بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سِتْرِكَ بَعْدَ عِلْمِكَ ، وَمُعَافَاتِكَ بَعْدَ خُبْرِكَ، فَكُلُّنَا قَدِ اقْتَرَفَ الْعَائِبَةَ فَلَمْ تَشْهَرْهُ ، وَارْتَكَبَ الْفَاحِشَةَ فَلَم تَفْضَحْهُ وَتَسَتَّـرَ بِالْمَسَاوِي فَلَمْ تَدْلُلْ عَلَيْهِ، كَمْ نهْي لَكَ قَدْ أَتَيْنَاهُ، وَأَمْر قَدْ وَقَفْتَنَا عَلَيْهِ فَتَعَدَّيْنَاهُ، وَسَيِّئَة اكْتَسَبْنَاهَا، وَخَطِيئَة ارْتَكَبْنَـاهَا، كُنْتَ الْمُطَّلِعَ عَلَيْهَا دُونَ النَّاظِرِينَ، وَالْقَادِرَ عَلَى إعْلاَنِهَا فَوْقَ الْقَادِرِينَ، كَانَتْ عَافِيَتُكَ لَنَا حِجَاباً دُونَ أَبْصَارِهِمْ، وَرَدْماً دُونَ أَسْمَاعِهِمْ، فَاجْعَلْ مَا ستَرْتَ مِنَ الْعَوْرَةِ، وَأَخْفَيْتَ مِنَ الدَّخِيلَةِ وَاعِظاً لَنَا، وَزَاجِراً عَنْ سُوْءِ الْخُلْقِ وَاقْتِرَافِ الخَطِيئَـةِ، وَسَعْياً إلَى التَّوْبَةِ الْمَاحِيَةِ وَالطَّرِيْقِ الْمَحْمُودَةِ، وقَرِّبِ الْوَقْتَ فِيهِ ، وَلاَ تَسُمْنَا الْغَفْلَةَ عَنْكَ إنَّا إلَيْكَ رَاغِبُونَ ، وَمِنَ الذُّنُوبِ تَائِبُونَ. وَصَلِّ عَلَى خِيَرَتِكَ اللَّهُمَّ مِنْ خَلْقِكَ مُحَمَّد وَعِتْرَتِهِ الصِّفْـوَةِ مِنْ بَرِيَّتِـكَ الطَّاهِرِينَ ، وَاجْعَلْنَا لَهُمْ سَامِعِينَ وَمُطِيعِينَ كَمَا أَمَرْتَ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, (গুনাহ্) লুকিয়ে রাখার জন্য সকল প্রশংসা আপনার জন্য। সে বিষয়ে আপনি অবগত হয়ে আপনি তাদেরকে নিরাপত্তা দেয়ার পর এবং আপনার তথ্য গ্রহণ করার পর (পাপীদের) গুণাহ্ লুকিয়ে রেখেছেন। বিশেষত, আমাদের প্রত্যেকেই গুণাহু করেছে এবং আপনি তার কুক্যাতি করেননি। সে জ্বলন্ত ভুল করেছে এবং আপনি তাকে অনুগ্রহ বঞ্চিত করেননি। সে গোপনভাবে ভুল করেছিল কিন্তু আপনি তাকে অনুগ্রহ বাদ দেননি। আপনার কর্তৃত্ব যত কাজ নিষেধ করা হয়েছে আমরা তা সব করছি। আপনি আমাদের জন্য যত হুকুম সম্পাদন করতে বলেছেন আমরা তা করতে পারিনি। আমরা কত গুনাহ্ আর কত অপরাধই না করেছি। দর্শক ব্যতিরেকেই তাদের সম্বন্ধে জেনে আপনি তাদের ব্যাপারে সচেতন ছিলেন এবং শক্তিশালীদের ইপর তাদের প্রকাশের ক্ষমতা ছিল। আপনি আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছিলেন তা ছিল তাদের চোখের সামনে আমাদের জন্য পর্দা এবং তাদের কানের প্রতিবন্ধক। সেজন্য, আমাদের সতর্ককারী হিসেবে আপনি আমাদের গোপন অপরাধ এবং লজ্জাজনক কাজ লুকিয়ে রেখেছেন। তেমনি মন্দ কাজ এবং পাপ হতে নিস্কৃতি দিন। তওবা করার জন্য একটি উদ্দিপনা দিন যা গুনাহ্ মুছে দেয় এবং জীবন চক্রে আপনার দ্বারা কবুল হয়। দয়া করে এর সময় দ্রুত করুন। আপনার নারাজি দ্বারা আমাদের সাথে মোয়ামেলা করবেন না। বিশেষত আমরা আপনার প্রত্যাশা করি এবং গুনাহ্র তওবা করার প্রত্যাশা করি। হে প্রভু, আপনার সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। যে পব্ত্রি এবং আপনার সৃষ্টির মধ্যে নির্বাচিত। আমাদেরকে তাদের শিক্ষার মনোযোগি শ্রোতা এবং বাধ্য করুন, আপনি যেমন হুকুম করেছেন।