প্রাণনাশক আঘাতের দিন ভোরে আমিরুল মোমেনিন বলেনঃ আমি বসেছিলাম। হঠাৎ নিদ্রাচ্ছন্ন হলাম। আমি দেখলাম আল্লাহর রাসুল (সঃ) আমার সম্মুখে উপস্থিত। আমি বললাম, “হে আল্লাহর রাসুল! মানুষের বক্রতা ও শত্রুতা আমি আর কত সহ্য করবো?” আল্লাহর রাসুল বললেন, “তাদের আশুভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা কর।” আমি বললাম, “আমার জন্য তাদের চেয়ে আরো ভালো লোক এবং তাদের জন্য আমার পরিবর্তে অনেক খারাপ লোক আল্লাহ দিতে পারেন।”