নামাযে ইয়েমিন তখন ওয়াজেব হয় যখন কোনও ব্যক্তি প্রতিজ্ঞা (কসম) করে যে আমি এত নামায বা অমুক নামায পড়িব এবং ঐ নামায আদায় না করিলে কাফফারা দেওয়া তাহার জন্য ফরজ হইবে।
প্রতিজ্ঞা বা আহাদের শুদ্ধ হইবার শর্তাদি মোটামুটি ৮টি যথাঃ
(১) খোদার নামের দোহাই দিয়া আহাদ করা যেমন “ওয়ালাহ বিলাহ" ইত্যাদি বলিয়া আহাদ করা।
(২) সাবালক হওয়া চাই।
(৩) শুদ্ধ জ্ঞান হওয়া।
(৪) এখতেয়ার (নিজের অধিকার বা কর্তৃত্ব বর্তমান থাকা।)
(৫) কাসদ অর্থাৎ দৃঢ়তার সহিত ইরাদা বা ইচ্ছা করা।
(৬) যে বিষয়ে প্রতিজ্ঞা বা কসম খাওয়া হয় উহা হারাম ও মাকরুহ না হইয়া ওয়াজেব, সুন্নত ও মোবাহ হওয়া প্রয়োজন।
(৭) ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা হওয়া চাই।
(৮) প্রতিজ্ঞা বা কসমের বিষয়ের উপর অধিকার থাকা চাই।
কাফফারা
এক গোলামকে আজাদ করা বা ১০ জন মিসিকিনকে খাওয়ানো ও বস্ত্রাদি দান এবং ইহা সম্ভব না হইলে ১০ দিন রোযা রাখিতে হইবে।