بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ هَيَجَـانِ الْحِرْصِ ، وَسَوْرَةِ الغَضَبِ وَغَلَبَةِ الْحَسَدِ وضَعْفِ الصَّبْرِ وَقِلَّةِ الْقَنَاعَةِ وَشَكَاسَةِ الْخُلُقِ ، وَإلْحَاحِ الشَّهْوَةِ ، وَمَلَكَةِ الْحَمِيَّةِ ، وَمُتَابَعَةِ الْهَوَى ، وَمُخَالَفَةِ الْهُدَى ، وَسِنَةِ الْغَفْلَةِ ، وَتَعَاطِي الْكُلْفَةِ ، وَإيْثَارِ الْبَاطِلِ عَلَى الْحَقِّ وَالإصْرَارِ عَلَى الْمَأثَمِ ، وَاسْتِصْغَـارِ الْمَعْصِيَـةِ ، وَاسْتِكْثَارِ الطَّاعَةِ ، وَمُبَاهَاةِ الْمُكْثِرِينَ ، وَالإزْرآءِ بِالْمُقِلِّينَ ، وَسُوءِ الْوِلاَيَةِ لِمَنْ تَحْتَ أَيْدِينَا وَتَرْكِ الشُّكْرِ لِمَنِ اصْطَنَعَ الْعَارِفَةَ عِنْدَنَا ، أَوْ أَنْ نَعْضُدَ ظَالِماً ، أَوْ نَخْذُلَ مَلْهُوفاً ، أَوْ نَرُومَ مَا لَيْسَ لَنَا بِحَقّ، أَوْ نَقُولَ فِي الْعِلْمِْ بِغَيْرِ عِلْم وَنَعُـوذُ بِـكَ أَنْ نَنْطَوِيَ عَلَى غِشِّ أَحَد ، وَأَنْ نُعْجَبَ بِأَعْمَالِنَا ، وَنَمُدَّ فِي آمَالِنَا ، وَنَعُوذُ بِكَ مِنْ سُوءِ السَّرِيرَةِ ، وَاحْتِقَارِ الصَّغِيرَةِ ، وَأَنْ يَسْتَحْوِذَ عَلَيْنَا الشَّيْطَانُ ، أَوْ يَنْكُبَنَـا الزَّمَانُ ، أَوْ يَتَهَضَّمَنَا السُّلْطَانُ. وَنَعُوذُ بِكَ مِنْ تَنَاوُلِ الإسْرَافِ ، وَمِنْ فِقْدَانِ الْكَفَـافِ وَنَعُوذُ بِـكَ مِنْ شَمَاتَةِ الأَعْدَاءِ وَمِنَ الْفَقْرِ إلَى الاَكْفَاءِ وَمِنْ مَعِيشَة فِي شِدَّة وَمَيْتَة عَلَى غَيْـرِ عُدَّة. وَنَعُـوذُ بِكَ مِنَ الْحَسْرَةِ الْعُظْمى ، وَالْمُصِيبَةِ الْكُبْرَى ، وَأَشْقَى الشَّقَآءِ وَسُوءِ المآبِ ، وَحِرْمَانِ الثَّوَابِ ، وَحُلُولِ الْعِقَابِ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ ، وَأَعِذْنِي مِنْ كُلِّ ذَلِكَ بِرَحْمَتِكَ وَجَمِيـعَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, আমি লোভের উত্তেজনা হতে রক্ষার জন্য মিনতি করছি, মিনতি করছি আমাকে রক্ষা করার জন্যঃ রাগের প্রচন্ডতা হতে, হিয়সার কর্তৃত্ব হতে, ধৈর্যহীনতা হতে, তৃট্তিহীনতা হতে, নৈতিকহঅনতা হতে, আবেগের তাড়না হতে, অতিরিক্ত ভাবাবেগ হতে, নফ্সের নফসানিয়াত হতে, সত্যের বিরোধিতা হতে, অমনোযোগীতায় তন্দ্রাচ্ছন্নতা হতে, দুর্ধশনায় পতিত হওয়া হতে, হক্বের চেয়ে বাতিলকে পছন্দ করা হতে, গুণাহে নিয়োজিত, অংশগ্রহণ করা হতে, দোষের খসড়া হতে, ‘কাজের বদ হিসাব হতে, ধনের অহংকার করা হতে, দরিদ্রের অবজ্ঞা হতে, আমাদের নিয়ন্ত্রণাধীনের ্রাতি ক্ষমতার অপব্যবহার করা হতে, যারা আমাদের প্রতি দয়ালু তাদের কৃতজ্ঞতা জানানো হতে, অত্যাচারীদে সাহায্য করা হতে, দুর্গতদের পরিত্যাগ করা হতে, আমাদেরকে রক্ষা করুন ঐ থেকে যার যোগ্য আমরা নই এবং কোনো জ্ঞান ছাড়া শিক্ষার ব্যাপার হিসেবে কথা বলছি। দীর্ঘ প্রত্যাশা করা, আমাদের ভাল আমলে গর্বিত হওয়া এবং আমাদের দিলে অন্যের খারাবি প্রবেশ করা হতে হেফাজতের জন্য আপনার কাছে আবেদন করছি। হে প্রভু, ভিতরকার মন্দ (মন্দ চিন্তা) থেকে ছোট ছোট গুণাহ সম্বন্ধে সজাগ না হওয়া থেকে, আমাদের উপর শয়তানের কর্তৃত্ব থেকে, ঘটনাচক্রে আসা জলবায়ুর দ্বারা প্রভাবিত হওয়া থেকে এবং একজন সুলতান কর্তৃক দৃর্দশাপ্রাপ্তÍ হওয়া থেকে হেফাজতের জন্য আপনার কাছে ধর্ণা দিচ্ছি। অপচয়ের অখ্যাস অর্জন করা হতে এবং জীবিকার চাহিদা হতে নিরাপত্তার জন্য আপনার কাছে ধর্ণা দিচ্ছি। আমরা আপনার হেফাজত আহবান করছি শত্রুদের তিরষ্কার, ভিক্ষা করা, কষ্টে জীবনযাপন করা হতে এবং প্রস্তুতি ব্যতিরেকে মৃত্যুবরণ করা হতে। আমরা মাত্রাতিরিক্ত দুঃখ, ব্যাপক দূর্যোগ, মারাত্মক দুর্ভাগ্য, অনিরাপদ আশ্রয়, প্রতিদান না পাওয়া এবং শাসনের দৌরাত্ম হতে আপনার নিরাপত্তা তালাশ করছি। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন এবং আপনার মেহেরবানির দ্বারা এসমস্ত থেকে আমাকে এবং পুরুষ মহিলা সকল সত্য বিশ্বাসীদেরকে হেফাজত করুন। হে, পরম মেহেরবান।