কিছু জিনিস আত্মসাতের কারণে মনছুর ইবনে জারুদ আল-আবদীর প্রতি তোমার পিতার সদাচরণের কারণে আমি তোমার সম্বন্ধে প্রতারিত হয়েছি। আমি ভেবেছিলাম তুমি তোমার পিতাকে অনুসরণ করবে এবং তার পথেই চলবে। কিন্তু আমি যা জানতে পারলাম তাতে মনে হয় তুমি তোমার কামনা-বাসনার বশবর্তী হয়ে আছো এবং পরকালের জন্য কোন রসদের ব্যবস্থা রাখ নি। পরকালকে খুইয়ে তুমি দুনিয়া অর্জন করছে এবং নিজকে দ্বিনের বন্ধন থেকে ছিন্ন করে আত্মীয়স্বজনের মঙ্গল করছে । আমি যা জানতে পেরেছি তা যদি সঠিক হয়ে থাকে। তবে তোমার পরিবারের উট অথবা তোমার জুতার ফিতাও তোমার চেয়ে অধিক ভালো। তোমার মতো লোক মাটির একটি গর্তও বন্ধ করার যোগ্য নও । তোমার দ্বারা কোন ভালো কাজ সম্পন্ন হতে পারে না। নিজের পদমৰ্যদার উন্নতি বা কোন বিশ্বস্ততার অংশীদার বা আত্মসাতের ব্যাপারে তোমাকে বিশ্বাস করা যায় না। কাজেই আমার এ পত্ৰ পাওয়া মাত্র আমার কাছে রওয়ানা হয়ো, ইনশাল্লাহ।