بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَبَلِّغْ بِإِيمَانِي أَكْمَلَ الإِيمَانِ وَاجْعَلْ يَقِينِي أَفْضَلَ الْيَقِينِ وَانتَهِ بِنِيَّتِي إِلَى أَحْسَنِ النِّيَّاتِ، وَبِعَمَلِي إِلَى أَحْسَنِ الأَعْمَاِل اللَّهُمَّ وَفِّرْ بِلُطْفِكَ نِيَّتِي وَصَحِّحْ بِمَا عِندَكَ يَقِينِي وَاسْتَصْلِحْ بِقُدْرَتِكَ مَا فَسَدَ مِنِّي اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَاكْفِنِي مَا يَشْغَلُنِي الإِهْتِمَامُ بِهِ وَاسْتَعْمِلْنِي بِمَا تَسْألُنِي غَداً عَنْهُ وَاسْتَفْرِغْ أَيَّامِي فِيمَا خَلَقْتَنِي لَهُ وَاغْنِنِي وَأَوْسِعْ عَلَيَّ فِي رِزْقِكَ وَلا تَفْتِنِّي بِالنَّظَرِ وَأَعِزَّنِي وَلا تَبْتَلِيَنِّي بِالْكِبْرِ وَعَبِّدْنِي لَكَ وَلا تُفْسِدْ عِبِادَتِي بِالعُجْبِ وَأَجْرِ لِلنَّاسِ عَلَى يَدَيَّ الْخَيْرَ وَلا تَمْحَقْهُ بِالْمَنِّ وَهَبْ لِي مَعَاِلي الأَخْلاَقِ وَاعْصِمْنِي مِنَ الْفَخْرِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَلا تَرْفَعْنِي فِي النَّاسِ دَرَجَةً إِلا حَطَطْتَنِي عِندَ نَفْسِي مِثْلَهَا وَلا تُحْدِثْ لِي عِزّاً ظَاهِراً إِلاَّ أَحْدَثْتَ لِي ذِلَّةً بَاطِنَةً عِندَ نَفْسِي بِقَدَرِهَا اللَّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّآلِ مُحَمَّدٍ وَمَتِّعْنِي بِهُدَىً صَاِلحٍ لا أَسْتَبْدِلُ بِهِ، وَطَرِيقَةِ حَقٍّ لا أَزِيغُ عَنْهَا، وَنِيَّةِ رَشْدٍ لا أَشُكُّ فِيهَا وَعَمِّرْنِي مَا كَانَ عُمْرِي بِذْلَةً فِي طَاعَتِكَ، فَإِذَا كَانَ عُمْرِي مَرْتَعاً لِلشَّيْطَانِ فَاقْبِضْنِي إِلَيْكَ، قَبْلَ أَن يَّسْبِقَ مَقْتُكَ إِلَيَّ، أَوْ يَسْتَحْكِمَ غَضَبُكَ عَلَيَّ اللَّهُمَّ لا تَدَعْ خِصْلَةً تُعَابُ مِنِّي إِلاَّ أَصْلَحْتَهَا وَلا عَائِبَةً أُؤَنَّبُ بِهَا إِلاَّ حَسَّنتَهَا، وَلا أُكْرُومَةً فِيَّ نَاقِصَةً إِلاَّ أَتْمَمْتَهَا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِ مُحَمَّدٍ وَأَبْدِلْنِي مِنْ بُغْضَةِ أَهْلِ الشَّنَانَ الْمَحَبَّةَ وَمِنْ حَسَدِ أَهْلِ الْبَغْيِ الْمَوَدَّةَ، وَمِن ظِنَّةِ أَهْلِ الصَّلاَحِ الثِّقَةَ، وَمِنْ عَدَاوَةِ الأَدْنَيْنَ الْوَلايَةَ، وَمِنْ عُقُوقِ ذَوِي الأَرْحَامِ الْمَبَرَّةَ، وَمِنْ خِذْلانِ الأَقْرَبِينَ النُّصْرَةَ، وَمِنْ حُبِّ الْمُدَارِينَ تَصْحِيحَ الْمِقَةِ، وَمِن رَّدِّ الْمُلاَبِسِينَ كَرَمَ الْعِشْرَةِ، وَمِن مَّرَارَةِ خَوْفِ الظَّالِمِينَ حَلاَوَةَ الأَمنَةَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَاجْعَل لِّي يَداً عَلى مَن ظَلَمَنِي، وَلِسَاناً عَلَى مَنْ خَاصَمَنِي، وَظَفَراً بِمَنْ عَانَدَنِي وَهَبْ لِي مَكْراً عَلَى مَن كَايَدَنِي، وَقُدْرَةً عَلَى مَنِ اضْطَهَدَنِي، وَتَكْذِيباً لِمَن قَصَبَنِي، وَسَلاَمَةً مِّمَّن تَوَعَّدَنِي