بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أللَّهُمَّ وَمُنَّ عَلَيَّ بِبَقَاءِ وُلْدِي، وَبِإصْلاَحِهِمْ لِي، وَبِإمْتَاعِي بِهِمْ. إلهِي أمْدُدْ لِي فِي أَعْمَارِهِمْ، وَزِدْ لِي فِي آجَالِهِمْ، وَرَبِّ لِي صَغِيرَهُمْ وَقَوِّ لِي ضَعِيْفَهُمْ، وَأَصِحَّ لِي أَبْدَانَهُمْ وَأَدْيَانَهُمْ وَأَخْلاَقَهُمْ ، وَعَافِهِمْ فِي أَنْفُسِهِمْ وَفِي جَوَارِحِهِمْ وَفِي كُلِّ مَا عُنِيْتُ بِهِ مِنْ أَمْرِهِمْ، وَأَدْرِرْ لِي وَعَلَى يَـدِي أَرْزَاقَهُمْ، وَاجْعَلْهُمْ أَبْرَاراً أَتْقِيَاءَ بُصَراءَ سَامِعِينَ مُطِيعِينَ لَكَ وَلأوْلِيَائِكَ مُحِبِّينَ مُنَاصِحِينَ، وَلِجَمِيْعِ أَعْدَآئِكَ مُعَانِدِينَ وَمُبْغِضِينَ آمِينَ. أللَّهُمَّ اشْدُدْ بِهِمْ عَضُدِي، وَأَقِمْ بِهِمْ أَوَدِيْ، وَكَثِّرْ بِهِمْ عَدَدِي، وَزَيِّنْ بِهِمْ مَحْضَرِي، وَأَحْييِ بِهِمْ ذِكْرِي، وَاكْفِنِي بِهِمْ فِي غَيْبَتِي وَأَعِنِّي بِهِمْ عَلَى حَاجَتِي، وَاجْعَلْهُمْ لِي مُحِبِّينَ، وَعَلَيَّ حَدِبِينَ مُقْبِلِينَ مُسْتَقِيمِينَ لِيْ، مُطِيعِينَ غَيْرَ عَاصِينَ وَلاَ عَاقِّينَ وَلا مُخَالِفِينَ وَلاَ خـاطِئِينَ، وَأَعِنِّي عَلَى تَرْبِيَتِهِمْ وَتَأدِيْبِهِمْ وَبِرِّهِمْ، وَهَبْ لِيْ مِنْ لَدُنْكَ مَعَهُمْ أَوْلاداً ذُكُوراً ، وَاجْعَلْ ذَلِكَ خَيْراً لي وَاجْعَلْهُمْ لِي عَوناً عَلَى مَا سَأَلْتُكَ، وَأَعِذْنِي وَذُرِّيَّتِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، فَإنَّكَ خَلَقْتَنَا وَأَمَرْتَنَا وَنَهَيْتَنَا وَرَغّبْتَنَا فِي ثَوَابِ ما أَمَرْتَنَا وَرَهَّبْتَنَا عِقَابَهُ، وَجَعَلْتَ لَنَا عَدُوّاً يَكِيدُنَا، سَلَّطْتَهُ مِنَّا عَلَى مَا لَمْ تُسَلِّطْنَا عَلَيْهِ مِنْهُ، أَسْكَنْتَهُ صُدُورَنَا، وَأَجْرَيْتَهُ مَجَارِيَ دِمَائِنَا، لاَ يَغْفُلُ إنْ غَفَلْنَا، وَلاَ يَنْسَى إنْ نَسِينَا، يُؤْمِنُنَا عِقَابَكَ، وَيَخَوِّفُنَا بِغَيْرِكَ، إنْ هَمَمْنَا بِفَاحِشَة شَجَّعَنَا عَلَيْهَا، وَإنْ هَمَمْنَا بِعَمَل صَالِح ثَبَّطَنَا عَنْهُ، يَتَعَرَّضُ لَنَا بِالشَّهَوَاتِ، وَيَنْصِبُ لَنَا بِالشَّبُهَاتِ، إنْ وَعَدَنَا كَذَبَنَا وَإنْ مَنَّانا، أَخْلَفَنَا وَإلاّ تَصْرِفْ عَنَّا كَيْدَهُ يُضِلَّنَا، وَإلاّ تَقِنَا خَبالَهُ يَسْتَزِلَّنَا. أللَّهُمَّ فَاقْهَرْ سُلْطَانَهُ عَنَّا بِسُلْطَانِكَ حَتَّى تَحْبِسَهُ عَنَّا بِكَثْرَةِ الدُّعَاءِ لَكَ، فَنُصْبحَ مِنْ كَيْدِهِ فِي الْمَعْصُومِينَ بِكَ. أللَّهُمَّ أَعْطِنِي كُلَّ سُؤْلِي، وَاقْضِ لِي حَوَائِجِي، وَلاَ تَمْنَعْنِي الإجَابَةَ وَقَدْ ضَمِنْتَهَا لِي، وَلا تَحْجُبْ دُعَائِي عَنْكَ وَقَدْ أَمَرْتَنِي بِهِ، وَامْنُنْ عَلَيَّ بِكُلِّ مَا يُصْلِحُنِيْ فِيْ دُنْيَايَ وَآخِرَتِي مَا ذَكَرْتُ مِنْهُ وَمَـا نَسِيتُ، أَوْ أَظْهَـرتُ أَوْ أَخْفَيْتُ، أَوْ أَعْلَنْتُ أَوْ أَسْرَرْتُ، وَاجْعَلْنِي فِي جَمِيعِ ذلِكَ مِنَ الْمُصْلِحِينَ بِسُؤَالِي إيَّـاكَ، الْمُنْجِحِينَ بِالـطَّلَبِ إلَيْـكَ، غَيْـرِ الْمَمْنُوعِينَ بِالتَّوَكُّلِ عَلَيْكَ، الْمُعَوَّدِينَ بِالتَّعَوُّذِ بِكَ، الرَّابِحِينَ فِي التِّجَارَةِ عَلَيْـكَ، الْمُجَارِيْنَ بِعِـزِّكَ، الْمُـوَسَّـعِ عَلَيْهِمُ الـرِّزْقُ الْحَـلاَلُ مِنْ فَضْلِكَ الْوَاسِعِ بِجُودِكَ وَكَرَمِكَ، الْمُعَزِّينَ مِنَ الذُّلِّ بِكَ، وَالْمُجَارِينَ مِن الظُّلْمِ بِعَدْلِكَ، وَالْمُعَافَيْنَ مِنَ الْبَلاءِ بِرَحْمَتِكَ، وَالْمُغْنَيْنَ مِنَ الْفَقْرِ بِغِنَاكَ، وَالْمَعْصومِينَ مِنَ الذُّنُوبِ وَالزَّلَلِ وَالْخَطَأِ بِتَقْوَاكَ، وَالْمُوَفَّقِينَ لِلْخَيْرِ وَالرُّشْدِ وَالصَّوَابِ بِطَاعَتِكَ، وَالْمُحَالِ بَيْنَهُمْ وَبَيْنَ الذُّنُوبِ بِقُدْرَتِكَ، التَّـارِكِينَ لِكُلِّ مَعْصِيَتِكَ، السَّاكِنِينَ فِي جِوَارِكَ. أللَّهُمَّ أَعْطِنَا جَمِيعَ ذلِكَ بِتَوْفِيقِكَ وَرَحْمَتِكَ وَأَعِذْنَا مِنْ عَذَابِ السَّعِيرِ، وَأَعْطِ جَمِيعَ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَـاتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ مِثْلَ الَّذِي سَأَلْتُكَ لِنَفْسِي وَلِوُلْدِي فِي عَاجِلِ الدُّنْيَا وَآجِلِ الآخِرَةِ، إنَّكَ قَرِيبٌ مُجِيبٌ سَمِيعٌ عَلِيمٌ عَفُوٌّ غَفُـورٌ رَؤُوفٌ رَحِيمٌ. وَآتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, মৃত্যু যন্ত্রণা থেকে আমাকে নিস্কৃতি দিয়ে, আমার ব্যাপারে তাদেরকে জ্ঞাত করে এবং তাদের সাথে সাথে আমাকে অনুগ্রহ করে আমার মিনতি কবুল করুন। আমার আল্লাহ, আমাদের উছিলায় তাদের রিযিক বাড়িয়ে দিন। আমার উছিলায় তাদের জীবিকা বাড়িয়ে দিন। আমার জন্য ঐ সকল সুখী বছরগুলো আনয়ন করুন। আমার উছিলায় তাদের মধ্যে যে দূর্বল তাকে শক্তিশালী করুন। তাদের দেহ, বিশ্বাস এবং নৈতিকতাকে সাধুবাদ দিন। তাঁদেরকে আত্মায়, দিলে এবং