আল্লামা কাফআমী তাঁর ‘বালাদুল আমনি’ বইতে বলেন যে যদি কেউ অন্যায়ভাবে বন্দী হয় ও এই দোয়া পাঠ করে তাহলে সে শীঘ্রই মুক্তি পাব। যদি কোনো ব্যক্তি কঠিন বিপদ বা ষড়যন্ত্রের শিকার হয় সে যেন অবশ্যই এই দোয়া পাঠ কর। এই দোয়াটি ইমাম মাহদী (আঃ) এর সাথে সংশ্লিষ্ট। এই দোয়া পাঠ করলে ইমাম (আঃ)-এর পক্ষ থেকে দ্রুত সাহায্য আস। এই দোয়াটি হযরত ইমাম মাহদী (আঃ) এক লোককে শিখিয়েছিলেন; সে লোকটি বন্দী ছিল এবং এ দোয়া পাঠ করে সে মুক্তি পেয়ে যায়। তাই ইমামে যামানা (আঃ) এর আসার পথে বিভিন্ন বাধা বিপত্তি দূর করা এবং দ্রুত আবির্ভাবের জন্য এই দোয়াটি পাঠ করা হয়। মরহুম শেখ আব্বাস কুমী (রহঃ)-এর ‘মাফাতিহুল জিনান’ গ্রন্থের ১৯২ পৃষ্ঠায় এই দোয়াটরি গুরুত্ব ও মহত্ত্ব সর্ম্পকে বর্ণিত হয়েছে।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

اِلٰهِيْ عَظُمَ الْبَلَاۤءُ وَ بَرِحَ الْخَفَاۤءُ وَ انْكَشَفَ الْغِطَاۤءُ وَ انْقَطَعَ الرَّجَاۤءُ وَ ضَاقَتِ الْاَرْضُ وَ مُنِعَتِ السَّمَاۤءُ وَ اَنْتَ الْمُسْتَعَانُ وَ اِلَيْكَ الْمُشْتَكٰى وَ عَلَيْكَ الْمُعَوَّلُ فِيْ الشِّدَّةِ وَ الرَّخَاۤءِ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَ اٰلِ مُحَمَّدٍ اُوْلِيْ الْاَمْرِ الَّذِيْنَ فَرَضْتَ عَلَيْنَا طَاعَتَهُمْ وَ عَرَّفْتَنَا بِذٰلِكَ مَنْزِلَتَهُمْ فَفَرِّجْ عَنَّا بِحَقِّهِمْ فَرَجًا عَاجِلًا قَرِيْبًا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ يَا مُحَمَّدُ يَا عَلِيُّ يَا عَلِيُّ يَا مُحَمَّدُ اِكْفِيَانِيْ فَاِنَّكُمَا كَافِيَانِ وَ انْصُرَانِيْ فَاِنَّكُمَا نَاصِرَانِ يَا مَوْلَانَا يَا صَاحِبَ الزَّمَانِ اَلْغَوْثَ الْغَوْثَ الْغَوْثَ اَدْرِكْنِيْۤ اَدْرِكْنِيْۤ اَدْرِكْنِيْ اَلسَّاعَةَ السَّاعَةَ السَّاعَةَ اَلْعَجَلَ الْعَجَلَ الْعَجَلَ يَاۤ اَرْحَمَ الرَّاحِمِيْنَ بِحَقِّ مُحَمَّدٍ وَ اٰلِهِ الطَّاهِرِيْنَ۔

আল্লামা কাফআমী তাঁর ‘বালাদুল আমনি’ বইতে বলেন যে যদি কেউ অন্যায়ভাবে বন্দী হয় ও এই দোয়া পাঠ করে তাহলে সে শীঘ্রই মুক্তি পাব। যদি কোনো ব্যক্তি কঠিন বিপদ বা ষড়যন্ত্রের শিকার হয় সে যেন অবশ্যই এই দোয়া পাঠ কর। এই দোয়াটি ইমাম মাহদী (আঃ) এর সাথে সংশ্লিষ্ট। এই দোয়া পাঠ করলে ইমাম (আঃ)-এর পক্ষ থেকে দ্রুত সাহায্য আস। এই দোয়াটি হযরত ইমাম মাহদী (আঃ) এক লোককে শিখিয়েছিলেন; সে লোকটি বন্দী ছিল এবং এ দোয়া পাঠ করে সে মুক্তি পেয়ে যায়। তাই ইমামে যামানা (আঃ) এর আসার পথে বিভিন্ন বাধা বিপত্তি দূর করা এবং দ্রুত আবির্ভাবের জন্য এই দোয়াটি পাঠ করা হয়। মরহুম শেখ আব্বাস কুমী (রহঃ)-এর ‘মাফাতিহুল জিনান’ গ্রন্থের ১৯২ পৃষ্ঠায় এই দোয়াটরি গুরুত্ব ও মহত্ত্ব সর্ম্পকে বর্ণিত হয়েছে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইলাহী আযুমাল বালায়ু ওয়া বারিহাল খাফায়ু ওয়ান কাশাফাল গিতায়ু ওয়ান ক্বাত্বায়ার রাজায়ু ওয়া যাকাতিল আরযু ওয়া মুনিয়াতিস সামায়ু ওয়া আতাল মুসতায়ানু ওয়া ইলাইকাল মুশতাকা ওয়া আলাইকা মুআউওয়ালু ফিশ শিদ্দাতি ওয়ার রাখায়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদ উলিল আমরিল্লাযিনা ফারাযতা আলাইনা ত্বায়াতাহুম ওয়া আররাফতানা বি যালিকা মানযিলাতাহুম ফা ফাররিজ আন্না বি হাক্কেহিম ফারাজান আজিলান কারিবান কালামহিল বাসারী আও হুয়া আকরাবু ইয়া মুহাম্মাদু ইয়া আলীয়ু, ইয়া আলীয় ইয়া মুহাম্মাদ, ইকফিয়ানি ফা ইন্না কুমা কাফিয়ানি, ওয়ান সুরানি ফা ইন্না কুমা নাসিরানি, ইয়া মাওলানা ইয়া সাহিবায যামানি, আল গাওসা আল গাওসা আল গাওসা, আদরিকনি আদরিকনি আদরিকনি, আসসায়াতা আসসায়াতা আসসায়াতা ,আল আজালা আল আজালা আল আজালা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কে মুহাম্মাদিন ওয়া আলিহীত ত্বাহিরিন।