وَوَفِّقْنِي لِطَاعَةِ مَن سَدَّدَنِي، وَمُتَابَعَةِ مَنْ أَرْشَدَنِي اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَسَدِّدْنِي لأَنْ أُعَارِضَ مَنْ غَشَّنِي بِالنُّصْحِ، وَأَجْزِي مَنْ هَجَرَنِي بِالْبِرِّ، وَأُثِيبَ مَنْ حَرَمَنِي بِالْبَذْلِ، وَأُكَافِئَ مَن قَطَعَنِي بِالصِّلَةِ، وَأُخَاِلفَ مَنْ اغْتَابَنِي إِلَى حُسْنِ الذِّكْرِ، وَأَنْ أَشْكُرَ الْحَسَنَةَ، وَأُغْضِي عَنِ السَّيِّئَةِ اللَّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّآلِهِ وَحَلِّنِي بِحِلْيَةِ الصَّاِلحِينَ وَأَلْبِسْنِي زِينَةَ المُتَّقِينَ فِي بَسْطِ الْعَدْلِ وَكَظْمِ الْغَيْظِ وَإِطْفَاءِ النَّائِرَةِ وَضَمِّ أَهْلِ الْفُرْقَةِ وَإِصْلاَحِ ذَاتِ الْبَيْنِ وَإِفْشِاءِ الْعَارِفَةِ وَسَتْرِ الْعَائِبَةِ وَلِينِ الْعَرِيكَةِ وَخَفْضِ الْجَنَاحِ وَحُسْنِ السِّيرَةِ وَسُكُونِ الرِّيحِ وَطِيبِ الْمُخَالَفَةِ وَالسَّبْقِ إِلَى الْفَضِيلَةِ وَإِيثَارِ التَّفَضُّلِ وَتَرْكِ التَّعْيِيرِ وَالإِفْضَاِل عَلَى غَيْرِ الْمُسْتَحِقِّ وَالْقَوْلِ بِالْحَقِّ وَإِنْ عَزَّ وَاسْتِقْلاَلِ الْخَيْرِ وَإِن كَثُرَ مِن قَوْلِي وَفِعْلِي وَاسْتِكْثَارِ الْشَّرِ وَإِن قلَّ مِن قَوْلِي وَفِعْلِي وَأَكْمِلْ ذَلِكَ لِي بِدَوَامِ الطَّاعَةِ، وَلُزُومِ الْجَمَاعَةِ، وَرَفْضِ أَهْلِ الْبِدَعِ، وَمُسْتَعْمِلِي الرَّأْيِ الْمُخْتَرَعِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَاجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ إِذَا كَبِرْتُ، وَأَقْوَى قُوَّتِكَ فِيَّ إِذَا نَصِبْتُ وَلا تَبْتَلِيَنِي بِالْكَسَلِ عَنْ عِبَادَتِكَ، وَلا الْعَمى عَن سَبِيلِكَ، وَلا بِالتَّعَرُّضِ لِخِلاَفِ مَحَبَّتِكَ، وَلا مُجَامَعَةِ مَن تَفَرَّقَ عَنْكَ، وَلا مُفَارَقَةِ مَنِ اجْتَمَعَ إِلَيْكَ اللَّهُمَّ اجْعَلْنِي أَصُولُ بِكَ عِندَ الضَّرُورَةِ، وَأَسْألُكَ عِندَ الْحَاجَةِ، وَأَتَضَرَّعُ إِلَيْكَ عِندَ الْمَسْكَنَةِ وَلا تَفْتِنِّي بِالإِسْتِعَانَةِ بِغَيْرِكَ إِذَا اضْطُرِرْتُ، وَلا بِالْخُضُوعِ لِسُؤَاِل غَيْرِكَ إِذَا افْتَقَرْتُ، وَلا بِالتَّضَرُّعِ إِلَى مَن دُونِكَ إِذَارَهِبْتُ فَأَسْتَحِقُّ بِذَلِكَ خِذْلانَكَ وَمَنْعَكَ وَإِعْرَاضَكَ يَا أَرْحَمَ الرَّاحَمِينَ اللَّهُمَّ اجْعَلْ مَا يُلْقِي الشَّيْطَانُ فِي رَوْعِي منِ التَّمَنِّي وَالتَّظَنِّي وَالْحَسَدِذِكْراً لِعَظَمَتِكَ، وَتَفَكُّراً فِي قُدْرَتِكَ، وَتَدْبِيراً عَلَى عَدُوِّكَ، وَمَا أَجْرَى عَلَى لِسَانِى مِن لَّفْظَةِ فُحْشٍ أَوْ هَجْرٍ أَوْ شَتْمِ عِرْضٍ أَوْ شَهَادَةِ بَاطِلٍ أَوِ اغْتِيَابِ مُؤْمِنٍ غَائِبٍ أَوْ سَبِّ حَاضِرٍ أَوْ مَا أَشْبَهَ ذَلِكَ، نُطْقاً بِالْحَمْدِ لَكَ، وَإِغْرَاقاً فِي الثَّنَاءِ عَلَيْكَ وَذَهَاباً فِي تَمْجِيدِكَ وَشُكْراً