তাদের ব্যাপারে যে সকল ব্যাপারে দ্বিধায় রয়েছি তাঁদেরকে সে দিক দিয়ে নিরাপদ করুন। আমার হাতের দ্বারা দ্বারা তাঁদের আহারাদি দিয়ে দিন। তাঁদেরকে গুণী, ধার্মিক, দেখা এবং শুনার তৌফিক দিন, আপনার প্রতি অনুগত করুন, আপনার বন্ধুদের প্রিয়মত এবং মঙ্গলকামী করুন এবং আপনার সকল শত্রুদের শত্রু এবং অপ্রিয় করুন। এই মুনাজাতকে কবুল করুন। হে প্রভু, তাঁদের দ্বারা আমার বাহুকে শক্তিশালী করুন এবং তাঁদের দ্বারা আমার বক্রতাকে সোজা করে দিন। তাঁদের দ্বারা আমার বংশধরদের সংখ্যা বাড়িয়ে দিন। আমার সমাজের সাথে তাঁদেরকে সম্পৃক্ত করে দিন। তাঁদের ক্ষেত্রে আমার স্মৃতিকে জীবন্ত করুন। আমার অনুপস্থিতিতে তাঁদের দ্বারাআমার কাজসমূহ তদারকি করিয়ে দিন। তাঁদের দ্বারা আমার চাহিদা পূরণ করায় আমাকে সাহায্য করুন। তাঁদের দ্বারা আমাকে ভালবাসান, আমার প্রতি দয়াশীল করুন। বেয়াদব, নীচ অথবা অপরাধী নয়। তাঁদেরকে প্রশিক্ষণ দিতে, শিক্ষিত করতে এবং তাঁদের ভাল করতে আমাকে সাহায্য করুন। তাঁদের থেকে আপনি আমার পুরষ বংশধর পয়দা করে দিন। এবং এটা আমার জন্য লাভজনক করে দিন। আমি তাঁদের প্রতি যা চাই তাতে তঁদেরকে আমার সাহায্যকারী করুন। আমি এবং আমার সন্তানদেরকে শয়তান হতে রক্ষা করুন, যে বিতাড়িত। বিশেষত আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হুকুম করেছেন, এ আমাদেরকে কিছু কাজ করতে নিষেধ করেছেন এবং উৎসাহিত করেছেন (প্রতিদান দেওয়ায়) তা না করার জন্য যা সম্বন্ধে আপনি আমাদেরকে শািস্তর হুমকি দিয়েছেন। যে আমাদের ধোঁকা দেয় তাকে আপনি আমাদের শক্রু জ্ঞান করেছেন। আমাদের মধ্যে কিছু সংখ্যকের উপরে আপনি তাকে কর্তৃত্ব দিয়েছেন যখন তাদের মধ্যে কিছু সংখ্যকের উপর আমাদেরকে কর্তৃত্ব দেননি। তাকে আপনি আমাদের বুকের উপর কর্তৃত্ব দিয়েছেন এবং আমাদের রক্তনালীতে চলাচলের অধিকার দিয়েছেন। আমরা যদিও অসচেতন সে কিন্তু সচেতন। আমরা যদিও ভুলে যাই সে কিন্তু ভুলে না। সে আমাদের অন্তরে আপনার পীড়া থেকে নিশ্চিন্ত করে এবং আপনি ব্যতীত অন্য করো ভয় ঢুকিয়ে দেয়। যদি আমরা কোনো পাপ করার ইচ্ছা করি, সে আমাদেরকে এত উৎসাহ দেয়। যদি আমরা কেনো ভাল কাজের ইচ্ছা করি, সে আমাদেরকে ধিক্কার দেয়।