مِنْهُـمْ وَلاَ تُدِلْهُمْ مِنْهُ فَإنْ خَتَمْتَ لَهُ بِالسَّعَادَةِ وَقَضَيْتَ لَهُ بِالشَّهَادَةِ فَبَعْدَ أَنْ يَجْتَاحَ عَدُوَّكَ بِالْقَتْلِ وَبَعْدَ أنْ يَجْهَدَ بِهِمُ الأسْرُ وَبَعْدَ أن تَأمَنَ أطرَافُ المُسْلِمِينَ وَبَعْدَ أَنْ يُوَلِّيَ عَدُوُّكَ مُدْبِرِينَ. أللَّهُمَّ وَأَيُّمَا مُسْلِم خَلَفَ غَازِياً أَوْ مُرَابِطاً فِي دَارِهِ أَوْ تَعَهَّدَ خَالِفِيْهِ فِيْ غَيْبَتِهِ، أَوْ أَعَانَهُ بِطَائِفَة مِنْ مَالِهِ، أَوْ أَمَدَّهُ بِعِتَاد، أَوْ شَحَذَهُ عَلَى جِهَاد، أَوْ أَتْبَعَهُ فِي وَجْهِهِ دَعْوَةً، أَوْ رَعَى لَهُ مِنْ وَرَآئِهِ حُرْمَةً. فَأْجِرْ لَهُ مِثْلَ أَجْرِهِ وَزْناً بِوَزْن وَمِثْلاً بِمِثْل وَعَوِّضْهُ مِنْ فِعْلِهِ عِوَضاً حَاضِراً يَتَعَجَّلُ بِهِ نَفْعَ مَا قَدَّمَ، وَسُرُورَ مَا أَتَى به، إلَى أَنْ يَنْتَهِيَ بِهِ الْوَقْتُ إلَى مَاأَجْرَيْتَ لَـهُ مِنْ فَضْلِكَ، وَأَعْدَدْتَ لَهُ مِنْ كَرَامَتِكَ. أللَّهُمَّ وَأَيُّمَا مُسْلِم أَهَمَّهُ أَمْرُ الإِسْلاَمِ وَأَحْزَنَهُ تَحَزُّبُ أَهْلِ ألشِّرْكِ عَلَيْهِمْ فَنَوَى غَزْواً أَوْ هَمَّ بِجهَـاد فَقَعَدَ بِـهِ ضَعْفٌ أَوْ أَبطَأَتْ بِهِ فَاقَةٌ، أَوْ أَخَّرَهُ عَنْهُ حَادِثٌ، أَوْ عَرَضَ لَهُ دُونَ إرَادَتِهِ مَانِعٌ، فَاكْتُبِ اسْمَـهُ فِي الْعَابِدِينَ وَأوْجبْ لَهُ ثَوَابَ الْمُجَاهِدِينَ وَاجْعَلْهُ فِي نِظَامِ الشُّهَدَاءِ وَالصَّالِحِينَ . أللَّهُمَّ صَـلِّ عَلَى مُحَمَّد عَبْدِكَ وَرَسُولِكَ وَآلِ مُحَمَّد صَلاَةً عَالِيَةً عَلَى الصَّلَوَاتِ مُشْرِفَةً فَوْقَ التَّحِيَّاتِ، صَلاَةً لاَ يَنْتَهِي أَمَدُهَا وَلا يَنْقَطِعُ عَدَدُهَا كَأَتَمِّ مَـا مَضَى مِنْ صَلَوَاتِكَ عَلَى أَحَد مِنْ أَوْلِيـائِكَ، إنَّـكَ الْمَنَّانُ الْحَمِيدُ الْمُبْدِئُ الْمُعِيدُ الفَعَّالُ لِمَا تُرِيْدُ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আপনার ক্ষমতার দআরা মুসলিম সীমান্ত রক্ষীদের সুরক্ষিত করুন। আপনার শক্তিবলে তাদের রক্ষকদের সমর্থন করুন। আপনার খাজানা হতে তাদেরকে পুরষ্কার দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। তাদের (সীমান্ত রক্ষীদের) সংখ্যা বাড়িয়ে দিন। তাদের অস্ত্রগুলো ধারালো করে দিন। তাদের এলাকা রক্ষা করুন। তাদের বেষ্টনকে রক্ষা করুন। তাদের সাথঅদেরকে একতাবদ্ধ করুন। তাদের দালিত্বকে আপনি নিয়ন্ত্রণ করুন। তাদের জন্য সামগ্রীকে অবিরত করে দিন এবং আপনি নিজে তাদের কাজের দেখাশনা করুন। বিজয় দিয়ে তাদেরকে শক্তিশালী করুন। ধৈর্যের দ্বারা তাদেরকে সাহায্য করুন। তাদেরকে কৌশল বাত্লে দিয়ে আপনি তাদের প্রতি দয়াপরবশ হোন। হে