আমি মালিক” ইবনে হারিছ। আল-আশতারকে তোমাদের ও তোমাদের অধীনস্থ সকলের কমান্ডার হিসাবে নিয়োগ করেছি। সুতরাং তোমরা সকলেই তার আদেশ পালন করে চলবে এবং তাকে তোমাদের বর্ম ও ঢাল হিসাবে মনে করবে। কারণ সে এমন এক ব্যক্তি যার কাছ থেকে কোন ভীতি বা ভুলের আশঙ্কা নেই। যেখানে দ্রুততার দরকার সেখানে অলসতা অথবা যেখানে শিথিলতার প্রয়োজন সেখানে দ্রুততা তার কাছে পাওয়া যাবে না।
১। যিয়াদ ইবনে আন-নদীর আল-হারিছি ও শুরাইয়াহ ইবনে হানি আল-হারিছির নেতৃত্বে আমিরুল মোমেনিন বার হাজারের একটা অগ্রগামী সৈন্যবাহিনী সিরিয়া অভিমুখে প্রেরণ করেছিলেন। পথিমধ্যে সুর আর রুম নামক স্থানে তারা আবুল আওয়ার আস-সুলামির মোকাবেলা করলো। আবুল আওয়ার সেখানে একটা সিরিয় বাহিনী নিয়ে ক্যাম্প করেছিল। আমিরুল মোমেনিনকে এ সংবাদ আল-হারিছ ইবনে জুমহান আল-জুফির মাধ্যমে অবহিত করা হলে তিনি মালিক ইবনে আল হারিছ। আল-আশতারকে এ পত্ৰসহ বাহিনী প্রধান করে প্রেরণ করেছিলেন। এ পত্রে অল্প কথায় অতিসুন্দর করে মালিকের বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, শৌর্য-বীৰ্য, বীরত্ব ও গুরুত্ব ব্যক্তি করেছেন।