প্রত্যেক দিনের একটি বড় তাকিবাত হলো মুহাম্মাদ (সাঃ) ও আলে মুহাম্মাদ (আঃ) এর উপর যত বেশি করে দুরুদ পাঠ করাঃ-
রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি ফজর ও জোহরের নামাজের পর এবং জুমা' তথা অন্যান্য দিবসগুলোতে "আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।" এই দরুদ পাঠ করবে, সে ইমাম মাহদী (আ ফা) এর যিয়ারাত না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না (মাফাতিহুল জিনান পৃঃ-৫৯)
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
يَا رَبَّ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَعَجِّلْ فَرَجَ آلِ مُحَمَّدٍ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইয়া রাব্বা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজা আলি মুহাম্মাদ।
ইমাম মোহাম্মাদ বাকের (আঃ) বলেছেনঃ প্রত্যেক বাধ্যতামূলক নামাযের পর তাসবিহাতে যাহরার চেয়ে উত্তম দোয়া আর নেই।
الله أكبر
আল্লাহু আকবার- ৩৪ বার
ٱلْحَمْدُ لِلّٰ
আলহামদুলিল্লাহ - ৩৩ বার
سُبْحَانَ اللَّهِ
সুবহানাল্লাহ - ৩৩ বার
اللّهُمّ صَلّ عَلَى مُحَمّدٍ وَآلِ مُحَمّدٍ
আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