بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
الْحَمْدُ للهِ رِضىً بِحُكْمِ اللهِ ، شَهِدْتُ أَنَّ اللهَ قَسَمَ مَعَايِشَ عِبَادِهِ بِالْعَدْلِ ، وَأَخَذَ عَلَى جَمِيْعِ خَلْقِهِ بِالْفَضْلِ. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ، وَلاَ تَفْتِنِّي بِمَا أَعْطَيْتَهُمْ وَلا تَفْتِنْهُمْ بِمَا مَنَعْتَنِي فَأحْسُدَ خَلْقَكَ، وَأَغْمِطَ حُكْمَكَ. أللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِـهِ، وَطَيِّبْ بِقَضَائِـكَ نَفْسِي وَوَسِّعْ بِمَـواقِعِ حُكْمِكَ صَدْرِي وَهَبْ لِي الثِّقَةَ لأُقِرَّ مَعَهَا بِأََنَّ قَضَاءَكَ لَمْ يَجْرِ إلاَّ بِالْخِيَرَةِ وَاجْعَلْ شُكْرِي لَكَ عَلَى مَا زَوَيْتَ عَنّي أَوْفَرَ مِنْ شُكْرِي إيَّاكَ عَلَى مَا خَوَّلْتَنِي وَاعْصِمْنِي مِن أنْ أظُنَّ بِذِي عَدْم خَسَاسَةً، أَوْ أَظُنَّ بِصَاحِبِ ثَرْوَة فَضْلاً، فَإنَّ الشَّرِيفَ مَنْ شَرَّفَتْهُ طَاعَتُكَ، وَالْعَزِيزَ مَنْ أَعَزَّتْهُ عِبَادَتُكَ. فَصَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ وَمَتِّعْنَا بِثَرْوَة لاَ تَنْفَدُ، وَأَيِّدْنَا بِعِزٍّ لاَ يُفْقَدُ وَأَسْرِحْنَا فِيْ مُلْكِ الأَبَدِ إنَّكَ الْوَاحِدُ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ تَلِدْ وَلَمْ تُولَدْ وَلَمْ يَكُنْ لَكَ كُفُواً أَحَدٌ
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
তার হুকুম পালন করার পথে সকল প্রর্শসা আল্লাহ্র জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাঁর বান্দাদের লালন-পালন করেন। তার সকল সৃষ্টিকে তিনি দয়ার দ্বারা পরিবেষ্টন করেছেন। হে প্রভু, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আপনি তাদেরকে যা দিয়েছেন তা দ্বারা আমাকে প্রলুব্ধ (পরীক্ষা) করবেন না। আমা হতে যা নিয়ে নিয়েছেন তা দ্বারা তাদেরকে পরীক্ষা করবেন না, পাছে আমি আপনার বান্দাদের প্রতি ঈর্ষা পরায়ণ হই এবং আপনার অঙ্গিকারে অসুন্তষ্ট হই। এবং আপনার অঙ্গিকারে আমাকে আনন্দিত করন। আপনার কালামের জন্য আমার বুককে প্রশস্ত করে দিন। আমাকে আত্মবিশ্বাস দিন যা দ্বারা আমি অবগত হতে পারি যে বদান্যতা ব্যতীত আপনার অঙ্গীকার বাস্তবায়ন হয় না। আপনি আমার কাছ থেকে যা প্রতিরোধ করেছেন সে জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাতে দিন এবং আরও বেশি ধন্যবাদ আপনি আমার জন্য যা বরাদ্দ করেছেন সে জন্য। দরিদ্রদেরকে নীচ মনে করা অথবা সম্পদশালীদেরকে অভিজাত মনে করা থেকে আপনি আমাকে রক্ষা করুন। বিশেষত, অভিজাত হল সে যার এবাদত অভিজাত। সম্মানিত সে আপনার প্রতি যার এবাদত মর্পাদায় স্তরে উন্নাত। মিনতি করছি, হযরত মুহাম্মদ এবং তাঁর বংশধরদের উপর অনুগ্রহ করুন। আমাদেরকে আর্থিক উন্নতি দিয়ে সাহায্য করুন যা কখনও লয় হবে না। আমাদেরকে এমন সম্মান দিন যা কখনও মলিন হবে না। আমাদেরকে চিরস্থায়ী রাজত্বে প্রেরণ করুন। বিশেষত, “আপনি একক সত্তা, অনন্য চিরঞ্জীব। যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি। আর আপনার সমকক্ষ কেউ নেই।”