لِّنِعْمَتِكَ وَاعْتِرَافاً بِإِحْسَانِكَ وَإِحْصَاءاً لِّمِنَنِكَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَلا أُظْلَمَنَّ وَأَنتَ مُطِيقٌ لِّلدَّفْعِ عَنِّي وَلا أَظْلِمَنَّ وَأَنتَ الْقَادِرُ عَلى الْقَبْضِ مِنِّي وَلا أَضِلَّنَّ وَقَدْ أَمْكَنَتْكَ هِدَايَتِي وَلا أَفْتَقِرَنَّ وَمِنْ عِندِكَ وُسْعِي وَلا أَطْغَيَنَّ وَمِنْ عِندِكَ وُجْدِي اللَّهُمَّ إِلَى مَغْفِرَتِكَ وَفَدتُّ وَإِلَى عَفْوِكَ قَصَدتُّ وَإِلَى تَجَاوُزِكَ اشْتَقْتُ وَبِفَضْلِكَ وَثِقْتُ وَلَيْسَ عِندِي مَا يُوجِبُ لِي مَغْفِرَتَكَ وَلا فِي عَمَلِي مَا أَسْتَحِقُّ بِهِ عَفْوَكَ وَمَا لِي بَعْدَ أَنْ حَكَمْتُ عَلَى نَفْسِي إلاَّ فَضْلُكَ فَصَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَتَفَضَّلْ عَلَيَّ اللَّهُمَّ وَأَنطِقْنِي بِالْهُدَى وَأَلْهِمْنِي التِّقْوَى وَوَفِّقْنِي للَّتِي هِي أَزْكَى وَاسْتَعْمِلْنِي بِمَا هُوَ أَرْضَى اللَّهُمَّ اسْلُكْ بِي الطَّرِيقَةَ الْمُثْلَى وَاجْعَلْنِي عَلَى مِلَّتِكَ أَمُوتُ وَأَحْيَا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَمَتِّعْنِي بِالإقْتِصَادِ وَاجْعَلْنِي مِنْ أَهْلِ السَّدَادِ، وَمِنْ أَدِلَّةِ الرَّشَادِ، وَمِن صَاِلحِي الْعِبَادِ وَارْزُقْنِي فَوْزَ الْمَعَادِ، وَسَلاَمَةَ الْمِرْصَادِ اللَّهُمَّ خُذْ لِنَفْسِكَ مِن نَّفْسِي مَا يُخَلِّصُهَا وَأَبْقِ لِنَفْسِي مِن نَّفْسِي مَا يُصْلِحُهَا، فَإِنَّ نَفْسِي هَاِلكَةً أَوْ تَعْصِمَهَا اللَّهُمَّ أَنتَ عُدَّتِي إِنْ حَزِنتُ وَأَنتَ مُنتَجَعِي إِنْ حُرِمْتُ وَبِكَ اسْتِغَاثَتِي إِن كُرِثْتُ وَعِندَكَ مِمَّا فَاتَ خَلَفٌ، وَلِمَا فَسَدَ صَلاَحٌ، وَفِيمَا أَنكَرْتَ تَغْيِيرٌ فَامْنُنْ عَلَيَّ قَبْلَ الْبَلاءِ بِالْعَافِيَةِ، وَقَبْلَ الطَّلَبِ بِالْجِدَةِ، وَقَبْلَ الضَّلاَلِ بِالرَّشَادِ وَاكْفِنِي مَؤُونَةَ مَعَرَّةِ الْعِبَادِ وَهَبْ لِي أَمْنَ يَوْمِ الْمَعَادِ وَامْنَحْنِي حُسْنَ الإِرْشَادِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَادْرَأْْ عَنِّي بِلُطْفِكَ وَاغْذُنِي بِنِعْمَتِكَ وَأَصْلِحْنِي بِكَرَمِكَ وَدَاوِنِي بِصُنعِكَ وَأَظِلَّنِي فِي ذَرَاكَ وَجَلِّلْنِي رِضَاكَ وَوَفِّقْنِي إِذَا اشْتَكَلَتْ عَلَيَّ الأُمُورُ لأَهْدَاهَا، وَإِذَا تَشَابَهَتِ الأَعْمَالُ لأَزْكَاهَا وَإِذَا تَنَاقَضَتِ المِلَلُ لأَرْضَاهَا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَتَوِّجْنِي بِالْكِفَايَةِ وَسُمْنِي حُسْنَ الْوِلاَيةِ وَهَبْ لِي صِدْقَ الْهِدَايَةِ وَلا تَفْتِنِّي بِالسَّعَةِ وَامْنَحْنِي حُسْنَ الدَّعَةِ وَلا تَجْعَلْ عَيْشِي كَداًّ كَداًّ وَلا تَرُدَّ دُعَائِي عَلَيَّ رَدّاً فَإِنِّي لا أَجْعَلُ لَكَ ضِدّاً وَلا أَدْعُو مَعَكَ نِدّاً اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَامْنَعْنِي مِنَ السَّرَفِ وَحَصِّن رِّزْقِي مِنَ التَّلَفِ وَوَفِّرْ مَلَكَتِي بِالْبَرَكَةِ فِيهِ وَأَصِبْ بِي سَبِيلَ الْهِدَايَةِ لِلْبِرِّ فِيمَا أُنفِقُ مِنْهُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَاكْفِنِي مَؤُونَةَ الإكْتِسَابِ، وَارْزُقْنِي مِنْ غَيْرِ احْتِسَابٍ فَلا أَشْتَغِلَ عَنْ عِبَادَتِكَ بِالطَّلَبِ، وَلا أَحْتَمِلَ إِصْرَ تَبِعَاتِ الْمَكْسَبِ اللَّهُمَّ فَأَطْلِبْنِي بِقُدْرَتِكَ مَا أَطْلُبُ وَأَجِرْنِي بِعِزَّتِكَ مِمَّا أَرْهَبُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَصُن وَّجْهِي بِالْيَسَارِ، وَلا تَبْتَذِلْ جَاهِي بِالإِقْتَارِ فَأَسْتَرْزِقَ أَهْلَ رِزْقِكَ، وَأَسْتَعْطِي شِرَارَ خَلْقِكَ فَأَفْتَتِنَ بِحَمْدِ مَنْ أَعْطَانِي، وَأُبْتَلي بِذَمِّ مَن مَّنَعَنِي وَأَنتَ مِن دُونِهِمْ وَلِيُّ الإِعْطَاءِ وَالْمَنْعِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَارْزُقْنِي صِحَّةً فِي عِبَادَةٍ، وَفَرَاغاً فِي زَهَادَةٍ، وَعِلْماً فِي اسْتِعْمَالٍ، وَوَرَعاً فِي إِجْمَالٍ اللَّهُمَّ اخْتِم بِعَفْوِكَ أَجَلِي وَحَقِّقْ فِي رَجَاءِ رَحْمَتِكَ أَمَلِي وَسَهِّلْ إِلَى بُلُوغِ رِضَاكَ سُبُلِي وَحَسِّن فِي جَمِيعِ أَحْوَاِلي عَمَلِي اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ وَنَبِّهْنِي لِذِكْرِكَ فِي أَوْقَاتِ الْغَفْلَةِ وَاسْتَعْمِلْنِي بِطَاعَتِكَ في أَيَّامِ الْمُهْلَةِ وَانْهَجْ لِي إِلَى مَحَبَّتِكَ سَبِيلاً سَهْلَةً أَكْمِلْ لِي بِهَا خَيْرَ الدُّنيَا وَالآخِرَةِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِهِ كَأَفْضَلِ مَا صَلَّيْتَ عَلَى أَحَدٍ مِّنْ خَلْقِكَ قَبْلَهُ وَأَنتَ مُصَلٍّ عَلى أَحَدٍ بَعْدَهُ وَآتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنِي بِرَحْمَتِكَ عَذَابَ النَّارِ إِنَّكَ عَلَى كُلِّ شَيٍْء قَدِيرٌ، وَهُوَ عَلَيْكَ يَسِيرٌ

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমার ঈমানকে চ’ড়ান্ত পর্যায়ে অগ্রসর করে দিন। আমাকে প্রশংসনীয় ঈমান দান করুন। আমার উৎসাহকে স্থির করে দিন এবং আমার আচরণসমূহ উন্নততর করে দিন। হে প্রভু, আমার সংকল্পগুলোকে বাড়িয়ে দিন। আপনার প্রতি আমার বিশ্বাস পাকাপোক্ত করে দিন। আমার ভিতর যা কিছু বদ আছে তা আপনার ক্ষমতার দ্বারা সংশোধন করে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকেও তা দ্বারা সন্তুষ্ট করুন, যা আমাকে (দ্বীনের সাথে) সংযুক্ত রাখুন। আমাকে দ্বারা ঐ সমস্ত কাজ করান যেগুলো সম্বন্ধে আমাকে বিচারের দিবস জিজ্ঞাসা করবেন। আর আমার সময়কে ঐ কাজে ব্যয় করার তৌফিক দেন যে জ্য আমাকে পয়দা করেছেন। আমাকে পরাধীন মুক্ত করুন এবং আমাকে আহারাদি দিয়ে সাহায্য করুন।