নফল নামাজের ফজিলত অনেক বেশি, আয়েম্মা মাসুমিন (আঃ) বলেছেন, মোমিনদের চেনার একটি আলামত হলো নফল নামাজ । যেহেতু নামাজকে মোমিনদের মিরাজ বলা হয়েছে । নফল নামাজ কত রাকাত তা নিম্নে দেওয়া হলোঃ-

১. ফজরের নফল নামাজ দুই রাকাত। (ওয়াজেব নামাজের আগে পড়তে হয়)

২. জোহরের নফল নামাজ আট রাকাত। (ওয়াজেব নামাজের পূর্বে দুই, দুই রাকাত করে পড়তে হয়)

৩. আসরের নফল নামাজ আট রাকাত। (ওয়াজেব নামাজের আগে দুই, দুই রাকাত করে পড়তে হয়)

৪. মাগরিবের নফল নামাজ চার রাকাত। (ওয়াজেব নামাজের পরে দুই রাকাত করে পড়তে হয়)

৫. এশার নফল নামাজ দুই রাকাত। (ওয়াজেব নামাজের পর দুই রাকাত বসে পড়তে হয়)

**এই নামাজগুলো ওয়াজেব নামাজের নিয়মেই পড়তে হয় শুধু নিয়তে সুন্নাত কোরবাতান এলাল্লাহ বলতে হয়।