দিনের নবম প্রহর এই সময়টি ইমাম মোহাম্মাদ তাকী (আ.)-এর জন্য উৎসর্গ করা হয়েছে, এবং এই মুহুর্তে নিম্নোক্ত দোয়া পাঠ করুন
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
يَا مَنْ دَعَاهُ الْمُضْطَرُّوْنَ فَاَجَابَهُمْ وَالْتَجَاَ اِلَيْهِالْخَاۤئِفُوْنَ فَامَنَهُمْ وَعَبَدَهُ الطَّاۤئِعُوْنَ فَشَكَرَ هُمْ وَ شَكَرَهُ الْمُؤْمِنُوْنَ فَحَبَاهُمْ وَ اَطَاعُوْهُ فَعَصَمَهُمْ وَ سَئَلُوْهُ فَاَعْطَاهُمْ وَ نَسُوْا نِعَمَتَهُ فَلَمْ يُخْلِ شُكْرَهُ مِنْ قُلُوْبِهِمْ وَامْتَنَّ عَلَيْهِمْ فَلَمْ يَجْعَلِ اسْمَهَ مَنْسِيًّا عِنْدَهُمْ اَسْئَلُكَ بِحَقِّ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَلَيْهِمَا السَّلَامُ حُجَّتِكَ الْبَالِغَةِ وَ نِعْمَتِكَ السَّابِغَةِ وَ مَحَجَّتِكَ الْوَاضِحَةِ وَ اُقَدِّمُهُ بَيْنَ يَدَىْ حَوَاۤئِجِىْ اَنْ تُصَلِّىَ عَلٰى مُحَمَّدٍ وَّ اٰلِ مُحَمَّدٍ وَّ اَنْ تَفْعَلَ بِىْ كَذَا وَ كَذَا۔۔۔
আপনি এখন আপনার প্রয়োজন বা মনের ইচ্ছা মহান আল্লাহর কাছে বলুন।
দিনের নবম প্রহর এই সময়টি ইমাম মোহাম্মাদ তাকী (আ.)-এর জন্য উৎসর্গ করা হয়েছে, এবং এই মুহুর্তে নিম্নোক্ত দোয়া পাঠ করুন
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
ইয়া মান দাআহুল মুদ্ব তাররুনা ফাআজাবাহুম ওয়াল তাজাআ এলায়হেল খায়েফুনা ফামানাহুম ওয়া আবাদাহুত তায়েউনা ফাশাকারা হুম ওয়া শাকারাহুল মুমেনুনা ফাহাবাহুম ওয়া আতা-উ হু ফাআসামাহুম ওয়াসা-আলুহু ফাআ-তাহুম ওয়ানাসু নেয়ামাতাহু ফালাম ইউখলে শুকরাহু মেন ক্বুলু বেহেম ওয়াম তান্না আলায়হেম ফালাম ইয়াজ আলেসমাহা মানসিয়ান এনদাহুম আস-আলুকা বেহাক্কে মুহাম্মাদেবনে আলীয়েন আলায়হেমাস সালামু হুজ্জাতেকাল বালেগাতে ওয়া-নেএ মাতেকাস সাবেগাতে ওয়ামা হাজ্জাতেকাল ওয়া দ্বিহাতে ওয়া উ-ক্বাদ্দে মুহু বায়না ইয়াদায় হাওয়ায়েজি আনতু সাল্লে আলা মুহাম্মাদেও ওয়া আলে মুহাম্মাদেও ওয়া আন তাফআলা বি কাযা ওয়া কাযা।
আপনি এখন আপনার প্রয়োজন বা মনের ইচ্ছা মহান আল্লাহর কাছে বলুন।