আল্লাহর মহিমা ও রাসুলের (সঃ) প্রশধ্বংসা
প্রতিষ্ঠিত প্রশধ্বংসা আল্লাহর যিনি সকল বান্দার সাদৃশ্যের উর্ধে, বর্ণনাকারীদের বর্ণনার উর্ধে; যিনি দৃষ্টিবানকে তাঁর ব্যবস্থাপনা দেখিয়ে দিয়ে হতবাক করেছেন; যিনি স্বীয় মহিমায় চিন্তাবিদগণের কল্পনা থেকে গুপ্ত; যিনি জ্ঞানার্জন ছাড়াই জ্ঞানী যাতে কোন বাড়তিও নেই, কমতিও নেই; এবং যিনি কোন প্রকার চিন্তা ও প্রতিফলন ছাড়াই সকল বিষয়ের নিয়ামক। তিনি এমন যে, গাঢ় অন্ধকারে তাঁর কিছু আসে যায় না, অথবা উজ্জ্বলতার কাছ থেকেও তার কোন আলোর প্রয়োজন হয় না। রাত তাকে অতিক্রম করে না, দিবাভাগও তার জন্য পার হয়ে যায় না (অর্থাৎ দিবারাত্রির পরিবর্তন তাঁকে প্রভাবিত করে না)। কোন জিনিস সম্পর্কে তার উপলব্ধি চক্ষু দ্বারা নয় এবং তাঁর জ্ঞান অবহিতির ওপর নির্ভরশীল নয় ।
আল্লাহ রাসুলকে (সঃ) আলোর দিশারী হিসাবে প্রেরণ করেছেন এবং তার মনোনীতগণের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। তার মাধ্যমে আল্লাহ বিচ্ছিন্নগণকে ঐক্যবদ্ধ করলেন, শক্তিশালীগণকে পরাভূত করলেন, সকল বিপদগ্ৰস্থতা দূরীভূত করলেন, অসমতল ভূমিকে সমতল করলেন এবং এভাবে চতুর্দিকের গোমরাহি দূরীভূত করলেন।