প্রভু< হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। যাতে তাঁর অজ্ঞ তাদেরকে তা জানিয়ে দিন। তারা তা জানে না তাদেরকে তা শিখিয়ে দিন। তারা যা দেখে নি তাদেরকে তা দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। যখন তারা শত্রুর মোকাবিলা করে তখন তাদেরকে দুনিয়ার বিবেচনা ভুলিয়ে দিন যা একেবারে ধোঁকা এবং অকেজো। তাদের দিল থেকে সম্পদের মোহ দূর করে দিন। তাদের সামনে বেহেশত প্রদর্শন করুন। তাদের লক্ষ্যমাত্রা ব্যক্ত করুন যাতে তারা বিভিন্ন নেয়ামত আস্বাদন করতে পারেঃ চিরস্থালী বাসগৃহে। অনুগ্রহের আবাসস্থল। অপূর্ব সুন্দর হুরসমূহ। নহরসমূহ যেথায় বিভিন্ন রকমের পানীয় প্রবাহিত হবে। ফলসমূহ ভারাক্রান্তে বৃক্ষসমূহ যাতে তাদের কেউ দ্বিধায় পড়ে পিছনে হটে না যায়, অথবা তার নফস্ যাতে শত্রু থেকে পালাতে না চায়। হে প্রভু, এ সকল ব্যবস্থাদি দ্বারা তাদের শত্রুদেরকে পরাজিত করুন। তাদের নফরগুলোকে কেটে দিন। তারা এবং তাদের অস্ত্র-শস্ত্রের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিন। তাদের দিল থেকে দৃঢ়ভাবে উপড়ে ফেলুন। তারা এবং তাদের উদ্দেশ্যের মাঝে পার্থক্য গড়ে দিন। তাদের পথে চলতে তাদেরকে বিব্রত করে দিন। সোজা রাস্তা থেকে তাদেরকে আবর্জনায় ফেলে দিন। অতিরিক্ত সৈন্যদেরকে তাদের থেকে বিচ্ছিন্ন করে দিন। তাদের সংখ্যা কমিয়ে দিন, ভয় দিয়ে তাদের দিলকে পূর্ণ করে দিন। তাদের হাত যেন প্রসারিত করতে না পারে। তাদের বাকরুদ্ধ করে দিন। তাদেরকে পশ্চাৎগামীদের হতে ছত্রভঙ্গ করে দিন। তাদের অনুসারীগণকে শাস্তি দিন। এদের পরে তাদেরকে করুণা বঞ্চিত করে নিরাশ করুন। হে প্রভু, তাদের স্ত্রীদের গর্ভ খালি করে দিন। তাদের পুরুষদের কোমর শুষ্ক করে দিন। তাদের জীব-জানোয়ার এবং গরুর সঙ্গম বন্ধ করে দিন। তাদের আকাশে বৃষ্টি দিয়েন না, অথবা তাদের মাটিকে সবজী উৎপন্ন করে তাদেরকে শক্তিশালীও করেন না। হে প্রভু, আপনিই মুসলমানদের শক্তি। তাদের (মুসলমান সীমান্ত রক্ষীদের) শহরগুলো সুরক্ষিত করুন। তাদের সম্পদ বহুগুণে বাড়িয়ে দিন। আপনার এবাদতের জন্য যুদ্ধ করা হতে তাদেরকে মুক্তি দিন। শুধু একা আপনার সাথে সম্পর্ক করার জন্য তাদের দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি দিন, ঐ র্পুন্ত যখন আপনি ব্যতীত আর একজনও দুনিয়াতে সাম্রাজ্য বিস্তার না করে এবং আপনি ব্যতঅত আর কারও সামনে যখন সিজদা করা না হয়। হে প্রভু, প্রতিটি মুসলিম সীমান্তে ঐ সমস্ত মুশরিকদের বিরুদ্ধে লড়াই যেন তাদের (মুসলিম) নিকটবর্তী। আপনার পক্ষ হতে প্রচুর বা অগণিত ফেরেস্তা পাঠিয়ে তাদের বলীয়ান করুন যতক্ষণ না শত্রুরা বহুদূর পর্যন্ত বিতাড়িত হয়। তাদেরকে মেরে ফেলুন এবং ধরিয়ে দিন। অথবা তারা যেন আপনাকে আল্লঅহ্ বলে স্বঅকার করে নেয়। হে প্রভু, আপনার শত্রুদের জন্য এ দোয়া কবুল করুন, যারা বিভিন্ন দেশে রয়েছে ঃ ইন্ডিয়া, রোম, তুর্কিস্তান, খার্জ, আবিসিনিয়া, নুবিয়া, জাংজিবার, সিসিলি এবং ডেলামিটিসদের দেশ। এবং অনান্য মুশরিক জাতিসমূহ যাদের নাম এবং বর্ণনা আমার অজানা কিন্তু আপনি আপনার জ্ঞানের বলে অতি সহজেই তাদের হিসেব এবং আপনার ক্ষমতা বলে তাদের ব্যাপারে অবগত আছেন। হে প্রভু, শত্রুদের মধ্যে পরষ্পর সংঘর্ষ বাধিয়ে দিন যাতে তারা মুসলিম সীমান্তে আসা থেকে বিরত থাকে। তাদের সংখ্যা কমিয়ে আতঙ্কিত করে দিন যাতে তারা মুসলমানদের আঘাত করা থেকে বিরত থাকে। তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে তাদেকে পরষ্পরের বিরুদ্ধে লরগতে াদন। হে প্রভু, তাদের দিলে নিরাপত্তা অনুভ’ত হওয়া থেকে তাদেরকে বঞ্চিত করুন এবং তাদের দেহ শক্তিশালী হওয়া থেকে বঞ্চিত করুন। কৌশল গ্রহণে তাদেরকে ভুলু মন করে দিন। তাদের অঙ্গ-প্রত্যঙ্গ এমনই দূর্বল করে দিন যাতে তারা পদাতিক সৈন্যদের সাথে লড়াই করতে ব্যর্থ হয়। বীরদের সাথে মো মোকাবেলায় তাদেরকে অতঙ্কগ্রস্ত করুন। তাদের মধ্যে অগনণ ফেরেস্তোদের দাঁড় করিয়ে দিয়ে যেমন আপনি বদরের যুদ্ধে করেছিলেন। এভাবে তাদের শিকড় কেটে দিন। তাদের গর্বকে নস্যাৎ করে দিন। তাদেরকে ছত্রভঙ্গ করে দিন। হে প্রভু, তাদের পানির সাথে মহামারী, তাদের আহারাদির সাথে রোগ বিস্তার করে দিন। তাদের শহরগুলোকে ধ্বংসিয়ে দিন। তাদেরকে বর্শা ছুড়ে বিতাড়িত করে দিন। অনাবৃষ্টি দিয়ে তাদের সাথে মোয়ামেলা করুন। আপনার পৃথিবীর সবচেয়ে মরুস্থানে তাদের রিজিক দিন এবং তাদের কাছ থেকে রিজিক খুব দূরে রাখুন। আর তাদের জন্য সবচেয়ে অনভিগম্য রাজ্য ধার্য করুন।তাদেরকে চিরস্থায়ী ক্ষুধা এবং যন্ত্রণাদায়ক উষ্ণতা দিয়ে আক্রান্ত করুন। হে প্রভু, ঈমানদার যে কোনো যুদ্ধ অথবা আপনার আইনের অনুসারী সৈনিককে তাদের পারিশ্রামিক দিন, যাতে তার আপনার প্রতি উন্নিত করতে পারে। আপনার পূর্ণ শক্তি এবং পূর্ণ অংশ দিয়ে তাকে আপনি সুবিধা দিন। তার প্রয়োজনীয় সবকিছু যোগান দিন এবং তাকে সফলতা দিন। তার সহযোগী নির্বাচিত করুন। তার মেরুদন্ডে শক্তি বৃদ্ধি করুন এবং তার জন্য পর্যাপ্ত উপায় বের করে দিন। তাকে সুখ দিয়ে অনুগ্রহ করুন। দুনিয়ায় প্রত্যাশার আগুন থেকে তাকে দূরে রাখুন। একাকিত্বের বিষন্নতা থেকে তাকে ছাড় দিন। পরিবার এবং সন্তানের কথা মনে করাকে ভুলিয়ে দিন। তাকে একটি সৎ নিয়তের দ্বারা অনুগ্রহ করুন। তার সাথীর উপর শান্ত বর্ষিত করুন। কাপুরুষতা থেকে তাকে রক্ষা করুন। সাহস দিয়ে তাকে উৎসাহিত করুন। তাকে শক্তি দিন। বিজয়ের দ্বারা তাকে সহায়তা করুন। তাকে রাস্তা বাত্লে দিন এবং অনুশীলণ করান। তাকে আদেশ দিয়ে পথ নির্দেশ করুন। তার ভান বা ছলনাকে দূর করে দিন। প্রচার করার ইচ্ছা থেকে তাকে ছাড় দিন। তার