আমি যাতে অহংকারী না বনি (যা সম্পদের কারণে হয়ে থাকে। আমাকে সম্মানিত করুন, কিন্তু আমাকে অহংকারী হতে দিয়েন না। আপনাকে ভক্তি করার তৌফিক দিন এবং আপনার প্রতি আমার যে ভক্তি তা দ্বিধা-দ্বন্দ্বের দ্বারা নস্যাৎ করে দিয়েন না। আমার দ্বারা মানবতার ভাল কাজ করান এবং কোনো নিন্দা বা ভর্ৎসনার দ্বারা তা অসমাপ্ত রেখেন না। আমাকে অপূর্বগুলো দান করুন এবং দাস্তিক হওয়া থেকে আমাকে রক্ষা করুন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। লোকদের মধ্যে আমার মর্যাদা এক ডিগ্রী পরিমাণ বাড়িয়েন না যতক্ষণ না আমার আত্মায় ঐ পরিমাণ মর্যাদা (নিজেরে ছোট জানার জন্য) না কমান। আমার জন্য বাইরের কোনো সম্মান বাড়িয়েন না যতক্ষণ না ঐ পরিমাণ ধিক্কার (নিজের প্রতি) নিজের প্রতি না আসে। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকে একটি পূণ্য দিয়ে সাহায্য করুন যা আমি যেন অন্যটার জন্য পরিবর্তন না করি, একটি সঠিক পথে যাতে আমি ধ্বংসস্তুপে না যাই এবং একটি উত্তম উদ্দীপনায় যাতে আমি যেন দ্বিধাগ্রস্ত না হই। আপনার বন্দেগী করতে যতদিন আমি সক্ষম হই তত দিন আমার জীবন দীর্ঘ করুন। যদি আমার জীবন শয়তানের চারণভ’মি হয়, তখন আপনার গোসসা আমার দিকে অগ্রমর হবার পূর্বে অথবা আমার উপর আমার গোসসা নিপতিত হবার পূর্বেই আমাকে আপনার কাছে ডেকে নিয়ে যান। হে প্রভু, আমার কোনো বদ অভ্যাসকেই সংস্কারমুক্ত রেখেন না। আমার কোনো দুষণীয় কাজই পরিবর্তন করা হতে বাদ রেখেন না। আমার কোনো অসম্পূর্ণ গুণকেই সম্পূর্ণ করা হতে বাদ দেবেন না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। শত্রুর বিদ্বেষের স্থলে আমাকে আলবাসা দিন, শত্রুদের ঈর্ষার স্থলে আমাকে বন্ধুত্ব দিন, গুণীদের অবিশ্বাসের স্থলে আত্মবিশ্বাস দিন, নিকটাত্মীয়দের ঘৃণার বিরোধীতার স্থলে সহযোগিতা দিন, আনুষ্ঠানিক বদ্রতার স্থলে বিচক্ষণতা দিন, সহযোগিদের দুর্ব্যবহারের স্থলে ভাল ব্যবহার করার ক্ষমতা দিন, এবং অত্যাচারীদের ভয়ের তিক্ততার স্থলে শান্তির মিষ্টতা দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। তার উপর আমার ক্ষমতা বিস্তার করে দিন যে আমার সাথে ঝগড়া করে এবং তার উপর আমাকে বিজয় দিন যে আমার সাথে দুশমনী করে। তার ইপর আমাকে কৃত্রিমতা দেখাতে দিন যে আমাকে ধোঁকা দেয় এবং তার উপর আমার ক্ষমতা বিস্তার করে দিন যে আমার উপর ক্ষমতা খাটায়। যে আমাকে হেনস্তা করে তাকে মিথ্যা হেনস্তা করুন এবং তার কাছ থেকে আমাকে নিস্কৃতি দিন যে আমাকে হুমকী দেয়। তাকে মান্য করার জন্য আমাকে অনুগ্রহ দান করুন যে আমাকে সঠিক পথে চালনা করে এবং তাকে অনুসরণ করতে দিন যে আমাকে পথ নির্দেশ দেয়। