হযরত ইমাম জাফর সাদিক (আঃ) থেকে বর্ণিত আছে যে, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়িলে আখিরাতে কল্যাণ লাভ করবে এবং এতে নামাজ ও দোয়া কবুল হয়। রহমত নাযিল হয় আযাব হতে মুক্তি পাওয়া যায় এবং নেক হাজাত পূরণ হয় । যে পড়ে তার ঈমান মজবুত হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ঈমান নষ্ট হবে না।
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
رَضِيْتُ بِاللهِ رَبًّا وَبِالْاِسْلَامِ دِيْنًا وَ بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهِ نَبِيًّا وَ بِعَلِىٍّ اِمَامًا وَ بِالْحَسَنِ وَ الْحُسَيْنِ وَ عَلِىٍّ وَ مُحَمَّدٍ وَ جَعْفَرٍ وَ مُوْسٰى وَ عَلِىٍّ وَ مُحَمَّدٍ وَ عَلِىٍّ وَ الْحَسَنِ وَ الْخَلَفِ الصَّالِحِ عَلَيْهِمُ السَّلَامُ اَئِمَّةً وَ سَادَةً وَ قَادَةً بِهِمْ اَتَوَلّىٰ وَ مِنْ اَعْدَاۤئِهِمْ اَتَبَرَّءُ۔
তারপরে তিনবার বলুন
اَللّٰهُمَّ اِنِّى اَسْئَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ وَ الْمُعَافَاةَ فِى الدُّنْيَا وَ الْاٰخِرَةِ ۔
হযরত ইমাম জাফর সাদিক (আঃ) থেকে বর্ণিত আছে যে, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়িলে আখিরাতে কল্যাণ লাভ করবে এবং এতে নামাজ ও দোয়া কবুল হয়। রহমত নাযিল হয় আযাব হতে মুক্তি পাওয়া যায় এবং নেক হাজাত পূরণ হয় । যে পড়ে তার ঈমান মজবুত হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ঈমান নষ্ট হবে না।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
রাযিতু বিল্লাহি রাব্বান, ওয়া বিল ইসলামী দ্বীনান, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী নাবিয়্যান, ওয়া বি আলীয়্যিন ইমামান ওয়াবিল হাসানি ওয়াল হুসাইন ওয়া আলীয়্যিন ওয়া মুহাম্মাদিন ওয়া জাফারিন ওয়া মুসা ওয়া আলীয়্যিন ওয়া মুহাম্মাদিন ওয়া আলীয়্যিন ওয়াল হাসানি ওয়াল খালাফিস সালিহি আলাইহিমুস সালামু আয়িম্মাতান ওয়া সাদাতান ওয়া ক্বাদাতান বিহিম আতাওয়াল্লা ওয়া মিন আদায়িহিম আতাবাররাউ।
তারপরে তিনবার বলুন
আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফওয়া ওয়াল আফিইয়াতা ওয়াল মুয়াফাতা ফিদুনিয়া ওয়াল আখিরাতি।