রাসুল (সঃ) সম্পর্কে অন্যান্য নবিদের মিশন শেষ হবার পর আল্লাহ রাসুলকে (সঃ) প্রেরণ করেছেন যখন মানুষ দীর্ঘদিন যাবত তন্দ্রাচ্ছন্ন ছিল; পাপাচার মাথাচাড়া দিয়ে উঠেছিল; সকল বিষয় সংহতিহীন ও যুদ্ধোনলের শিখাধীন ছিল; পৃথিবী তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছিল; চতুর্দিকে খোলাখুলি প্রতারণা ও প্রবঞ্চনা বিরাজ করছিলো; গাছের পাতা হলুদ হয়ে গিয়েছিল; ফল পাবার কোন আশা ছিল না; পানি মাটির নিচে চলে গিয়েছিল; হেদায়েতের মিনার অদৃশ্য হয়ে পড়েছিল এবং ধ্বংসের চিহ্নসমূহ দৃষ্টিগোচর হচ্ছিলো। সে সময় পৃথিবী তার অধিবাসীর জন্য কঠোর হয়ে পড়েছিল এবং অনুসন্ধানকারীর প্রতি ভ্ৰকুটি করতো। এর ফল ছিল পাপ ও খাদ্য ছিল মৃতদেহ। এর অন্তর্বাস ছিল ভয় এবং বহিরাভরণ ছিল তরবারি। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, তোমাদের পিতা ও ভ্রাতা যে সকল পাপ কাজে জড়িয়ে পড়েছিল এবং যে জন্য তাদেরকে জবাবদিহিতায় পড়তে হয়েছে তা স্মরণ কর এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা। আমার জীবনের কসম, তোমাদের বর্তমান সময় থেকে তাদের সময় খুব বেশি দিন আগের নয়- এখনো শতাব্দী পার হয়ে যায় নি- এটাও বেশি দিন আগের কথা নয় যে, তোমরা তাদের ঔরসে ছিলে।
আল্লাহর কসম, রাসুল (সঃ) তাদেরকে যা বলেছিলেন, আমিও আজ তোমাদেরকে তা-ই বলছি; তোমরা আজ যা কিছু শুনছো, তারা গতকাল তাই শুনেছিল। তাদের জন্য যে চোখ খোলা হয়েছিল, যে হৃদয় তাদের জন্য সেদিন তৈরি করা হয়েছিল, ঠিক তাই আজ তোমাদের জন্য দেয়া হয়েছে। আল্লাহর কসম, এমন কিছু আজ তোমাদেরকে বলা হচ্ছে না, যা তারা জানত না এবং এমন কিছু তোমাদের দেয়া হচ্ছে না, যা থেকে তারা বঞ্চিত ছিল। নিশ্চয়ই, তোমরা এমন একটা চরম বিপর্যয়ে কষ্ট পাবে (যা উল্লীর মতো) যার নাকের দড়ি নড়বড়ে ও গলার দড়ি ছিড়ে গেছে। সুতরাং এ প্রতারকরা যেন কোন অবস্থাতেই তোমাদের ধোকায় ফেলতে না পারে, কারণ এটা একটা ক্ষণস্থায়ী দীর্ঘছায়া।