সিফফিনের যুদ্ধে যখন আমিরুল মোমেনিন শুনলেন যে, তার লোকেরা সিরিয়দের গালি-গালাজ করছে তখন তিনি বললেনঃ
তোমরা তাদেরকে গালি দিচ্ছ— এটা আমি অপছন্দ করি। যদি তোমরা তাদের কর্মকান্ডের বর্ণনা বা সমালোচনা করে থাক তবে তা কথা বলার একটা ভালো প্রক্রিয়া এবং যুক্তি প্রদর্শনের জন্য অধিক গ্রহণীয় উপায় বলে বিবেচিত হবে। তাদেরকে গালি-গালাজ না করে তোমরা বলো, “হে আল্লাহ, আমাদেরকে ও তাদেরকে রক্তক্ষয় থেকে রক্ষা করুন, আমাদের ও তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করুন; এবং তাদেরকে বিপথ হতে ফিরিয়ে আনুন যেন তাদের মধ্যে যারা সত্য সম্বন্ধে অজ্ঞাত তারা তা জানতে পারে। তাদের মধ্যে যারা বিদ্রোহের দিকে ঝুকে পড়ে বিদ্রোহী হয়েছে তাদেরকে ফিরিয়ে আনুন।”