ন্যায় ও অন্যায়ের অপমিশ্রণ সম্পর্কে ফেতনা-ফ্যাসাদ সংঘটিত হবার ভিত্তি হলো সেসব কামনা-বাসনা যা অনুসরণ করা হয় এবং সেসব আদেশ যা নব্য প্রবর্তিত ; এ দুটোই আল্লাহর কেতাবের বিপরীত। আল্লাহর দ্বিনের বিপরীত হওয়া সত্ত্বেও মানুষ একে অপরকে এ দুব্যাপারে সহযোগিতা করে। অন্যায়। যদি নিরেট অন্যায় এবং অমিশ্রিত থাকে তবুও যারা এর অন্বেষণকারী তাদের কাছে গোপন থাকে না (অর্থাৎ তারা তা আকড়ে ধরে)। আর ন্যায় যদি অন্যায়ের অপমিশ্রণ থেকে খাটিও থাকে, তবুও ন্যায়ের প্রতি যাদের অবজ্ঞা রয়েছে তারা নিশ্চঞ্চুপ হয়ে থাকে (অর্থাৎ ন্যায়কে গ্রহণ করে না)। যা করা হয় তা হলো- এটা থেকে কিছু ওটা থেকে কিছু নিয়ে দুটোর সংমিশ্রণ করা। এ পর্যায়ে শয়তান তার বন্ধুদের শক্তিশালী করে তোলে এবং শুধুমাত্র তারাই রক্ষা পায় যাদের জন্য পূর্ব থেকেই আল্লাহ মঙ্গল নির্ধারণ করে রেখেছেন।