জিয়াদ ইবনে আবিহর প্রতি (বসরার গভর্নর আবদুল্লাহ ইবনে আব্বাসের ডেপুটি) আমি সত্যিকারভাবে আল্লাহর নামে শপথ করে বলছি, যদি আমি জানতে পারি যে, তুমি মুসলিমদের তহবিল কী অল্প কী বেশি আত্মসাৎ করেছো, আমি তোমাকে এমন শাস্তি দেব যাতে তুমি খালি হাতে, বোঝার ভারে নুজ হয়ে গ্লানিকরভাবে এ পৃথিবী ত্যাগ করে যাবে এবং এখানেই বিষয়টি শেষ ।