রাসুল (সাঃ) নির্দেশ দিয়েছেন যে ,
” আহলে বায়েত (আঃ) এর আগে যাওয়ার চেষ্টা করবে না , তাহলে ধ্বংস হয়ে যাবে । তাদের থেকে সরে যেও না তাহলে দুঃখ কষ্ট তোমাদের চিরসাথী হয়ে যাবে । তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করোনা তারা তোমাদের থেকে বেশী জ্ঞানী ” ।
সূত্র – তাফসীরে দুররে মানসুর খন্ড-২ পৃষ্ঠা-৬০ , কানজুল উম্মাল খন্ড-১ পৃষ্ঠা -১৬৮ , মাজমাউজ জাওয়ারেদ খন্ড-৯ পৃষ্ঠা-২১৭ ।