নামাজে ওয়াহশাত এ কবর দুই রাকাত মাইয়াতকে দাফন করার দিনে প্রথম রাতে মাগরিব ও এশা পড়ার মাঝখানের সময়ে পড়তে হয় অর্থাৎ মাগরিবের নামাজ পড়ার পর এবং এশার নামাজ পড়ার আগে পড়তে হয় অথবা দাফনের পর ফজরের আগে পর্যন্ত পড়া যায় । যার জন্য পড়া হয় তার নাম অথবা তাকে স্মরণে রাখতে হবে এই নামাজটা "উমুক" ব্যক্তির জন্য পড়ছি যার প্রথম রাকাতে সূরা ফাতিহা পরে একবার আয়তাল কুরসী (সূরা বাকারার ২৫৫ হতে ২৫৭ পর্যন্ত) পড়তে হবে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর দশবার সূরা ক্বাদর (ইন্না আনযালনাহু ফি লাইলাতিল ক্বাদরী) পড়তে হবে (ফজরের নামাজের মত) নামাজ শেষ করে বলতে হবে হে আল্লাহ আমার এই নামাজের সাওয়াবটি তাকে হাদীয়া করছি এবং মরহুমের জন্য দোয়া চাওয়া।