৬১. খাদ্য ও পানীয় বৃদ্ধির জন্য দোয়া - যে ব্যক্তি প্রতিদিন সকালের প্রথম অংশে ৩০৮ (তিনশত আট) বার “আর-রাযযাকো” পাঠ করবে ইনশা আল্লাহ তার খাদ্য ও পানীয় বৃদ্ধি হবে।

৬২. খাদ্য ও পানীয় বৃদ্ধির জন্য দোয়া – ২ - হযরত মোহাম্মাদ (সাঃ) নিম্ন দোয়াটি খাদ্য ও পানীয় বৃদ্ধির জন্য পাঠ করতে বলেছেন:

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللّٰهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ عَنَّا الدَّيْنَ وَ أَغْنِنَا مِنَ الْفَقْرِ

৬৩. ধার পরিশোধের জন্য - নিম্ন দোয়াটি শুক্রবার এবং অন্যান্য সপ্তাহে পাঠ করতে হবে

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللّٰهُمَّ اكْـفِنِيْ بِحَلاَلِكَ عَنْ حَـرَامِكَ وَ اَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ يَا حَيُّ يَا قَيُّوْمُ

৬৪. দারিদ্র্য ও দুঃচিন্তা দূরীকরন এর জন্য দোয়া - হযরত মোহাম্মাদ (সাঃ) নিম্ন দোয়াটি দারিদ্র্য ও দুঃচিন্তা দূরীকরন এর জন্য পাঠ করতে বলেছেন:

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

لَا حَوْلَ وَ لاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ

৬৫. দুঃচিন্তা দূরীকরন এর জন্য দোয়া -হযরত ইমাম মুসা ক্বাযিম আঃ বলেছেন - দুঃচিন্তা দূরীকরন এর জন্য নিম্ন দোয়াটি ফজরের নামাজ আদায় করে ১০ (দশ) বার পাঠ করতে হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

سُبْحَانَ اللَّهِ الْعَظِيْمِ وَ بِحَمْدِهٖ أَسْتَغْفِرُ اللَّهَ وَ أَسْأَلُهٗ مِنْ فَضْلِهٖ

৬৬. দুর্দশা বা বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য - যদি কেহ নিম্ন দোয়া প্রতিদিন ১০০ (একশত) বার পাঠ করবে আল্লাহ তাকে ৭০,০০০ (সত্তুর হাজার) দুর্দশা বা বিপর্যয় থেকে রক্ষা করবেন এবং সে কখনই দুর্দশা বা বিপর্যয় হবে না।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ. وَ لَا حَوْلَ وَ لاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ

৬৭. আগুন ও পানিতে থেকে রক্ষা পাওয়ার দোয়া - হযরত আলী আঃ থেকে দোয়াটি সংকলনকৃত, নিম্ন দোয়াটি আগুন ও পানিতে থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের বিপদজনক সময়ে পাঠ করতে হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اِنَّ وَلِىِّىَ اللهُ الَّذِىْ نَزَّلَ الْكِتَابَ، وَ هُوَ يَتَوَلَّى الصَّالِحِيْنَ. وَ مَا قَدَرُوْا اللهَ حَقَّ قَدْرِهٖ، وَ الْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيَامَةِ وَ السَّمٰوَاتُ مَطْوِيَّاتٌۢ بِيَمِيْنِهٖ، سُبْحَانَهٗ وَ تَعَالٰى عَمَّا يُشْرِكُوْنَ

৬৮. প্রত্যেক ৫ ওয়াক্ত নামাযের পর দোয়া - হযরত আলী আঃ সাহিফায়ে আলভিয়াতে নিম্ন দোয়াটি অবশ্যই প্রত্যেক ওয়াজিব নামায আদায় এর পর পাঠ করতে বলেছেন।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

إِلٰهِي هٰذِهٖ صَلَاتِيْ صَلَّيْتُهَا لَا لِحَاجَةٍ مِنْكَ إِلَيْهَا وَ لَا رَغْبَةٍ مِنْكَ فِيهَا إِلَّا تَعْظِيمْاً وَ طَاعَةً وَ إِجَابَةً لَكَ إِلٰى مَا أَمَرْتَنِيْ. إِلٰهِي إِنْ كَانَ فِيْهَا خَلَلٌ أَوْ نَقْصٌ مِنْ رُكُوعِهَا أَوْ سُجُوْدِهَا فَلَا تُؤَاخِذْنِي وَ تَفَضَّلْ عَلَيَّ بِالْقَبُوْلِ وَ الْغُفْرَانِ