সে আমাদের ভিতর দুর্বার যৌনবাসনা ঢুকিয়ে দেয় এবং এভাবে আমাদের জন্য দ্বিধা জাগিয়ে তুলে। যদি সে কোনো প্রতিজ্ঞা করে, তাহলে তা মিথ্যা প্রমাণিত হয় এবং যদি সে আমাদেরকে আশা দেয়, সে এর দ্বারা আমাদেরকে নিরাশ করে। যদি আপনি তাকে আমাদের কাছ থেকে সরিয়ে না নেন, সে আমাদেরকে বিপথগামী করবে। আপনি যদি তার অপকর্ম হতে আমাদেরকে হেয়াজত না করেন, সে আমাদের দ্বারা ভুল করাবে। সেজন্য, হে প্রভু, আপনার ক্ষমতাবলে আমাদের উপর থেকে তার কর্তৃত্ব উঠিয়ে নিন। আপনার প্রতি আমাদের একান্ত দোয়া আপনি আমাদেরকে তার কাছ থেকে পরোপরি নিস্কৃতি দেবার র্পর্ব পর্যন্ত। যাতে আপনার দ্বারা রক্ষিত ঐ শ্রেণীর মত আমরা তার চালাকিকে অতিক্রম করতে পারি। হে প্রভু, আমার সকল বাসনা কবুল করুন। আমার চাহিদা পূরণ করুন। আমার হতে আপনার রহমতের জওয়ার ত্যাগ না করে যখন আপনি আমাকে এর নিশ্চয়তা দিয়েছেন। আপনি আমার প্রার্থনা ফেলে দিয়েন না যখন আপনি আমাকে এটা করতে বলেছেন। আমাকে এ দুনিয়ায় এবং পরের দুনিয়ায় ভালাই দিয়ে সাহায্য করুন। যা কিছু আমি স্বরণ করছি অথবা যা আমি ভুলে গেছি, ব্যক্ত করেছি, অব্যক্ত রয়েছে, বর্ণিত হয়েছে অথবা টেনেছি। একা শুধু আপনার কাছে মিনতির দ্বারা আমাকে নেককারদের মধ্যে করুন, যারা আপনাকে ডাকায় সফল হয়েছে, যার আপনার প্রতি বিশ্বাসের কারণে সম্মানিত হয়েছে, যারা আপনার হয়ে তর্ক-বিতর্ক করে লাভবান হয়েছে, যারা আপনার রাজত্বের অনুমোদন দিয়েছে, যারা আপনার দয়া ও বদান্যতায় নিজেদের জন্য পর্যন্ত জায়েজ আহারাদি বরাদ্দ করিয়েছে, যারা আপনার করুনয় মর্যাদায় উন্নীত হয়েছে। তাদের অন্তর্ভূক্ত করুন, যারা আপনার বিচারের শাসন হতে আশ্রয় চায়। যারা আপনার করুণায় দুর্যোগ হতে নিরাপদ। যারা আপনার সীমাহীন সম্পদ দ্বারা দারিদ্রতা হতে উন্নতি সম্পদশালী হয়েছেন। যারা পাপ বিপদগামী এবং ভুল হতে আপনার ভয়ের দ্বারা রক্ষা পেয়েছে। আপনার বাধ্যতার জন্য গুণ ও নেকের জন্য যাদের বদান্যতা রয়েছে। আপনার ক্ষমতার কারণে যাদের মধ্যে এবং পাপের মধ্যে পাঁচিল আছে। যারা সমস্ত পাপ ত্যাগ করে। যারা আপনার প্রতিবেশী। হে প্রভু, আপনার বদান্যতা এবং করুণার দ্বারা আমাদের সকল আবেদন মঞ্জুর করুন। আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। আমি আমার জন্য এবং আমার সন্তানদের জন্য এই দুনিয়া এবং ভবিষ্যতের জন্য যেমন যা কিছু আপনার কাছে ভিক্ষা চেয়েছি, তেমনি সকল পুরুষ ও মহিলা মুসলমান এবং সত্য বিশ্বাসী পুরুষ ও মহিলাদেরকে সাহায্য করুন। বিশেষত, প্রতিদান দেওয়ায়, শুনায়, জানায়, ততব্বাবধানে, ক্ষমা করায় আপনার সত্তা অনন্য। যিনি দয়ালু এবং করুণমায়। আমাদেরকে এই দুনিয়া এবং পরের দুনিয়ায় ভালাই দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি হতে রক্ষা করুন।