জুলুম ও তসরুফ থেকে দূরে থাকা সম্বন্ধে
আল্লাহর কসম, বিচার দিনে আল্লাহ ও তাঁর রাসুলের সম্মুখে মানুষের প্রতি অত্যাচারী অথবা দুনিয়ার সম্পদ থেকে কোন কিছু অন্যায়ভাবে পরিগ্রহকারী হিসাবে উপস্থিত হবার ভয়ে আমি সারারাত জাগরিত থেকে ‘মাদান’ (এক প্রকার লম্বা ধারালো কাঁটা) কাঁটার যন্ত্রণা অথবা শিকলে বাধা বন্দির মতো যন্ত্রণা ভোগ করি। যে জীবন ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে মাটির নিচে পড়ে থাকবে। সে জীবনের জন্য কী করে আমি কাউকে অত্যাচার করতে পারি?
আল্লাহর কসম, আমার ভ্রাতা আকীলকে অতি দুঃখ-কষ্টে দিনাতিপাত করতে আমি দেখেছি। সে আমার কাছে এসে তোমাদের অংশ থেকে এক ‘সা’ (প্রায় তিন কিলোগ্রাম) গম চেয়েছিল। আমি তার সন্তানগণকে ক্ষুধার তাড়নায় আলুথালু চুলে ও ধূলিধূসর চেহারায় দেখেছিলাম যেন তাদের মুখ নীল দ্বারা কালো করা হয়েছিল। সে কয়েকবার আমার কাছে এসে একই অনুরোধ করেছিল। আমি তার দুঃখকষ্টের কথা শুনেছিলাম। সে মনে করেছিলো। আমি আমার ইমান তার কাছে বিক্রি করে আমার নিজের পথ পরিত্যাগ করে তার পথ অনুসরণ করবো। আমি এক টুকরো লোহা উত্তপ্ত করলাম এবং সেটা তার শরীরের কাছে রাখলাম যেন সে শিক্ষা গ্রহণ করতে পারে। তারপর দীর্ঘদিনের রোগাক্রান্ত লোক যেভাবে বেদনায় চিৎকার দেয় সে সেভাবে চিৎকার করে উঠলো। এ সময় লোহার উত্তাপে সে প্রায় পুড়ে যাচ্ছিলো। তখন আমি তাকে বললাম, “রোদনকারিনী নারী তোমার জন্য রোদন করুক, হে আকীল! এক টুকরো উত্তপ্ত লোহার গরমে তুমি চিৎকার করছে যা আমি কৌতুক করার জন্য করেছি; আর তুমি আমাকে এমন আগুনের দিকে তাড়িত করতে চাও যা সর্বশক্তিমান আল্লাহ তার রোষের কারণে তৈরি করেছেন। ক্ষুধার যন্ত্রণায় তুমি কাঁদতে পারে, কিন্তু অগ্নিশিখার যন্ত্রণায় আমি কাঁদতে পারবো না।” এটা অপেক্ষা আরো আশ্চর্যজনক একটা ঘটনা হলো—এক রাতে একজন লোক (কথিত আছে যে, এ লোক হলো আশাছ ইবনে কায়েস) এক ফ্লাকস। মধুর পেষ্টি নিয়ে আমাদের কাছে এসেছিলো। এসব জিনিস। আমি এমনভাবে ঘূণা করতাম যে, এগুলো আমার কাছে সরীসৃপের লালা বা বমি মনে হতো। আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি পুরষ্কার, নাকি জাকাত, নাকি দান; কারণ এগুলো আহলুল বাইতের জন্য নিষিদ্ধ। সে বললো এটা ওগুলোর কিছুই নয়— এটা একটা উপঢৌকন। তারপর আমি নিতে এসেছে, নাকি তুমি একটা পাগল, নাকি তোমাকে জিনে ধরেছে, নাকি তুমি জ্ঞানহীন হয়ে কথা বলছো?” আল্লাহর কসম, আমাকে সপ্ত আকাশ ও জমিনের রাজত্ব দিলেও আমি পিপীলিকার মুখে বাহিত যবের দানা পরিমাণও আল্লাহর অবাধ্য হতে পারবো না। তোমাদের দুনিয়া আমার কাছে একটা পতঙ্গের মুখে চর্বিত পাতা অপেক্ষাও মূল্যহীন। যে সম্পদের কোন স্থায়ীত্ব নেই এবং যে আনন্দ-উপভোগ সহসাই চলে যাবে তা দিয়ে আলী কী করবে? প্রজ্ঞা থেকে স্লিপ করা ও ভুলের কুফল বিষয়ে আমরা আল্লাহর নিরাপত্তা প্রার্থনা করি এবং আমরা তার নেয়ামত ও রহমত যাচনা করি।