চিন্তা-ভাবনা, তার কথা, তার চলাফেরা এবং তার অবস্থান করা আপনার জন্য আর আপনার জন্যই করে দিন (আপনার রেজামন্দির জন্য)। যখন সে আপনার শত্রুর মোকাবেলা করে, তার কাছে তাদেরকে (আপনার শত্রুকে) দূর্বল করে দিন, তার দিলে তাদের গর্বকে কমিয়ে দিন, তাদের উপরে তাকে বেশি শক্তি দিন, তার উপর তাদেরকে বেশি শক্তি দিয়েন না। যদি আপনি তার জীবনের শেষে অনুগ্রহ রেখে থাকেন এবং তার জন্য শহীদি মর্যাদা নির্ধারণ করে থাকেন তাহলে এটা ঐ সময়ের পরে করুন সে আপনার শত্রুদেরকে জবাই করে শিকড় উপরে ফেলবে। তাদেরকে বন্দি করে তার কাজ সমাপ্ত করার পর। ঐ সময়ের পর যখন আপনার শত্রু পিছু হটে যায় এবং ধ্বংস হয়। হে প্রভু, আর যখন কোনো মুসলিম যুদ্ধে অবতীর্ণ হয়, তা অনুপস্থিতিতে তার বাড়ি পাহারা দিন। যারা বাড়িতে রয়ে গেছে তাদেরকে দেখাশুনা করুন। তার সম্পদের এক অংশ দ্বারা তাকে সাহায্য করুন। অথবা কৌশল দিয়ে তাকে সহায়তা করুন। অথবা ঈমানের জন্য লড়াই করতে তাকে উৎসাহিত করুন। অথবা ঐ সময় তার কথা শুনুন যখন সে নিজের সাথে জোড়াবার জন্য অন্যদেরকে আহবান করে। অথবা তার অনুপস্থিতে তার সম্মান রক্ষা করুন। তারপর পূর্বের মত তাকে প্রতিদান দিতে সন্তুষ্ট হয়ে যান। ওজনের স্থলে ওজন, স্ত‘পের এবং তার কাজের জন্য অতাৎক্ষণিকভাবে তার ক্ষতিপুরণ দিয়ে দিন। যা দ্বারা সে যত দূর অগ্রসর হয়েছে তার লভ্যংশ দ্রুত অর্জন করতে পারে। এবং তার ওজন অনুসারে আনন্দ ঐ সময় পর্যন্ত সে ভোগ করবে যতক্ষণ না আপনি তাকে আপনার অনুগ্রহে অনুগ্রহাম্বিত করেন এবং আপনার প্রাচুর্য থেকে তাকে দান করেন। যখনই ইসলামের কারণে মুসলমান বিষন্ন হয় এবং তাদের বিরুদ্ধে মুশরিকদের একত্রিত হওয়ায় উসলামের অনুসারীরা দৃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এবং সেজন্য লড়াই করার সিথর সঙ্কল্প গ্রহণ করে। অথবা ধর্ম যুদ্ধে অংশ গ্রহণ করার ওয়াদা করে। কিন্তু দূর্বলতা তাকে বসিয়ে রাখে। দারিদ্রতা তাকে বিলম্ব করায়। অথবা কিছু কিছু ব্যাপার তাকে এ থেকে বিরত রাখে। অথবা তার ওয়াদার সাথে সাথে অন্য কোনো সমস্যার আর্বিভাব ঘটে। হে প্রভু, উৎসর্গকারীদের মধ্যে তার নাম লিখতে রাজি হোন। যারা ঈমানের জন্য লড়াই করে প্রতিদান পেয়েছে তাকে তা দিয়ে দিন। তাকে শহীদ এবং নেককারদের স্তরে দিন। হে প্রভু ,আপনার বান্দা এবং রাসুল হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। যা অনান্য অনুগ্রহ থেকে অনের মর্যাদার, অনেক উঁচু স্তরের। সময়ের দীর্ঘতায় যা কোনো সীমা রেখায় অন্তর্ভূক্ত হবে না। আপনার যে কোনো বন্ধুর উপর আপনি প্রদত্ত নেয়ামতের মত যা কোনো সংখ্যা দ্বারা গণন করা যায় না। (অগনিত)। বিশেষত, আপনার সত্তাই সবচেয়ে প্রশংসিত, অনাদি, যার কাছে প্রত্যাবর্তন করতে হবে, সেরা কারিগর যদি আপনি ইচ্ছে করেন।