জারির ইবনে আবদিল্লাহ আল-বাজালীকে মুয়াবিয়ার কাছে প্রেরণ করলে তার ফিরে আসতে বিলম্ব দেখে আমিরুল মোমেনিন তাকে এ পত্র লেখেছেন আমার এ পত্র পাওয়া মাত্র মুয়াবিয়াকে বলো যেন সে তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে যেন একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে। তাকে স্পষ্ট করে জিজ্ঞেস করো— যে যুদ্ধের নেশা তাকে ঘরছাড়া করেছে সে কি তা চায় নাকি শান্তি (তার দৃষ্টিতে যা অপমানকরা) চায়। যদি সে যুদ্ধ চায়। তবে তাকে ত্যাগ করে চলে এসো; আর যদি সে শান্তি চায়। তবে তার বায়াত গ্ৰহণ করো। বিষয়টি এখানে শেষ করলাম ।