بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَأَلْبِسْنِي عَافِيَتَكَ، وَجَلِّلْنِي عَـافِيَتَكَ، وَحَصِّنِّي بِعَـافِيَتِـكَ، وَأكْـرِمْنِي بِعَافِيَتِكَ، وَأغْنِنِي بِعَافِيَتِكَ، وَتَصَدَّقْ عَلَيَّ بِعَافِيَتِكَ، وَهَبْ لِي عَافِيَتَكَ، وَأَفْرِشْنِي عَافِيَتَكَ، وَأَصْلِحْ لِي عَافِيَتَكَ، وَلا تُفَرِّقْ بَيْنِي وَبَيْنَ عَافِيَتِكَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَعَافِنِي عَافِيَةً كَافِيَةً شَافِيَةً عَالِيَةً نَامِيةً، عَافِيَةً تُوَلِّدُ فِي بَدَنِي الْعَافِيَةَ، عَافِيَةَ الدُّنْيَا والآخِرَةِ، وَامْنُنْ عَلَيَّ بِالصِّحَّةِ وَالأمْنِ وَالسَّلاَمَةِ فِي دِيْنِي وَبَـدَنِي، وَالْبَصِيرَةِ فِي قَلْبِي وَالنَّفَاذِ فِي أمُورِيْ وَالْخَشْيَةِ لَكَ، وَالْخَوْفِ مِنْكَ وَالْقُوَّةِ عَلَى مَا أَمَرْتَنِي بِهِ مِنْ طَاعَتِكَ وَالاجْتِنَابِ لِمَـا نَهَيْتَنِي عَنْهُ مِنْ مَعْصِيَتِـكَ. أللَّهُمَّ وَامْنُنْ عَلَيَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ، وَزِيَارَةِ قَبْرِ رَسُولِكَ صَلَوَاتُكَ عَلَيْهِ وَرَحْمَتُكَ وَبَرَكَاتُكَ عَلَيْهِ وَعَلَى آلِهِ، وَآلِ رَسُولِكَ عَلَيْهِمُ السَّلاَمُ أَبَداً مَا أَبْقَيْتَنِي، فِي عَامِي هَذَا وَفِي كُلِّ عَام، وَاجْعَلْ ذَلِكَ مَقْبُولاً مَشْكُوراً مَذْكُوراً لَدَيْكَ، مَذْخُوراً عِنْدَكَ، وَأَنْطِقْ بِحَمْدِكَ وَشُكْرِكَ وَذِكْرِكَ وَحُسْنِ الثَّناءِ عَلَيْكَ لِسَانِي، وَاشْرَحْ لِمَرَاشِدِ دِينِكَ قَلْبِي، وَأَعِذْنِي وَذُرِّيَّتِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيم وَمِنْ شَرِّ السَّامَّةِ وَالْهَامَّةِ وَالْعَامَّةِ وَاللاَّمَّةِ وَمِنْ شَرِّ كُلِّ شَيْطَان مَرِيد ، وَمِنْ شَرِّ كُلِّ سُلْطَان عَنِيد ، وَمِنْ شَرِّ كُلِّ مُتْرَف حَفِيد، وَمِنْ شَرِّ كُلِّ ضَعِيف وَشَدِيد، وَمِنْ شَرِّ كُلِّ شَرِيف وَوَضِيع، وَمِنْ شَرِّ كُلِّ صَغِير وَكَبِير، وَمِنْ شَرِّ كُلِّ قَرِيْب وَبَعِيد، وَمِنْ شَرِّ كُلِّ مَنْ نَصَبَ لِرَسُولِكَ وَلأهْلِ بَيْتِهِ حَرْبَـاً مِنَ الْجِنِّ وَالإنْسِ، وَمِنْ شَرّ كُلِّ دَابَّة أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا إنَّكَ عَلَى صِرَاط مُسْتَقِيم. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وآلِهِ وَمَنْ أَرَادَنِي بِسُوء فَاصْرِفْهُ عَنِّي وَادْحَرْ عَنِّي مَكْرَهُ، وَادْرَأ عَنِّي شَرَّهُ، وَرُدَّ كَيْدَهُ فِي نَحْرِهِ، وَاجْعَلْ بَيْنَ يَدَيْهِ سَدّاً حَتَّى تُعْمِيَ عَنِّي بَصَرَهُ، وَتُصِمَّ عَنْ ذِكْري سَمْعَهُ، وَتُقْفِلَ دُونَ إخْطَارِي قَلْبَهُ، وَتُخْرِسَ عَنَي لِسَانَهُ، وَتَقْمَعَ رَأسَهُ، وَتُذِلَّ عِزَّهُ، وَتَكْسِرَ جَبَرُوتَهُ، وَتُذِلَّ رَقَبَتَهُ، وَتَفْسَخَ كِبْرَهُ، وَتُؤْمِنَنِي مِنْ جَمِيْعِ ضَرِّهِ وَشَرِّهِ وَغَمْزِهِ وَهَمْزِهِ وَلَمْزِهِ وَحَسَدِهِ وَعَدَاوَتِهِ وَحَبَائِلِهِ وَمَصَائِدِهِ وَرَجْلِهِ وَخَيْلِهِ إنَّكَ عَزِيز قَدِيرٌ
