অযু কি ভাবে করব ?
———————————-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ.
হে মোমিনগণ !
যখন তোমরা নামাযের জন্য উঠ ,
তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং মাথা মাসেহ কর এবং পদযুগল গিটসহ ।
সূরা – আল মায়িদাহ্ আয়াত – ৬ ।
আরও সহজ করে বলি –
ইয়া কুমতু —- – – যখন তোমরা দন্ডায়মান হইবে ,
আস সালাতি – নামায , উপাসনা , প্রার্থনার উদ্দেশ্যে ,
ফাগ্বসিলু – তবে তোমরা ধৌত কর ,
উজুহাকুম – তোমাদের মুখমন্ডল , তোমাদের চেহারা ,
ওয়া আইদীকুম – এবং তোমাদের হস্তসমূহ ,
ইলাল মারা ফিক্কি – কনুই সমূহ পর্যন্ত ।
ওয়া আমসাহু – এবং তোমরা মাসেহ কর ,
বিরুউসিকুম – তোমাদের মস্তক বা মাথা ,
ওয়া আরজুলাকুম – এবং তোমাদর পদযুগল ,
ইলাল কাবাইন – গোড়ালীদ্বয় বা টাকনু পর্যন্ত ।
পাঠক ,
কথা জলের মত পরিষ্কার ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ পরিষ্কার ভাবে আদেশ দিচ্ছেন যে ,
— এবং মাথা মাসেহ কর এবং পদযুগল গিটসহ ।
এখন সিদ্বান্ত আপনার নিজস্ব যে , আপনি আমর মত কাঠমোল্লার কথামত পা ধৌত করিবেন নাকি মহান আল্লাহর আদেশ মত পা যুগল মাসেহ করিবেন !