রাসুলকে (সঃ) শেষ গোসল দিয়ে কাফন পরানোর সময় এ খোৎবা দিয়েছিলেন।
আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক, হে আল্লাহর রাসুল, আপনার দেহত্যাগের সাথে সাথে নবুয়তের ধারা, ঐশী প্রত্যাদেশ নাজেল ও স্বগীয় বাণী চিরতরে বন্ধ হয়ে গেল। যা অন্য নবিদের বেলায় হয় নি। আপনার আহলুল বাইতের কাছে আপনার মর্যাদা এতই বিশেষ ধরনের যে, আপনার শোক আমাদের কাছে সান্তুনার উৎস হয়ে গেছে যা অন্যদের হয় নি। আপনার তিরোধানের শোকে সাধারণভাবে সকল মুসলিমই অংশীদার। ধৈর্যধারণ করতে যদি আপনি আদেশ না দিতেন এবং বিলাপ করতে নিষেধ না করতেন তবে আমরা অশ্রুর জলাধার সৃষ্টি করতাম এবং তাতেও আপনাকে হারাবার ব্যথা উপশম হতো না, আমাদের শোক নিবারণ হতো না। আমাদের যে কোন শোক আপনাকে হারাবার শোকের তুলনায় অতি নগণ্য। কিন্তু মৃত্যু এমন এক ব্যাপার যা পরিবর্তন করা যায় না— ফেরানো যায় না। আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক; আল্লাহর কাছে আমাদেরকে স্মরণ করবেন এবং আমাদের প্রতি খেয়াল রাখবেন ।