৬৯. সন্তান লাভের জন্য নামাজ ও দোয়া - যদি কোন ব্যক্তি চান তার পত্নী সন্তান ধারন এর জন্য তাহলে জুম্মা নামাযের পর ২ (দুই) রাকাআত নামাজ আদায় করতে হবে এবং নিম্ন দোয়াটি রুকু ও সেদাহতে পাঠ করতে হবে।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمَا سَأَلَكَ بِهٖ زَكَرِيَّا يَا رَبِّ لَا تَذَرْنِي فَرْداً وَ أَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ اَللّٰهُمَّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ اَللّٰهُمَّ بِاسْمِكَ اسْتَحْلَلْتُهَا وَ فِي أَمَانَتِكَ أَخَذْتُهَا فَإِنْ قَضَيْتَ فِي رَحِمِهَا وَلَداً فَاجْعَلْهُ غُلَاماً مُبَارَكاً زَكِيّاً وَ لَا تَجْعَلْ لِلشَّيْطَانِ فِيْهِ شِرْكاً وَ لَا نَصِيْبًا

৭০. সন্তান লাভের জন্য দোয়া - যদি সম্ভব হয় নিম্ন কোরআনের আয়াতটি জাফরান দিয়ে ৭টি মিষ্টি বাসিলে (সুগন্ধি যুক্ত লতা গুল্ম পুদিনা বা ধনে পাতার মত) লিখে প্রতিদিন একটি পাতা অপ্রসূতি মহিলাকে খাওয়াতে হবে এবং অবশ্যই পাতাটি খাওয়নোর পর গরুর দুধ খেতে হবে। ইনশা আল্লাহ খুব শীঘ্র্যই অন্তঃসত্ত্বা হবে। সুরা আল মু’মিনুনঃ১৩ - ১৫

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِّنْ طِيْنٍ. ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ. ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحمًا، ثُمَّ اَنْشَاْنَاهُ خَلْقًا اٰخَرَ، فَتَبَارَكَ اللهُ اَحْسَنُ الْخَالِقِيْنَ

৬১. খাদ্য ও পানীয় বৃদ্ধির জন্য দোয়া - যে ব্যক্তি প্রতিদিন সকালের প্রথম অংশে ৩০৮ (তিনশত আট) বার “আর-রাযযাকো” পাঠ করবে ইনশা আল্লাহ তার খাদ্য ও পানীয় বৃদ্ধি হবে।

৬২. খাদ্য ও পানীয় বৃদ্ধির জন্য দোয়া – ২ - হযরত মোহাম্মাদ (সাঃ) নিম্ন দোয়াটি খাদ্য ও পানীয় বৃদ্ধির জন্য পাঠ করতে বলেছেন –

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব এ ওয়া রাব্বাল আরসিল আযিমিক যে আন্নাদ দায়না ওয়া আগ্বনিনা মিনাল ফাক্বরে

৬৩. ধার পরিশোধের জন্য - নিম্ন দোয়াটি শুক্রবার এবং অন্যান্য সপ্তাহে পাঠ করতে হবে

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা আগ্বনি নেবি হালালেকা আন হারামেকা ওয়া আগ্বনি নেবি ফাযলেকা আম্মান সেওয়াকা ইয়া হাইয়ো ইয়া কাইয়োম

৬৪. দারিদ্র্য ও দুঃচিন্তা দূরীকরন এর জন্য দোয়া - হযরত মোহাম্মাদ (সাঃ) নিম্ন দোয়াটি দারিদ্র্য ও দুঃচিন্তা দূরীকরন এর জন্য পাঠ করতে বলেছেন –

বিসমিল্লাহির রাহমানির রাহীম

লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীইল আযিম

৬৫. দুঃচিন্তা দূরীকরন এর জন্য দোয়া - হযরত ইমাম মুসা ক্বাযিম আঃ বলেছেন - দুঃচিন্তা দূরীকরন এর জন্য নিম্ন দোয়াটি ফজরের নামাজ আদায় করে ১০ (দশ) বার পাঠ করতে হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সুবহানাল লাহিল আযীমে ওয়া বে হামদেহী আসতাগফিরুল লাহা ওয়া আসালুহো মিন ফাযলেহী

৬৬. দুর্দশা বা বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য - যদি কেহ নিম্ন দোয়া প্রতিদিন ১০০ (একশত) বার পাঠ করবে আল্লাহ তাকে ৭০,০০০ (সত্তুর হাজার) দুর্দশা বা বিপর্যয় থেকে রক্ষা করবেন এবং সে কখনই দুর্দশা বা বিপর্যয় হবে না।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহে

৬৭. আগুন ও পানিতে থেকে রক্ষা পাওয়ার দোয়া - হযরত আলী আঃ থেকে দোয়াটি সংকলনকৃত, নিম্ন দোয়াটি আগুন ও পানিতে থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের বিপদজনক সময়ে পাঠ করতে হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইন্না ওয়ালী ইয়াল্লাহোল লাযি নাযযালাল কিতাবা ওয়া হোয়া ইয়াতা ওয়া লাস সালেহিনা ওয়ামা ক্বাদারোল লাহা হাক্কা ক্বাদরেহী ওয়াল আরযো জামিয়ান ক্বাবযাতুহো ইয়োমাল ক্বেয়ামাতে ওয়াস সামা ওয়াতো মাতাও উই ইয়াতোন বে ইয়ামিনেহী সোবহানা হো ওয়া তাআলা আম্মা ইয়োস রেকোন। সুরা আল যুমা রঃ ৬৭

৬৮. প্রত্যেক ৫ ওয়াক্ত নামাযের পর দোয়া - হযরত আলী আঃ সাহিফায়ে আলভিয়াতে নিম্ন দোয়াটি অবশ্যই প্রত্যেক ওয়াজিব নামায আদায় এর পর পাঠ করতে বলেছেন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ইল্লাহি হাযেহী সালাতি সালায়তোহা লা লে হাজাতিয়া মিনকা ইলায়হা ওয়ালা রাগ্ববাতিন মিনকা ফিহা ইল্লা তাযেমান ওয়া তাআতান ওয়া ইযাবাতান লাকা ইলা মা আমারতানি বেহী ইলাহি ইন কানা ফিহা খালালুন আওঁ নাক্বযুন মিন রুকোইহা আওঁ সুযোদেহা ফালা তুয়াখিযনি ওয়া তাফায যাল আলয় ইয়া বিল কুবোলে ওয়াল গুফরানে

৬৯. সন্তান লাভের জন্য নামাজ ও দোয়া - যদি কোন ব্যক্তি চান তার পত্নী সন্তান ধারন এর জন্য তাহলে জুম্মা নামাযের পর ২ (দুই) রাকাআত নামাজ আদায় করতে হবে এবং নিম্ন দোয়াটি রুকু ও সেদাহতে পাঠ করতে হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বেমা সা আলাকা বেহী যাকারিয়া রাব্বেলা তাযারনি ফারদ ওয়ান ওয়া আন্তা খাইরোল ওয়ারেসিনা আল্লাহুম্মা হাবলি মিল লাদুকনা যোরইয়াতান ইন্নাকা সামিয়ুদ দোয়ায়ে আল্লাহুম্মা বে ইসমেকা ইসতা লাল তুহা ওয়া ফি আমানাতেকা আখাযতোহা ফা ইন ক্বাযায়তা ফি রাহমিহা ওয়ালাদাওঁ লিআহ শাইতানে ওয়ায আলহো গোলামান মোবারাকান যাকিয়ান ওয়ালা তাজ আল লিস শাইতান ফিহি শিরকাওঁ ওয়ালা নিসিবান

৭০. সন্তান লাভের জন্য দোয়া - যদি সম্ভব হয় নিম্ন কোরআনের আয়াতটি জাফরান দিয়ে ৭টি মিষ্টি বাসিলে (সুগন্ধি যুক্ত লতা গুল্ম পুদিনা বা ধনে পাতার মত) লিখে প্রতিদিন একটি পাতা অপ্রসূতি মহিলাকে খাওয়াতে হবে এবং অবশ্যই পাতাটি খাওয়নোর পর গরুর দুধ খেতে হবে। ইনশা আল্লাহ খুব শীঘ্রই অন্তঃসত্ত্বা হবে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ওয়ালা ক্বাদ খালাকনা ইনসানা মিন সোলালাতিন মিন ত্বিন। সুম্মা জাআল নাহো নোতফাতান ফি ক্বারারিম মাকিন। সুম্মা খালাকনান নোতফাতা আলক্বাতান ফাখা লাক্বনাল আলাকতা মোযগাতান ইযামান ফাকাসাওঁ নাল ইযামা লাহমা সুম্মা আনসানাহু খালক্বান আ-খার ফাতাবারাকাল লাহো আহসানোল খালেক্বিন। সুরা আল মু’মিনুনঃ১৩-১৫