যে মৃত ব্যক্তির বয়স ৬ বছর বা উহার বেশী তাহার উপর নামায পড়া। ওয়াজেব এবং ইহার চেয়ে কম বয়সের মৃতের উপর নামায পড়া মোস্তাহাব। মৃতের উপর নামায পড়িবার জন্য কোনও প্রকার তাহারাত (পবিত্রতার) বা ওজুরও প্রয়োজন পড়ে না, এমন কি জুনুবেও পড়িতে পারে তবে পাক হইয়া পড়া ভাল ও ওজু করা ও মোসতাহাব বরঞ্চ পেশে নামাযকে পাক পবিত্র হওয়া। ও ওজু করা বাঞ্ছনীয় ও বিধেয়।
নামাযের নিয়মঃ
নামাযের সময় মৃত ব্যক্তির জানাযা উত্তর দক্ষিণে রখিতে হয় যেন মৃতের মাথা পেশে নামাযের ডান দিকে থাকে। মেয়ে লোকের জানাযা হইলে পেশে নামাযকে মৃত্যের বুকের বরাবর অতি নিকটে দাঁড়াইয়া এবং পুরুষের হইলে কোমরের বরাবর অতি নিকটে দাঁড়াইয়া কাবার দিকে মুখ করিয়া নিম্নোক্ত নিয়ত করিতে হয়।
নিয়ত
নামায পড়িতেছি এই মাইয়াতে হাজেরের ওয়াজেব কোরবাতান ইলাল্লাহ" সঙ্গে সঙ্গে তাকবির বলিয়া নিম্নোক্ত দোওয়া পড়িতে হইবে।
اَللهُ اَكْبَرُ اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِللّٰهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَ رَسُوْلُهُ اَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيْرًا وَّ نَذِيْرًا بَيْنَ يَدَىِ السَّاعَةِ۔
আশহাদো আন লা এলাহা ইলাল্লাহ হুয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদো আন্না মোহাম্মাদান আবদোহু ওয়া রাসূলাহু আরসালাহু বিলহাকে বাশিরাও ওয়া নাজিরাম বাইনা ইয়াদায়াস্ সা আ
পরে তাকবির বলিয়া নিম্নোক্ত দ্বিতীয় দোয়া পড়িতে হইবে।
اَللّٰهُ اَكْبَرُ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّ اٰلِ مُحَمَّدٍ وَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّ اٰلِ مُحَمَّدٍ وَّارْحَمْ مُحَمَّدًا وَّ اٰلَ مُحَمَّدٍ كَاَفْضَلِ مَا صَلَّيْتَ وَ بَارَكْتَ وَ تَرَحَّمْتَ عَلٰى اِبْرَهِيْمَ وَ اٰلِ اِبْرَهيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ وَ صَلِّ عَلٰى جَمِيْعِ الْاَنْبِيَاۤءِ وَالْمُرْسَلِيْنَ۔
আল্লাহুম্মা সাল্লে আলা মোহাম্মাদেও ওয়া আলে মোহাম্মাদ ওয়া বারেক আলা মোহাম্মাদেও ওয়া আলে মোহাম্মাদেও ওয়ারহাম মোহাম্মাদেও ওয়া আলে মোহাম্মাদেন কাআফজালে মা সালাইতা ওয়া বারাকতা ওয়াতা রাহ হামতা আলা ইব্রাহিমা ওয়া আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদোম মাজিদ ওয়া সাল্লে আলা জামিয়েল আনবিয়ায়ে ওয়াল মোরসালিন
আবার তাকবির বলিয়া নিম্নোক্ত তৃতীয় দোয়া পড়িতে হইবে
اَللهُ اَكْبَرُ اَللّٰهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِميْنَ وَالْمُسْلِمَاتِ اَلْاَحْيَاۤءِ مِنْهُمْ وَالْاَمْوَاتِ تَابِعْ بَيْنَنَا وَ بَيْنَهُمْ بِالْخَيْرَاتِ اِنَّكَ مُجِيْبُ الدَّعَوَاتِ اِنَّكَ عَلٰى كُلِّشَيْئٍ قَدِيْرٌ۔
