আবদুল্লাহ ইবনে আব্বাসের’ প্রতি
তোমাকে জানানো দরকার যে, কোন কোন সময় মানুষ একটা জিনিস সংগ্রহ করে আনন্দিত হয় যা সে মোটেই হারাতে চায় না এবং কোন জিনিস হারিয়ে দুঃখ পায় যা সে আর কোন উপায়ে পাবে না। পরকালের জন্য যা সংগ্ৰহ করতে পার তার জন্য তোমার আনন্দ পাওয়া উচিত এবং পরকালের যা হারিয়ে ফেলছো। সেজন্য দুঃখ পাওয়া উচিত। এ দুনিয়া থেকে যা সংগ্ৰহ কর সে জন্য খুশি হবার কিছু নেই এবং এ দুনিয়াতে যা হারাচ্ছে সে জন্যও দুঃখ পাবার তেমন কিছু নেই। মুত্যুর পর যা ঘটবে তাতে উদ্বিগ্ন হওয়া দরকার।
১। আবদুল্লাহ্ ইবনে আব্বাস প্রায়শই বলতে, “রাসুলের বাণী বাদ দিলে এ কথা ছাড়া অন্য কোন কথায় আমি এত বেশি উপকার পাই নি।”