হোম নামায নামাযে তাওয়াফ নামাযে তাওয়াফ যাহারা হজ্ব করিবার উদ্দেশ্যে মক্কায় যান তাহাদের পবিত্র কা'বা গৃহের তাওয়াফ (প্রদক্ষিন) করা অতি আবশ্যক এবং উহার জন্য দুই রাকাত নামাযে তাওয়াফ মোকামে ইব্রাহীমের পিছনে বা পর্শ্বে পড়া ওয়াজেব এবং উহা হজের অঙ্গ বিশেষ ও নিয়মে গণ্য।