হৃদয়ের আশা ও উচ্চাকাজাখা সম্পর্কে
হে লোকসকল, তোমাদের ব্যাপারে আমি দুটি বিষয়কে বড় ভয় করি – কামনা-বাসনার বশবর্তী হয়ে আমল করা এবং আশা-আকাঙ্ক্ষাকে প্রলম্বিত করা। কামনা-বাসনার বশবর্তী হয়ে কাজ করলে সত্যকে পাওয়া যায় না এবং আশা প্রলম্বিত করলে পরকালকে ভুলে থাকে। জেনে রাখো, দুনিয়া অতি দ্রুত অন্তের দিকে চলে যাচ্ছে এবং শেষ কণিকা ছাড়া এতে আর কিছুই থাকছে না; যেমন— কেউ ভান্ড নিঃশেষ করে ফেললে একটু তলানি থাকে। সাবধান, পরকাল দ্রুত এগিয়ে আসছে। দুনিয়া ও পরকাল উভয়েরই পুত্র (অর্থাৎ অনুসারী) আছে। তোমরা পরকালের পুত্র হয়ো, ইহকালের পুত্র হয়ে না। কারণ শেষ বিচারের দিন প্রত্যেক পুত্র তার মায়ের সাথে থাকবে। আজ হলো আমলের দিন— কোন হিসাব নেয়া হবে না, আর আগামীকাল হলো হিসাব-নিকাশের দিন— কোন আমল থাকবে না।