আল্লাহোম্মাগফির লে মুমেনিনা ওয়াল মুমেনাতে ওয়া মোসলেমিনা ওয়াল মোসলেমাতে আল আহয়ায়ে মেনহো ওয়াল আমওয়াতে তাবে বায়নানা ওয়া বায়নাহোম বেল খায়রাতে ইন্নাকা মুজিবোদ দাওয়াতে ইন্নাকা আলা কোলে-শাইয়েন কাদির
আল্লাহু আকবার বলিয়া নিম্নোক্ত চতুর্থ দোয়া পড়িতে হইবে পুরুষদের জানাযার জন্য।
اَللّٰهُ اَكْبَرُ اَللّٰهُمَّ اِنَّ هٰذَا عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ اَمَتِكَ نَزَلَ بِكَ وَ اَنْتَ خَيْرُ مَنْزُوْلٍ بِهِ اَللّٰهُمَّ اِنَّا لَا نَعْلَمُ مِنْهُ اِلَّا خَيْرًا وَ اَنْتَ اَعْلَمُ بِهِ مِنَّا اَللّٰهُمَّ اِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِىْ اِحْسَانِهِ وَ اِنْ كَانَ مُسِيْئًا فَتَجَاوَزْ عَنْهُ وَاغْفِرْ لَهُ اَللّٰهُمَّ اجْعَلْهُ عِنْدَكَ فِىْ اَعْلٰی عِلِّيِّيْنَ وَاخْلُفْ عَلٰى اَهْلِهِ فِى الْغَابِرِيْنَ وَارْحَمْهُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ۔
আল্লাহোম্মা এন্না হাজা আবদোকা ওয়াবনো আবদিকা ওয়াবনো আমাতিকা নাজালা বেকা ওয়া আনতা খায়রো মানজুলেন বেহ, আল্লাহোম্মা এন্না লা না লামো মেনহো ইল্লা খায়রান ওয়া আনতা আলামো বেহি মেন্না, আল্লাহোম্মা এনকানা মোহসেনান ফাজিদ ফি এহসানেহি ওয়া এন কানা মোহসিআন ফাতাজা ওয়াজ আনহো ওয়াগফিরুলাহু আল্লাহোম্মজ আলহো এনদাকা ফি আ’লা ইল্লি-য়িনা ওয়াখ লোফ আলা আহলিহি ফিল গাবেরিনা ওয়ার হামহো বে রাহমাতিকা ইয়া আরহামার রাহেমিন।
মৃতের নামায আদায়কারীকে আরো একটি তাকবীর বলতে হবে এবং নামায শেষ করতে হবে।
মহিলার জানাযার জন্য।
اَللّٰهُمَّ اِنَّ هٰذِہِ اَمَتُكَ وَابْنَۃُ عَبْدِكَ وَابْنَۃُ اَمَتِكَ نَزَلْتَ بِكَ وَ اَنْتَ خَيْرُ مَنْزُوْلٍ بِهِ اَللّٰهُمَّ اِنَّا لَا نَعْلَمُ مِنْهَا اِلَّا خَيْرًا وَ اَنْتَ اَعْلَمُ بِهَا مِنَّا اَللّٰهُمَّ اِنْ كَانَتْ مُحْسِنَۃً فَزِدْ فِىْ اِحْسَانِهَا وَ اِنْ كَانَتْ مُسِيْئَۃً فَتَجَاوَزْ عَنْهَا وَاغْفِرْ لَهَا اَللّٰهُمَّ اجْعَلْهَا عِنْدَكَ فِىْ اَعْلٰی عِلِّيِّيْنَ وَاخْلُفْ عَلٰى اَهْلِهَا فِى الْغَابِرِيْنَ وَارْحَمْهَا بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ۔
আল্লাহোম্মা এন্না হাজা আমাতুকা ওয়াবনাহু আবদেকা ওয়াবনাহু আমাতেকা নাযালতা বেকা ওয়া আনতা খাইরু মানযুলেন বেহে আল্লাহুমা ইন্না লা না লামু মেনহা ইল্লা খাইরান ওয়া আনতা আ লামু বেহা মেন্না আল্লাহুম্মা ইন কানাত মুহসেনাতান ফাযেদ ফি এহসানেহা ওয়া ইন কানাত মুসিআতান ফাতাজা ওয়াজ আনহা ওয়াগফিরলাহা আল্লাহুমাজ আলহা এনদাকা ফি আহলা ইল্লিয়িনা ওয়াখলুফ আলা আহলেহা ফিল গাবেরিনা ওয়ার হামহা বে রাহমাতেকা ইয়া আর হামার রাহেমিন।