আল্লামা কাফআমী তাঁর ‘বালাদুল আমনি’ বইতে বলেন যে যদি কেউ অন্যায়ভাবে বন্দী হয় ও এই দোয়া পাঠ করে তাহলে সে শীঘ্রই মুক্তি পাব। যদি কোনো ব্যক্তি কঠিন বিপদ বা ষড়যন্ত্রের শিকার হয় সে যেন অবশ্যই এই দোয়া পাঠ কর। এই দোয়াটি ইমাম মাহদী (আঃ) এর সাথে সংশ্লিষ্ট। এই দোয়া পাঠ করলে ইমাম (আঃ)-এর পক্ষ থেকে দ্রুত সাহায্য আস। এই দোয়াটি হযরত ইমাম মাহদী (আঃ) এক লোককে শিখিয়েছিলেন; সে লোকটি বন্দী ছিল এবং এ দোয়া পাঠ করে সে মুক্তি পেয়ে যায়। তাই ইমামে যামানা (আঃ) এর আসার পথে বিভিন্ন বাধা বিপত্তি দূর করা এবং দ্রুত আবির্ভাবের জন্য এই দোয়াটি পাঠ করা হয়। মরহুম শেখ আব্বাস কুমী (রহঃ)-এর ‘মাফাতিহুল জিনান’ গ্রন্থের ১৯২ পৃষ্ঠায় এই দোয়াটরি গুরুত্ব ও মহত্ত্ব সর্ম্পকে বর্ণিত হয়েছে।

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

হে আল্লাহ, আমাদের বিপদ ভয়াবহ এবং দূরে সরে গেছে গোপনতা, র্পদাকে তুলে ফেলা হয়েছে। এবং সব আশা নিঃশেষ হয়েছে এবং জমিন সংকুচতি হয়েছে এবং আসমানী করুণা স্থগিত করা হয়েছে কেবল আপনিই সাহায্য করতে পারনে আর আপনার কাছেই আমাদের সব অভাব অভিযোগ, এবং আপনার ওপর আমাদের গভীর বিশ্বাস আছে - বিপদের মধ্যে যেমন, তেমনি সুদিনে, হে আল্লাহ, আপনি সালাম বর্ষণ করুন মুহাম্মাদ ও মুহাম্মাদের বংশধরদের উপর, তারাই উলিল আমর (নেতা) যাদের আনুগত্য আমাদের ওপর ফরয করেছেন, এবং তা দ্বারা আমাদরেকে তাঁদের উচ্চ র্মযাদার সাথে পরিচিত করেছেন, সুতরাং, আমাদেরকে মুক্তির স্বাদ দান করুন তাঁদের সম্মানের ওসীলায়, দ্রুত ও নিকটতম সময়ে মুক্তি ; যেন চোখের পলকে, কিম্বা তার চেয়েও দ্রুত, হে মুহাম্মাদ হে আলী; হে আলী হে মুহাম্মাদ, আপনারা আমাদের জন্য যথেষ্ট হোন, কেননা, নিশ্চয় আপনারা (দু’জন) যথেষ্ট, আর আমাদেরকে সাহায্য করুন, কেননা, আপনারা নিশ্চয় (দু’জন) সাহায্যকারী হে আমাদের মাওলা, হে যামানার অভিভাবক, হে সাহায্যের আবেদনে সাড়া দানকারী, হে সাহায্যের আবেদনে সাড়া দানকারী, হে সাহায্যের আবেদনে সাড়া দানকারী, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, এখনই, এখনই, এখনই, খুবই দ্রুত, খুবই দ্রুত, খুবই দ্রুত, হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু! মুহাম্মাদ ও তাঁর পবিত্র বংশধরদের সম্মানরে ওসীলায়।