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকে অনুগ্রহ দান করুন যাতে আমি তার সাথে শুভ কামনায় বিবেচকের মত ব্যবহার করি যে আমার প্রতি অবিবেচক ছিল। তাকে উত্তম প্রতিদান দিন যে আমাকে পরিত্যাগ করেছে, পুনর্মিলন দ্বারা তার ক্ষতিপুরণ করুন যে আমাকে তার কাছ থেকে পৃথক করেছে। আমাকে তার কাছ হতে আলাদা করে দিন যে আমার পাছে নিন্দা করেছে এবং ভাল এবং মন্দ উপেক্ষা করার জন্য কৃতজ্ঞতা ফিরিয়ে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকে নেককারদের গুণে গুণাম্বিত করুন । আমাকে ঐ সকল লোকের সৌন্দর্যে আচ্ছাদিত করুন যারা বিচারের মাধ্যমে মন্দকে প্রতিহত করে, রাগ দমন করে, মন্দ ইচ্ছার আগুনকে নিভিয়ে দেয় বিক্ষিপ্তদের একতাবদ্ধ করে। মানুষদের মাঝে পার্থক্য গড়ে। ভাল কিছু প্রকাশ করে। দুষণীয় কাজ লুকিয়ে। শরীরের উষ্ণতা দমন করে। মানবতার হাঁটু, চাল চলনের সৌন্দর্য, অসময়ের শান্ততা, কাজের উৎসাহ, গুণের দিকে ধাবিত হওয়া, নম্রতা দেখানো, গালাগালি ত্যাগ করা, এমনকি নিজেদের প্রতি দয়া খোনো, সত্য বলা যদিও তা কঠিন, যত ছোট বা বড় হোক না কেন ব্যক্তিগত বালাই অব্যক্ত রাখা এবং ব্যক্তিগত মন্দ কথায় বা কাজে তা যত ছোটই হোক না কেন প্রভৃতির সমন্বয়ের মাধ্যমে। অবিরত বন্দেগী (আপনার জন্য) এবং বিশ্বাসপূর্ণ যোগাযোগের সাথে সাথে আমার এই প্রত্যাশাসমূহ পূর্ণ কুেন। তাদেরকে পরিত্যাগ করার তৌফিক দিন যারা বেদআ’ত চালু করে এবং নিজের গড়া বিচার অনুযায়ী কাজ করে। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমার জন্য প্রচুর পরিমাণ রিযিক বরাদ্দ করবেন (আশা রাখি) যখন আমি বৃদ্দ হয়ে যাব। আমি যখন শ্রান্ত হয়ে যাব তখন আমাকে নেক শক্তি দেবার ব্য্স্থা করুন। আমাকে অলস কোরেন না আপনার এবাদত হতে দূরে সরিয়ে রাখে, আপনার পথে চলতে আমাকে অন্ধ করেন না, আপনার ভালবাসার বিপরীত কিছু করার জন্য সম্মতি জ্ঞাপন করেন না, তার সাথে মিলিয়েন না যে নিজেকে আপনার কাছ থেকে পৃথক করে রেখেছে, তার কাছ থেকে বিচ্ছিন্ন রেখেন না যে আপনার সাথে মিলে আছে। হে প্রভু, আমার প্রয়োজনের সময় আপনার কাছ থেকে শক্তি নেয়ার তৌফিক দিন, প্রয়োজনের সময় আপনার কাছে আবেদন করার এবং দারিদ্রতায় বিনয়ের সাথে আপনার কাছে চাওয়ার তৌফিক দিন। আমি যখন আক্রান্ত হই তখন আপনি ব্যতীত অন্য কারো কাছে যাতে সাহায্য চাওয়ায় প্রলুদ্ধ না হই। আভাবের কালে আপনি ব্যতীত অন্য কারো কাছে যেন বিনম্র প্রার্থনা না করি। অথবা ভয় কালীন সময়ে আপনি ব্যতীত অন্য কারো কাছে যেন দোয়া না করি, পাছে আপনার দ্বারা বিতাড়িত ও বাতিল হয়ে আমি দুঃখ ভারাক্রান্ত হই। হে পরম দয়ালু। হে প্রভু, আপনার স্বরণের মহত্ত্ব, আপনার ক্ষমতার ধ্যানের মোকাবেলায় শয়তানের প্রত্যাশা, অবিশ্বাস এবং ঈর্ষার পরিচয় মেলে দিন এবং আপনার শত্রুকে কাবু করতে পরিকল্পনা প্রণয়ণ করুন। অশ্লল কথা, নির্বোধ কথা, গালাগাল, মিথ্যাসাক্ষ্য, অনুপস্থিত সত্যবাদী ঈমানদারের গীবত এবং উপস্থিত লোককে গালাগাল করতে সে কি করে তার পরিচয় করিয়ে দিন। আর এ সমস্তের সম পর্যায়ের যেমন আপনার প্রশংসামূলক কথা এবং প্রশংসা উচ্চারণ করা, আপনার গৌরব করা, আপনার সাহায্যের জন্যকৃতজ্ঞতা জ্ঞাপন করা, আপনার গুণের ধারণা বা জ্ঞান এবং আপনার অনুগ্রহের উল্লেখ করা। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। যখন আপনার আমার কাছ হতে বিপদ সরিয়ে নেবার ক্ষমতা আছে তখন আমাকে বিপর্যস্ত করেন না। যখন আমাকে নির্যাতন করা হতে বিরত রাখার কর্তৃত্ব আপনার কাছে তখন আমার দ্বারা কাউকে নির্যাতন করিয়েন না। যখন আমাকে পথ নির্দেশ করা আপনার পক্ষে সম্ভব তখন আমাকে নর্দমায় পড়তে দিয়েন না। যখন আমাকে উন্নতি দান করার ক্ষমতা আপনার আছে তখন আমাকে দরিদ্র করিয়েন না। যখন আমার সম্পদ আপনার কাছ থেকে প্রাপ্য তখন আমাকে অবাধ্য করিয়েন না। হে প্রভু, আমি আপনার ক্ষমা প্রাপ্ত হবার জন্য এসেছি। আমার উদ্দেশ্য আপনার ক্ষমা প্রাপ্ত হওয়া। আমি আপনার ক্ষমা প্রত্যাশা করি। আমি আপনার দয়াশীলতায় বিশ্বাস করি। আমার কাছে কিছু নেই, যদি আপনার ক্ষমার দ্বারা আমাকে দিন। অথবা আমার এসব কোনো কাজ নাই যা দ্বারা আপনার ক্ষমা প্রত্যাশা করা যায়। যখন আমি নিজের উপর বিচার করি আপনার অনুগ্রহ পাবার জন্য আমি তেমন কিছু পাই না। সেজন্য, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন এবং আমার উপর দয়া পরবশ হোন। হে প্রভু, আমাকে গুণের সংমিশ্রণে কথা বলার তৌফিক দিন। করুনা দ্বারা আমাকে উৎসাহ দিন। আমাকে অনুগ্রহ দান করুন, সবচেয়ে যা বেশি খাঁটি তার জন্য। সবচেয়ে প্রশংসামূলক জিনিসের সাথে আমাকে সমন্বয় করে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকে মিতব্যয়িতার সাথে অনুগ্রহ করুন। গুণের রক্ষকের এবং ধার্মিক বান্দার মধ্যে আমাকে নেককারদের অন্তর্ভূক্ত করুন। আমার জীবনের শেষ দিন সংশোধন করিয়ে দিন এবং কবরের দিনগুলোতে নিরাপত্তা দিন। হে প্রভু, আমার দিল থেকে ঐটা বেছে নেন যা আপনার জন্য নির্ভেজাল হতে পারে। ঐ সমস্ত উদ্দীপনাকে গ্রহণ করুন যেগুলো একে যথাযথ করতে পারে। বিশেষত, আপনি যদি হেফাজত না করেন, তাহলে আমার দিল ধ্বংস প্রাপ্ত হবে। হে প্রভু, আপনার সত্তাই আমার আশ্রয়। যদি আমি বিমর্ষ হই, আপনার সত্তা আমার সংস্থান। যদি আমি অভাবী হই, আমি সাহয্যের জন্য আপনার কাছে ক্রন্দন করি। যদি গভীরভাবে আক্রান্ত হই, আপনার দ্বারা যা হারিয়ে গেছে তার ক্ষতিপুরণ হয়। যা নষ্ট হয়ে গেছে তার সংশোধন এবং আপনার কাছে অগ্রাহ্য তা পরিবর্তন করে ফেলুন। সেজন্য, ;ুর্যোগে পূর্বে নিরাপত্তা, ভিক্ষার স্থলে প্রাচুর্য এবং ভুলের স্থলে সঠিক নির্দেশনার দ্বারা আমাকে সাহায্য করুন। আমাকে গীবতকারীদের ব্যথা থেকে সরিয়ে রাখুন। পুনরুখানের দিবসের অশান্তি হতে আমাকে সরিয়ে রাখুন এবং আমাকে পর্যাপ্ত পথ-নির্দেশ দিয়ে সহায়তা করুন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আপনার অনুগহের দ্বারা আমার ভিতর হতে মন্দসমূহ বের করে দিন। আপনার অনুগ্রহে আমাকে প্রতিপালন করুন। আপনার বদান্যতায় আমাকে সংশোধন করিয়ে দিন। আপনার মহত্ত্বের দ্বারা আমাকে প্রতিকার করুন। আপনার দয়ার ছায়ায় আমাকে লুকিয়ে রাখুন। আপনার কবুলিয়াতের দ্বারা আমাকে আচ্ছাদিত করুন। সবচেয়ে নেক সমূহের মধ্যে পছন্দ করার সমস্যায় আমাকে আপনি সাহায্য করুন। যখন বিভিন্ন সম্মননা দ্বন্দ্বে লিপ্ত হয় তখন আমাকে