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। নিরাপত্তা দিয়ে আমাকে আচ্ছাদিত করুন। নিরাপত্তা দিয়ে আমাকে মর্যাদা দিন। নিরাপত্তা দিয়ে আমাকে পথ নির্দেশ করুন। নিরাপত্তা দিয়ে আমাকে স্বাধীন করুন। অনাথশ্রমের মত আমার উপর নিরাপত্তা বরাদ্দ করুন। নিরাপত্তা দিয়ে আমাকে সাহায্য করুন। আমার জন্য নিরাপত্তা বিস্তার করে দিন। আপনার তরফ থেকে দেয়া নিরাপত্তা আমার জন্য উপযোগী করে দিন। এই দুনিয়া এবং পরবর্তী দুনিয়া উভয় স্থানেই আমার এবং আপনার দেয়া নিরাপত্তার মাঝে দূরত্ব রেখেন না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমার জন্য পর্যাপ্ত, আরোগ্যকর উন্নীত, বাড়ন্ত এবং নিরাপদ যা আমার শরীরে নিরাপত্তা দিবে এমন এক নিরাপত্তা দিন, এই দুনিয়ায় অথবা পরকালে। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং আমার বিশ্বাসে এবং শরীরে শান্তি দিয়ে আমাকে সাহায্য করুন। আমাকে সাহায্য করুন ; দিলে অন্তদৃষ্টি দিয়ে। আমার কাজের সফলতায়। আপনাকে ভয় পাওয়ায়। আপনার যা বন্দেগী করতে বলেছেন তা করার ক্ষমতা দেয়ায়। আর যা করতে আপনি নিষেধ করেছেন তা এড়িয়ে চলার। হে আমার আল্লাহ্! হে প্রভু, হজ্জ এবং উমরাহ করার জন্য সব সময় আমাকে করুণা দান করুন। নবীর রওজা যিয়ারত করার জন্য (অনুগ্রহ এবং করুণা তাঁর উপর বর্ষিত হোক), তাঁকে এবং তাঁর বংশধরদের সাহায্য করুন। এবং আপনার রাসুলের পরিবারের সদস্যদের রওজা যিয়ারত করার জন্য যতদিন আপনি আমাকে জীবিত রাখেন,বর্তমান এবং আখিরাত। আর তাদের (নবীন পরিবারের সদস্য) উপর শান্তি বর্ষিত হোক। আর এটাকে গ্রহণীয়, কউল এবং আপনার দ্বারা স্বরণীয় করতে এবং আপনার ভান্ডারে জমা করতে। আমার জিহ্বাকে আপনার প্রশংসা, কৃতজ্ঞতা, আপনার স্বরণ করার তৌফিক দিন এবং তার উপর বেশ বড় একটা প্রশংসা জ্ঞাপনের সুযোগ দিন। আপনার প্রতি ঈমান আনয়নের পথে নির্দেশনা মানার উপযোগী করে আমার দিলকে প্রশস্ত করে দিন। আমাকে এবং আমার সন্তানকে শয়তান হতে রক্ষা করুন, যে বিদ্বেষপূর্ণ পাপের কারণে পাথরের নিক্ষেপে বিতাড়িত হয়েছিল। যে ছিল হুলদার প্রাণী, বর্বর এবং নীচ। আমাকে প্রতিটি অবাধ্য শয়তান হতে রক্ষা করুন। আমাকে প্রতিটি বিদ্বেষপরায়ণ শাসকের দূর্নীতি হতে রক্ষা করুন। আমাকে দূর্বল এবং শক্তিশালীদের, উঁচু এবং নিচুদের, বড় এবং ছোটদের, নিকটস্থ এবং দুরবর্তীদের দুর্নীতি হতে রক্ষা করুন। এবং মানুষদের মধ্যে তাদের প্রত্যেকের দুর্নীতি হতে আমাদেরকে রক্ষা করুন যারা আপনার রাসুলের অথবা তাঁর আহ্লে আল-বায়তের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল। এবং আমাকে প্রত্যেক সৃষ্টির খারাবী হতে আমাদেরকে রক্ষা করুন যারা দুনিয়ায় বিচরণ করে এবং যাদের ভাগ্য আপনার দ্বারা নির্ধারণ হয়। বিশেষত আপনি হক পথ অবলম্বনের পক্ষে। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। তাকে আমার কাছ থেকে দূরে ফেলে দিন যে আমার ক্ষতি করার ইচ্ছা করে। তাদের ফন্দি হতে আমাদেরকে দূরে রাখুন। আমার কাছ থেকে তার শয়তানী দূর করুন। আর প্রতারণার মায়াজাল তার গলায় ঝুলিয়ে দিন। আমাকে দেখা হতে বিরত রাখতে তাকে অন্ধ করার পূর্ব পর্যন্ত তার সামনে একটি বাঁধ দিয়ে দিন। তাকে বধির করে দিন যাতে সে আমার কথা শুনতে না পারে। আমার ব্যাপারে ছলনা আঁটার সময় তার দিলকে তালাবদ্ধ করে দিন। আমার ব্যাপারে তার কণ্ঠকে অকেজো করে দিন। তার মুডু ধরে ফেলুন এবং তার মর্যাদাকে অনুগ্রহ বঞ্চিত করুন। তার গর্বকে ভেঙ্গে দিন এবং তার গলাকে স্তব্ধ করে দিন। তার ক্ষমতাকে অকেজো করে দিন এবং তার সকল দুনর্িীতি, শয়তানী, গীবত, গুজব, অপবাদ, অনিষ্ট, অস্ত্র, ফাঁদ, তার পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনীর অপকারিতা থেকে আমাকে রক্ষা করুন। বিশেষত আপনার সত্তাই গৌরব এবং ক্ষমতার অধিকারী।