আমিরুল মোমেনিন খেলাফতের শপথ গ্রহণের পরপরই মুয়াবিয়াকে এ পত্ৰ লেখেছিলেন (মুহাম্মদ ইবনে উমর আল-ওয়াকিদীর লিখিত “কিতাব আলজামাল’ থেকে এটা নেয়া হয়েছে)। আল্লাহর বান্দা আমিরুল মোমেনিন আলীর কাছ থেকে আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়ার প্রতিঃ আমার খেলাফত গ্রহণের কারণ বা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা অজানা নয়— তা তোমরা সবিশেষ অবহিত আছো । খেলাফত গ্ৰহণ বিষয়ে যা ঘটেছিল তা অবশ্যম্ভাবি এবং তা প্ৰতিহত করার কোন উপায়। ছিল না। সে কাহিনী অনেক লম্বা এবং বলতে গেলে অনেক কথা বলতে হয়। যা গত হয়ে গেছে তা গত এবং যা ঘটবার তা ঘটেছে। সুতরাং আমার বায়াত গ্রহণ কর এবং একটা প্রতিনিধি দল নিয়ে আমার কাছে এসো। এখানে শেষ করলাম ।