শত্রুর মোকাবেলা করার পূর্বে আমিরুল মোমেনিন এ প্রার্থনা করতেন
হে আমার আল্লাহ, তোমার দিকেই হৃদয়ের টান পড়ছে; তোমার প্রতি মস্তক অবনত হচ্ছে; তোমার দিকেই চক্ষু স্থির, তোমার দিকেই পদচারণা চলছে এবং দেহ দুর্বল হয়ে পড়েছে। হে আমার আল্লাহ, গোপন শক্রতা প্ৰকাশ হয়ে পড়েছে এবং বিদ্বেষের পাত্র উত্তপ্ত হচ্ছে। হে আমার আল্লাহ, আজ আমাদের রাসুল নেই, তোমার কাছেই ফিরিয়াদ জানাই, আমাদের শত্রু সংখ্যা অগণন এবং দুঃখ দ্বারা আমরা পরিব্যপ্ত। হে প্রভু, আমাদের ও আমাদের জনগণের মধ্যে তুমি সত্যের ফয়সালা করে দাও । তুমিই তো সর্বোত্তম ফয়সালাকারী (কুরআন- ৭৪৮৯) ।