ইসলাম সম্পর্কে প্রতিষ্ঠিত প্রশধ্বংসা আল্লাহর যিনি ইসলামকে প্রতিষ্ঠা প্রদান করেছেন। তাদের জন্য ইসলামকে সাজ করে দিয়েছেন যারা এর সমীপবতী হয়। তিনি ইসলামের স্তম্ভসমূহ এমন সুদৃঢ় করেছেন যে, কেউ চেষ্টা করে তা উপড়ে ফেলতে পারে না। সুতরাং আল্লাহ ইসলামকে তার জন্য শান্তির উৎস করেছেন যে একে জড়িয়ে ধরে, তার জন্য নিরাপত্তার উৎস করেছেন যে এতে প্রবেশ করে, তার জন্য দলিল স্বরূপ করেছেন। যে এটা সম্বন্ধে কথা বলে, তার জন্য সাক্ষী করেছেন যে এর জন্য জিহাদ করে, তার জন্য আলোকবর্তিকা করেছেন যে এতে আলোর সন্ধান করে, তার জন্য প্রজ্ঞা যে এর প্রতিপালন করে, তার জন্য বিচক্ষণত যে গভীর চিন্তা করে, তার জন্য নিদর্শন (আয়াত) যে উপলব্ধি করে, তার জন্য দৃষ্টিশক্তি যে স্থির করে, তার জন্য শিক্ষা যে উপদেশ সন্ধান করে, তার জন্য মুক্তি যে তাসদিক (বিশ্বাস) করে, তার জন্য নির্ভরশীলতা যে তাওয়াকুল করে, তার জন্য আনন্দ যে সমর্পণ করে এবং তার জন্য বর্ম যে সবুর (ধৈর্য ধারণ) করে। ইসলাম হলো সকল পথের চেয়ে উজ্জ্বল ও পরিচ্ছন্নতম। এর মর্যাদাপূর্ণ মিনার, উজ্জ্বল রাজপথ, প্রদীপ্ত প্রদীপ, সম্মানজনক কর্মক্ষেত্র ও মহান উদ্দেশ্য আছে। এর দ্রুত ধাবমান অশ্ব আছে। আগ্রহের সাথে এ অশ্বের নিকটবতী হতে হয়। এ অশ্বের সওয়ার অত্যন্ত সম্মানিত। আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথই এ অশ্বের একমাত্র চলার পথ, আমলে সালেহা (কল্যাণকর কর্ম) এর মিনার, মৃত্যু এর সীমা, দুনিয়া এর ঘোড়-দৌড় মাঠ, বিচার দিন এর দৌড় প্রতিযোগিতা ও বেহেশত এর নির্দিষ্ট লক্ষ্যবিন্দু।
রাসুল (সঃ) সম্পর্কে
রাসুল (সঃ) সন্ধানকারীদের জন্য উজ্জ্বল প্রদীপ শিখা জ্বলিয়েছিলেন এবং বিভ্রান্তদের জন্য উজ্জ্বল আলোক বর্তিকা রেখে গেছেন। সুতরাং হে আল্লাহ, তিনি তোমার বিশ্বস্ত আমানতদার, বিচার দিনে তোমার সাক্ষী, তোমার নেয়ামতস্বরূপ প্রতিনিধি এবং তোমার রহমতস্বরূপ সত্যের বাণী বাহক। হে আমার আল্লাহ, তোমার ন্যায় বিচারের প্রসাদ থেকে এবং তোমার অগণন নেয়ামত থেকে তাকে তুমি পুরস্কৃত কর। আমার আল্লাহ, তাঁর নির্মাণকে অন্য সকল নির্মাণ থেকে উচু করো, যখন তিনি তোমার প্রদান করো এবং তাঁকে গৌরব ও বিশিষ্টতা দ্বারা পুরস্কৃত কর। বিচারের দিনে আমাদেরকে তাঁর দলভুক্ত করো যাতে আমরা লজ্জিত না হই, অনুতপ্ত না হই, দিকভ্ৰান্ত না হই, প্রতিশ্রুতি ভঙ্গকারী না হই, বিপথগামী না হই, গোমরাহ না হই ও প্রলুব্ধ না হই।
তোমাদের ওপর আল্লাহর রহমতের কারণে তোমরা এমন এক মর্যাদা লাভ করেছে যাতে তোমাদের ক্রীতদাসেরাও আজ সম্মান পাচ্ছে এবং তোমাদের প্রতিবেশীগণ ভালো ব্যবহার পাচ্ছে। এমনকি যার সঙ্গে তোমাদের কোন পার্থক্য নেই বা যারা তোমাদের কাছে ঋণী নয়। তারাও তোমাদেরকে সম্মান করে। ওই সকল লোকও আজ তোমাদেরকে ভয় করে তোমাদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা যাদের নেই বা যাদের ওপর তোমাদের কোন কর্তৃত্ব নেই।
তোমরা এখন দেখতে পাচ্ছে যে, আল্লাহর প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে, কিন্তু তোমরা তাতে ক্ষুব্ধ হচ্ছে না, যদিও তোমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ভাঙ্গতে গেলে তোমরা ক্ৰোধে অস্থির হয়ে পড়তে। আল্লাহর আহকাম তোমাদের নিকট আসছে ও চলে যাচ্ছে এবং আবার তোমাদের নিকট ফিরে আসছে কিন্তু তোমরা তোমাদের স্থান অন্যায়কারীদের কাছে হস্তান্তর করে দিয়েছো, তোমাদের দায়িত্ব তাদের দিকে নিক্ষেপ করেছে এবং আল্লাহর আহকামকে তাদের হাতে তুলে দিয়েছে। তারা সংশয়ে আমল করে এবং আকাঙ্খার বশবর্তী হয়ে পদচারণা করে। আল্লাহর কসম, যদি তারা তোমাদেরকে বিভিন্ন নক্ষত্রেও ছড়িয়ে দেয়। তবুও আল্লাহ নির্দিষ্ট দিনে তোমাদেরকে একত্রিত করবেন যে দিনটি তাদের জন্য নিকৃষ্টতম হবে।