সব চেয়ে প্রশংসামূলকটি গ্রহণ করার তৌফিক দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকে প্রাচুর্যতা দান করুন। আপনার ভালবাসার বদান্যতায় আমাকে সম্পৃক্ত করুন। আমাকে সঠিক দিক নির্দেশনা দিন। উন্নতি দিয়ে আমাকে পরীক্ষা করিয়েন না। আমার উপর আরামের সৌন্দর্য নির্ধারণ করুন। আমার জীবনকে বিচারের ক্ষেত্র বানিয়ে না। আমি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে মনে করি না এবং আমি আর কাউকে আপনার সমকক্ষ হিসেবে ভাবি না, তাই নারাজির কারণে আমার মুনাজাতকে ফিরিয়ে দিয়ের না। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। অপচয় করা থেকে আমাকে ফিরিয়ে রাখুন। অপচয় করা থেকে আমার আহারাদিকে সংরক্ষণ করুন। এভাবে অনুগ্রহে আমার মর্যাদা বাড়িয়ে দিন। আমাকে উপকারীর রাস্তায় চালনা করুন যাতে আমি যেন আমার অর্থ-সম্পদ ব্যয় করতে পারি। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। উপার্জনের কষ্ট থেকে আমাকে নিরাপদ রাখুন। কোনো যৌক্তিকতা বিবেচনা না করেই আমাকে জীবিকা দিন, জীবিকা অন্বেষনে যাতে আমাকে আপনার এবাদত হতে না সরিয়ে রাখে অথবা অসৎ পন্থায় উপার্জনের কারণে যাতে মন্দ ফলাফল ভোগ করতে না হয়। হে প্রভু, আপনার কুদরতের দ্বারা আমি যা চাই তা দিয়ে দিন। আপনার মহত্ত্বের দ্বারা আমি যা ভয় পাই তা থেকে হেফাজত করুন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। উন্নতি দান করে আমার সম্মান রক্ষা করুন। আমার পরিশ্রমকে দারিদ্রে নিপতিত করিয়েন না, পাছে আমি তাদের কাছে ভিক্ষা করি যারা তাদের জীবিকা আপনার কাছ থেকে গ্রহণ করে, পাছে আমি দূর্বলদের কাছে সাহায্য প্রার্থনা করি। এ দ্বারা প্রলুদ্ধ হয়ে আমি তার প্রশংসা হয়ত করতে পারি যে আমাকে দান করে এবং তাদেরকে অবহেলা হয়ত করতে পারি যে আমাকে দান করে এবং তাদেরকে অবহেলা হয়ত করতে পারি যারা আমাকে দান করে না, যখন আপনার সত্তা সবার উপরে বিরাজমান এবং আপনি প্রাচর্য ও প্রতিদানের মালিক। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাকে এবাদতে প্রমান্তি, করুনার সুখ, অনুশীলনে জ্ঞান এবং লাভে সততা দিন। হে প্রভু, আপনার ক্ষমার দ্বারা আমার জীবনের মোড় ঘুড়িয়ে দিন। বিশেষত আমি আপনার দয়ার আশায় অধীর। আপনার কুলিয়াত অর্জন করা সহজ করে দিন। সকল ক্ষেত্রে আমার ব্যবহার ভাল করে দিন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। বিপদের সময় আপনার দিকে ঝুঁকার তৌফিক দিন। অবসর সময়ে আমাকে আপনার এবাদতে নিয়োজিত করুন। আমাকে আপনার ভালবাসা পাবার এক সহজ রাস্তা বাতলে দিন যাতে আমি এই দুনিয়া এবং আখিরাতের ভাল অর্জন করতে পারি। হে প্রভু হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন, তার আগে যত লোককে অনুগ্রহ করেছেন এবং তার পরে যত লোককে অনুগ্রহ করেছেন তার চেয়ে বেশি অনুগ্রহ করুন। এই দুনিয়া পরকালের ভালো আমাদেরকে দান করুন। বদান্যতার সাথে আমাকে দোজখের আগুনের দাহ্ হতে রক্ষা করুন।